টুকরো খবর
|
হাউরে অনাস্থা নিয়ে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সিপিএম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ ব্লকের হাউর গ্রাম পঞ্চায়েতে। আজ, বৃহস্পতিবার অনাস্থা নিয়ে সভা হবে পঞ্চায়েত অফিসে। সেই সভার আগেই দলের এক পঞ্চায়েত সদস্যকে তৃণমূলের লোকেরা অপহরণ করে আটকে রেখেছে বলে অভিযোগ সিপিএমের। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাউরে ১৭ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে সিপিএমের ৯ জন, সিপিআইয়ের এক জন ও তৃণমূলের সাত জন সদস্য রয়েছে। উন্নয়নে ব্যর্থতার অভিযোগ তুলে সম্প্রতি ৭ জন তৃণমূল পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। দলীয় সূত্রে খবর, সিপিএমের এক পঞ্চায়েত সদস্য ইতিমধ্যেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছে। এ দিকে, দলের আর এক পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন দলুইকে তৃণমূলের লোকেরা অপহরণ করে আটকে রেখেছে বলে বুধবার পাঁশকড়া থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহির অভিযোগ, “চিত্তরঞ্জনবাবু মঙ্গলবার খড়্গপুর গ্রামীণ থানা এলাকায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তৃণমূলের লোকেরা তাঁকে হুমকি দেয় ও তুলে নিয়ে যায়। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পুলিশ এখনও তাঁকে উদ্ধার করতে পারেনি।” তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি জানা অবশ্য এই অভিযোগ উড়িয়ে গিয়ে বলেন, “উন্নয়নের কাজে ব্যর্থতার কারণেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। সভা বানচালের উদ্দেশ্যে সিপিএম নেতারা তাঁদের সদস্যকে অপহরণের মিথ্যা অভিযোগ তুলছে।”
|
ঝুমি নদীতে নৌকো উল্টে নিখোঁজ ঘাটালে নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ছন্দে ফিরতে শুরু করেছে বানভাসি ঘাটাল। মঙ্গলবার বিকেল থেকেই শিলাবতী, ঝুমি-সহ মহকুমার বিভিন্ন নদী থেকে দ্রুত জল কমতে শুরু করেছে। জলমগ্ন এলাকা থেকেও জল নামছে। ঘাটাল-মেদিনীপুর (ভায়া নাড়াজোল) সড়ক থেকে জল নেমে যাওয়ায় বুধবার থেকে ওই সড়কে বাস চলাচল শুরু হয়েছে। কিন্তু ঘাটাল-চন্দ্রকোনা সড়ক এখনও অনেকাংশেই জলমগ্ন। তারই মধ্যে চলতে শুরু করেছে দূরপাল্লার বাস। তবে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ রূপে স্বাভাবিক হয়নি।
ঘাটালের পরিস্থিতির উন্নতি হলেও দাসপুরে কংসাবতীর বাঁধ ভেঙে প্লাবিত নন্দনপুর ও সড়বেড়িয়া পঞ্চায়েতের গ্রামগুলির পরিস্থিতি একই রকম রয়েছে। সরকারি ও একাধিক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খোলা হয়েছে ত্রাণ শিবিরস। শুকনো খাবার বিলি করা হচ্ছে। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “নতুন করে আবহাওয়া খারাপ না হলে দু’-তিন দিনের মধ্যেই গোটা মহকুমায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।” এ দিকে, বুধবার সকালে ঘাটালের মনসুকায় ঝুমি নদীতে ৭ যাত্রী-সহ একটি নৌকো উল্টে যায়। স্থানীয় মানুষ ছ’জনকে উদ্ধার করলেও এক জনের হদিস মেলেনি। ঘাটালের বিডিও দেবব্রত রায় বলেন, “নিখোঁজ কাঠমিস্ত্রি নন্দ বাগ মনসুকা সংলগ্ন খড়কপুরের বাসিন্দা। তাঁর খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।”
|
চুবকায় ধৃতদের জেল হেফাজত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
চুবকায় জনগণের কমিটির সদস্য সন্দেহে ধৃত ৬ জনের মধ্যে ৫ জনকে এ দিন ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। গত শনিবার রাতে জনগণের কমিটির লোকজন চুবকার গ্রামবাসীদের মারধোর ও বাড়ি ভাঙচুর করে জবরদস্তি মিটিং-এ যেতে বাধ্য করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত এলাকাবাসীর প্রতিরোধে ৬ জন ধরা পড়ে যায়। গণধোলাইয়ের পর রবিবার সকালে আটকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ৬ অভিযুক্তের মধ্যে ৫ জনকে মঙ্গলবার আদালতে তোলা হয়। অপর অভিযুক্ত এখনও চিকিৎসাধীন।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে নন্দকুমারের মানুয়াখালি গ্রামে। মৃতের নাম সনাতন বেরা (৪৫)। সবংয়ের বাসিন্দা পেশায় চাষি সনাতনবাবু মানুয়াখালি গ্রামে শ্বশুরবাড়ির কাছে থাকতেন। মৃতের দাদা অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করেছেন।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম অতনু দাস (৪৫)। বুধবার দিঘা থানার খাদালগোবরা গ্রামে নিজের শ্বশুরবাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মেদিনীপুর শহরের বাসিন্দা অতনুবাবু শ্বশুরবাড়িতেই থাকতেন। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীর একাংশ। অভিযোগ, অতনুবাবুকে খুন করা হয়েছে। যদিও পুলিশে অভিযোগ দায়ের হয়নি। |
|