টুকরো খবর
|
জওয়ানের গুলিবিদ্ধ দেহ মিলল সীমান্তে |
নিজস্ব সংবাদদাতা • মুরুটিয়া |
গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে বিএসএফের ৯২ ব্যাটেলিয়নের এক কনস্টেবলের। নাম মহম্মদ সরফরাজ (৪০)। বাড়ি কাশ্মীরের বন্দিপুর এলাকায়। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর সীমান্তে। বিএসএফসূত্রে জানা গিয়েছে, বেড় রামচন্দ্রপুর বর্ডার আউটপোস্টে কর্মরত ছিলেন ওই জওয়ান। মঙ্গলবার রাতে তিনি কাজেও বেরিয়েছিলেন তারপর আর ফেরেননি। বুধবার সকালে বেড় রামচন্দ্রপুর সীমান্তে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন অন্য জওয়ানেরা। পাশেই পড়েছিল তার সার্ভিস ইনসাস। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সরফরাজ। বিএসএফ কর্তাদের অনুমান, মানসিক অবসাদেই নিজের সার্ভিস ইনসাস থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই জওয়ান।
তিন দুষ্কৃতী ধৃত। ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যে বুধবার দুপুরে আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে গাংনাপুর থানার পুলিশ। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “দুষ্কৃতীরা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ডাকাতির ঘটনায় জড়িত। তিন জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”
|
স্ত্রীকে খুনের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • থানারপাড়া |
নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম মমতাজ বিবি (৩০)। বুধবার সকালে নির্মীয়মাণ থানারপাড়ার দোগাছি মিঞাপাড়ার ওই বাড়ির সিড়ির তলা থেকে ওই মহিলার রক্তাক্ত দেহ করে পুলিশ। তেহট্টের এসডিপিও মলয় মজুমদার বলেন, “মমতাজের স্বামী শেখ আবু হানিফের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই হানিফ পলাতক। তার খোঁজ চলছে।” পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শেখ আবু হানিফ অসমে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। এলাকাতেই নতুন একটি বাড়ি তৈরি করছিলেন তিনি। মঙ্গলবার রাতে একমাত্র ছেলে মাসুম আখতারকে পাশেই খামারুপাড়ায় শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে নতুন ওই বাড়িতে গিয়েছিলেন। মমতাজের দাদা আলতাব হোসেন বলেন, “বছর পনেরো আগে ওরা প্রেম করেই বিয়ে করেছিল। কিন্তু হানিফের একাধিক মহিলার সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। এ নিয়ে সংসারে অশান্তি লেগে থাকত। রীতিমত পরিকল্পনা করে মঙ্গলবার রাতে বোনকে নতুন বাড়িতে নিয়ে এসে খুন করেছে হানিফ।” |
বাসে বোমাতঙ্ক |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
উড়ো ফোন এসেছিল বাস চালকের কাছে। সেই ফোনে জানানো হয়, বুধবার বিকেল ৪টেয় স্কুলবাসে বিস্ফোরণ হবে। চালক তৎক্ষণাৎ বিষয়টি জানিয়েছিলেন বেলডাঙার সারগাছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কর্তৃপক্ষকে। বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে ঘিরে রাখে। পরে বহরমপুর থেকে বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর যায়। কিন্তু বাসে কিছুই মেলেনি। বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “বাস থেকে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তদন্ত চলছে।”
|
পঞ্চায়েতে তালা |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ইন্দিরা আবাস যোজনার টাকা নয়ছয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং গোপনে দরপত্র করা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা ঝোলালেন গ্রামবাসীরা। ডোমকলের সারাংপুর পঞ্চায়েতের সিপিএম প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের মঙ্গলবার দুপুরে বেশ কিছুক্ষণ দফতরে আটকে রাখেন গ্রামের সিপিএম সমর্থকেরা। প্রধান শেখ মহম্মদ বদরুদ্দোজা বলেন, “অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে তালা ঝোলানো হয়েছিল। বিরোধীদের প্রলোভনে পা দিয়ে সমর্থকেরা ওই কাজ করেছে।” গ্রামের সেন্টু মণ্ডল অবশ্য বলেন, “সিপিএমের সমর্থক হলেও দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারব না। সে আমার দলই করুক কি অন্য কোনও দল।”
|
