টুকরো খবর

সিগন্যালের ব্যাটারি চুরি, ট্রেনে বিঘ্ন
সিগন্যাল ব্যবস্থা চালু রাখার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বুধবার ভোরের দিকে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ও তালদি স্টেশনের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৩টে ৩৫ মিনিট নাগাদ জানা যায়, ক্যানিং ও তালদি স্টেশনের মধ্যে সিগন্যাল কাজ করছে না। তার পরেই ব্যাটারি চুরির খবর জানাজানি হয়। ঘটননাস্থলে আসেন আরপিএফের পদস্থ কর্তারা।
—নিজস্ব চিত্র।
পরে পুলিশ-কুকুরও আসে। ৬টা ৫ মিনিট নাগাদ সিগন্যাল ব্যবস্থা ফের চালু করা হয়। ব্যাটারি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেল পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। শিয়ালদহের ডিআরএম পুরুষোত্তম গুহ বলেন, “এই ঘটনায় চারটি লোকাল ট্রেন কুড়ি মিনিট করে দেরিতে চলে। ব্যাটারি বা সংশ্লিষ্ট যন্ত্রাংশ খোলা হলে সিগন্যাল ব্যবস্থা আপনাআপনিই বন্ধ হয়ে যায়। সেই কারণেই এ দিন সমস্যা হয়েছে।”

তৃণমূল নেতা আক্রান্ত হাড়োয়ায়
জমিতে কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন এক তৃণমূল নেতা। মঙ্গলবার বিকালে হাড়োয়ার ঘোষপুর গ্রামে আজগর মোল্লা নামে ওই তৃণমূল নেতা আক্রান্ত হন। তিনি তৃণমূলের গ্রামসভার সদস্য। মার খেয়েও কোনও রকমে দুষ্কৃতীদের হাত ছাড়িয়ে তিনি পালান বলে পুলিশকে জানিয়েছেন। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে বলেও অভিযোগ। তৃণমূলের অভিযোগ, এর আগেও কয়েক বার আজগরের উপরে হামলা চালানো হয়েছিল। এর পিছনে সিপিএম আশ্রিত দুষ্কতীরা রয়েছে। সিপিএম অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।অস্ত্র-সহ ধৃত ৫। নদিয়ার নবদ্বীপের তিওরখালি থেকে সোমবার রাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দু’টি রিভলবার এবং দু’রাউন্ড কার্তুজ, ভোজালি, বোমা-সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়।

ভাঙড়ে অস্ত্র উদ্ধার
ফের অস্ত্র উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। বুধবার রাতে গজাপুর গ্রামে ইউনুস মোল্লা নামে এক দুষ্কৃতীর বাড়ি থেকে দু’টি দোনলা ও একটি এক নলা বন্দুক, একটি বন্দুকের অর্ধেক এবং একটি ওয়ান শর্টার উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত দিন কয়েক আগে এই গজাপুর থেকেই অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আজিজুল মোল্লা-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজিজুলকে জেরা করেই ইউনুসের বাড়িতে অস্ত্রের সন্ধান মেলে। এ দিন রাত ৮ টা নাগাদ আজিজুলকে নিয়েই ইউনুসের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে ইউনুসকে ধরা যায়নি।

দু’টি অপমৃত্যু
দু’জনের অস্বাভাবিক মৃত্যু হল বসিরহাট থানা এলাকায়। বুধবার সকালে দণ্ডীরহাটের একটি পুকুর থেকে পেশায় গাড়ি চালক স্বপন কাহারের (২২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আগের রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভাবে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এ দিনই দুপুর ১২টা নাগাদ ইটিন্ডার ঘোজাডাঙায় একটি ডোবার পাশ থেকে মধ্যবয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়।

তিন ডাকাত ধৃত
ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বুধবার দুপুরে আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে গাংনাপুর থানার পুলিশ। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “ডাকাত দলটি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া-সহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত। তাদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য পেয়েছি। তাদের খোঁজ চলছে।”

ডাকাতের হাতে জখম
সোনারপুর থানার কোদালিয়া সখেরবাজারে একটি বাড়িতে মঙ্গলবার রাতে হামলা চালাল ডাকাতেরা। জখম হন গৃহকর্ত্রী দীপা ভট্টাচার্য ও তাঁর ছোট ছেলে মৈনাক। পুলিশ জানায়, চার দুষ্কৃতী গ্রিলের তালা ভেঙে ঢোকে। মৈনাকবাবু পুলিশকে জানান, টাকা-সোনা না দেওয়ায় বন্দুক দিয়ে দীপাদেবীর কানে ও তাঁর মাথায় মারে ডাকাতেরা। চেঁচামেচিতে প্রতিবেশীরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। এখনও কেউ গ্রেফতার হয়নি।

ব্যবসায়ী আটক
রেশনের চাল নিয়ে কালোবাজারির চেষ্টার অভিযোগে বুধবার এক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, ১৬ বস্তা চাল রেশন দোকানে নিয়ে যাওয়ার নামে নিজের বাড়ির গুদামে ঢোকানোর সময় পানিহাটির বাসিন্দা প্রদীপ সাধুখাঁ নামে ওই ব্যবসায়ীকে হাতেনাতে ধরেন স্থানীয়রা। পুলিশ গুদামটি সিল করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.