টুকরো খবর
রেনেসাঁ ইউনিভার্সাল-এর পক্ষ থেকে সম্প্রতি কলাকুঞ্জ প্রেক্ষাগৃহে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা আনন্দমূর্তির ‘সর্বাত্মক দর্শন’ প্রসঙ্গে এক আলোচনাসভার আয়োজন করা হয়। ছিলেন পুণে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অ্যাডভান্স স্টাডি সেন্টারের প্রাক্তন অধিকর্তা বশিষ্ঠ নারায়ণ ঝা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক দিলীপকুমার হালদার। আলোচনায় অংশ নেন লোপামুদ্রা চৌধুরী, দেবনারায়ণ সরকার, উদয়কুমার চক্রবর্তী প্রমুখ। প্রভাতসঙ্গীত পরিবেশন করেন ‘আনন্দধারা’-র শিল্পীরা।
ছবি: শুভাশিস ভট্টাচার্য
‘তারাপদ অ্যান্ড কোং’। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেচার স্টাফ রিক্রিয়েশন ক্লাব’-সদস্যদের অভিনীত এই নাটকটি সম্প্রতি অভিনীত হল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। উপলক্ষ ক্লাবের ৪৩তম বার্ষিক সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী এবং কল্যাণীর তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস। ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সরকার পক্ষের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এবং কার্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আনিসুর রহমান।
সম্প্রতি রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে গান, আবৃত্তি, শ্রুতিনাটক, নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, ‘ভীমবধ’ নাটক পরিবেশন করেন কলেজের ছাত্র, শিক্ষাকর্মী ও শিক্ষকেরা। কলেজ-সংলগ্ন নিরঞ্জন সদনে এই অনুষ্ঠান হয়।

 



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.