বাস চলাচল বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ভাড়া নিয়ে বচসার জেরে বাসকর্মীদের মারধরের ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় বুধবার কান্দি-সালার রুটে বাস চলাচল বন্ধ থাকে। গত ৩ অগস্ট ওই রুটে সালারের কান্দরা বাসস্টপে এক কর্মীকে বেধড়ক মারধর করেছিল কয়েকজন। কিন্তু ওই দিনের ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। প্রতিবাদে একদিনের ধর্মঘট পালন করেন বাসকর্মীরা। মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় সমিতির সম্পাদক বিনয় সাহা বলেন, “ওই দিনের ঘটনায় দোষী ব্যক্তিরা ঘুরছে। সব জেনেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।” কান্দির এসডিপিও অনামিত্র দাস বলেন, “এখানে নতুন এসেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”
|
দুর্ঘটনায় জখম ছাত্রী |
নিজস্ব সংবাদদাতা • নওদা |
গাড়ির ধাক্কায় জখম হয়েছেন পাঁচ জন। ঘটনাটি নওদার আমতলা-হরিহরপাড়া রাজ্য সড়কের। আহতদের মধ্যে এক কলেজ ছাত্রী বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবারের ওই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চালককে আটকে রেখে গাড়িটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ দিন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে ধাক্কা দেয়। কিছুটা এগিয়ে সেটি আমতলা কলেজের সামনেতিন জনকে ধাক্কা দেয়।
|
স্ত্রীকে পুড়িয়ে স্বামী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
গায়ে কেরোসিন ঢেলে দিয়ে প্রথম পক্ষের স্ত্রী সফিয়া বিবিকে (৪৫) পুড়িয়ে মারার অভিযোগে উঠেছে স্বামী ইমরান শেখের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আজিমগঞ্জ স্টেশন লাগোয়া লোকোপাড়ার ওই ঘটনায় ইমারান ও তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী অঞ্জলিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় ইমরান তাঁর প্রথম স্ত্রীর বাড়ি গিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার সেখানেই মারা যান সফিয়া। প্রতিবেশীরা ইমরানকে তাড়া করে ধরে ফেলে তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
|
এসডিও অফিসে চুরি জেনারেটর |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
খোদ মহকুমাশাসকের অফিস থেকেই ছ’মাসের মধ্যে চুরি গেল দু’টো জেনারেটর। মাস ছয়েক আগে জেনারেটর চুরির ঘটনার তদন্ত শেষ না হতেই রবিবার গভীর রাতে ফের একটি জেনারেটর চুরি করে দুষ্কৃতীরা। সীমান্ত লাগোয়া তেহট্ট মহকুমার শীর্ষ আধিকারিকের দফতর থেকে একাধিকবার এমন চুরির ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও। প্রশাসনের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ি করছে এই ঘটনার জন্য। অন্য দিকে, পুলিশের একাংশ মনে করছে ওই দফতরের নৈশপ্রহরীর গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটছে।
|
অস্ত্র-সহ ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
নবদ্বীপের তিওরখালি থেকে সোমবার রাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে দু’টি রিভলবার এবং দু’রাউন্ড কার্তুজ, ভোজালি, বোমা-সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের নবদ্বীপ আদালতে হাজির করানো হলে বিচারক দু’জনকে ৬ দিনের পুলিশ হেফাজতে এবং বাকিদের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন। |
ধর্ষণের নালিশ, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
এক মহিলাকে আশ্রয় দেওয়ার সুযোগ নিয়ে ধর্ষণের অভিযোগে নবদ্বীপ শ্রীবাস অঙ্গনের এক লজ মালিককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ অগস্ট হুগলির খানাকুল থেকে ওই মহিলা নবদ্বীপে এসেছিলেন। সমীর মোহন্ত নামে ওই লজ মালিক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ওই মহিলা নবদ্বীপ থানায় অভিযোগ করেন। তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। বুধবার নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
|
সংঘর্ষে আহত |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
কে আগে পাট পচাবে তা নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে গুরুতর জখম হয়েছেন ৯ জন। বুধবার সকালে ভীমেশ্বরপুর গ্রামের ওই ঘটনায় আহতদের বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। গ্রামে পুলিশি টহল চলছে।
|
|