সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা যে দিনটার জন্য অপেক্ষা করে থাকে আজ সেই দিন। লা লিগায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এক কথায় যে লড়াইকে সবাই চেনে ‘এল ক্লাসিকো’ নামে।
শুধু কি দু’টি ক্লাবের ফুটবলযুদ্ধ? গত কয়েক বছর ধরে তো ‘এল ক্লাসিকো’ মানেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই দুই মহাতারকার। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’জনেই এই মুহূর্তে ১৭টি গোল করে যুগ্ম ভাবে লা লিগার সর্বোচ্চ গোলদাতা।
কী ভাবে উপেক্ষা করা যায় বাকি তারকাদেরও? রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবৌতে রিয়ালের জার্সি গায়ে দেখা যাবে দি’মারিয়া, সের্খিও রামোস, খেদিরা, মার্সেলো, জাবি আলোন্সো, বেঞ্জিমা বা ইগুয়াইনদের। অন্য দিকে বার্সার প্রথম দলে মেসির সতীর্থদের মধ্যে থাকবেন জাভি, ইনিয়েস্তা, পুওল, পিকে, ফাব্রেগাস, অ্যালেক্সিস সাঞ্চেসরা। জাভি আবার শনিবার মাঠে নামা মানে বার্সার জার্সি গায়ে ৬০০ ম্যাচের মাইলফলক ছোঁবেন।
প্রতিবারের মতো স্পেনীয়রা দু’ভাগ। উঠে আসছে নানা আলো-অন্ধকার স্মৃতি। সান্তিয়াগো বার্নাবৌতে শেষ পাঁচ ম্যাচে মেসি গোল করেছেন সাতটি। তাঁর কোচ পেপ গুয়ার্দিওলা এখনও অপরাজিত এই মাঠে। রিয়াল শেষ ১১ বারে বার্সাকে হারিয়েছে মাত্র একবার। এই যদি বার্সা সমর্থকদের চিৎকার হয়, পিছিয়ে নেই মাদ্রিদিস্তারাও।
তাঁরা তুলে আনবেন সাম্প্রতিক হিসাব-নিকাশ। ৩৭ পয়েন্টে রোনাল্ডোরা এখন লা লিগার শীর্ষে। একটি ম্যাচ বেশি খেলেও মেসিরা পিছিয়ে তিন পয়েন্ট। বার্সা এ বার লা লিগার শেষ ১০ অ্যাওয়ে ম্যাচে জিতেছে মাত্র তিনটি।
চুপ করে নেই দু’দলের পুরনো মহাতারকারাও। প্রাক্তন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং এখন ক্লাবের সর্বেসর্বা অ্যালফ্রেদো দি’স্তেফানো স্পেনীয় খবরের কাগজে বলছেন, “আমরা দু’গোলে জিতব।” অন্য দিকে ব্রাজিলে বসেও পুরনো ক্লাবের জয় চাইছেন রোনাল্ডিনহো, “ফল কী হবে জানি না, শুধু চাই বার্সা জিতুক।” |