|
|
|
|
মিড-ডে মিলে ‘দুর্নীতি’, গ্রেফতার প্রধান শিক্ষিকা |
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
মিড-ডে মিল নিয়ে দুর্নীতি ও হিসাবে গরমিলের অভিযোগে গ্রেফতার হলেন হাইস্কুলের প্রধান শিক্ষিকা। ইঁদপুর ব্লকের শালডিহা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অনিতা মহাপাত্রকে বুধবার সকালে স্কুল লাগোয়া হস্টেল থেকে গ্রেফতার করে পুলিশ।আদালত তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কাছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে মিল সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ করেন বিডিও প্রভাত চট্টোপাধ্যায়। বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “বিডিও-র অভিযোগের ভিত্তিতে ওই প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
বিডিও প্রভাতবাবু জানান, মাস দেড়েক আগে শালডিহা গ্রামের কয়েক জন বাসিন্দা ওই স্কুলের মিড-ডে মিল নিয়ে বেশ কিছু অভিযোগ জানিয়েছিলেন। সেই সব অভিযোগের তদন্ত করতে গত ১৮ জুলাই ওই হাইস্কুলে গিয়েছিলেন ব্লকের মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার তথা সহকারি পরিদর্শক (খাদ্য) প্রণতি ভট্টাচার্য। বিডিও বলেন, “তদন্তে গ্রামবাসীর অভিযোগের কিছু প্রমাণ মেলে। মজুত চালের হিসাবে গরমিল দেখা গিয়েছে। এ ব্যাপারে কৈফিয়ত চাওয়া হলে প্রধান শিক্ষিকা কোনও সদুত্তর দিতে পারেননি। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।” তাঁর দাবি, “প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আরও কিছু দুর্নীতির প্রমাণ মিলেছে।” জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) পূর্ণচন্দ্র জানা বলেন, “ঘটনার কথা শুনেছি। পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন আদালতে ঢোকার সময়ে অবশ্য অভিযুক্ত প্রধান শিক্ষিকা অনিতাদেবী কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|