|
|
|
|
কলেজ খুলতে নির্দেশ পরীক্ষা নিয়ামকের |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অধ্যক্ষকে অবিলম্বে কলেজ খোলার নির্দেশ দিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জঙ্গিপুর কলেজের অধ্যক্ষকে ডেকে তাঁর বক্তব্য শুনে কলেজে ক্লাস চালুর পরামর্শ দিয়েছেন মহকুমাশাসকও। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “এ ভাবে কলেজ বন্ধ করা ঠিক নয়। এখন সব কলেজে প্রতিটি বর্ষের ছাত্রছাত্রীদের পুরোদমে ক্লাস চলছে। তাঁদের পড়াশোনার ক্ষতি করে কলেজ বন্ধ রাখা যায় না। বুধবার অধ্যক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। যত দ্রুত সম্ভব কলেজে ক্লাস চালু করতে হবে। এ নিয়ে জেলাশাসকের সঙ্গেও কথা হয়েছে। তিনি এসডিওকে ব্যবস্থা নিতে বলেছেন। আশা করি বৃহস্পতিবার কলেজ খুলবে।” জঙ্গিপুরের এসডিও এনাউর রহমান বলেন, “অধ্যক্ষকে অবিলম্বে কলেজ খোলার জন্য চিঠি পাঠানো হয়েছে। অধ্যক্ষের সঙ্গেও কথা হয়েছে। আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা থাকলে তা জানাতে বলা হয়েছে। প্রশাসন সবরকম ব্যবস্থা নেবে। আশা করি, দ্রুত কলেজ খুলবে। তবে কলেজ বন্ধের আগে প্রশাসনের সঙ্গে একবার কথা বলা উচিত ছিল।” তাঁর কথায়, “কলেজের মধ্যে কোনও অশান্তি নেই। থাকলেও কারা করছে তা অধ্যক্ষকে পুলিশকে জানাতে বলা হয়েছে। ব্যবস্থা নেবে পুলিশ। কলেজের বাইরের গণ্ডগোল প্রশাসন সামলাবে। কিন্তু এ ভাবে কলেজ বন্ধ রাখা যাবে না। অধ্যক্ষকে বন্ধের নোটিস তুলে নিতে বলা হয়েছে।” এ দিকে, বুধবার ক্লাস চালুর দাবিতে কলেজের বাইরে জমা হয়েছিল কয়েকশো ছাত্র। কলেজ চত্বরে মিছিল করে বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তাঁরা। পরে কলেজের বন্ধ গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। ছাত্রদের এই বিক্ষোভে সামিল হন ছাত্র পরিষদের নেতারা। সংগঠনের জেলা সম্পাদক পলাশ সাহা বলেন, “অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। কিন্তু তিনি কলেজ খুলতে রাজি হননি। গোটা ঘটনা জানিয়ে এ ব্যাপারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের হস্তক্ষেপ চেয়েছি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।” অধ্যক্ষ আবু এল শুকরানা মণ্ডল বলেন, “এত অশান্তির মধ্যে কলেজ চালানো যথেষ্ট ঝুঁকির। এতে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজে আসতে ভয় পাচ্ছে। নিরাপত্তার বিষয়টিও রয়েছে। এ নিয়ে সবার সঙ্গে আমার কথা হয়েছে। মহকুমাশাসকের কাছে পুলিশ ও প্রশাসনিক সাহায্য চাওয়া হয়েছে। বৃহস্পতিবারই কলেজ খুলবে।” |
|
|
|
|
|