|
|
|
|
টুকরো খবর
|
রেষারেষির জেরে উল্টে গেল বাস, জখম ২০
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
বেসরকারি বাসের রেষারেষি এবং তার জেরে দুর্ঘটনা নতুন নয়। সরকারি বাসও যদি রেষারেষি শুরু করে, তার পরিণতিও যে ভয়ঙ্কর হতে পারে, বুধবারের ঘটনা তারই প্রমাণ। এ দিন সন্ধ্যায় তারকেশ্বরে দু’টি সরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে উল্টে যায় একটি বাস। জখম হন ২০ জন। |
|
—নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় দু’টি সরকারি বাস অহল্যাবাঈ রোড ধরে যাচ্ছিল বাঁকুড়ার দিকে। প্রবল গতিতে দু’টি বাস অনেক ক্ষণ ধরে রেষারেষি করছিল। পিয়াসারার কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে। উল্টে পড়ে সেটি। ওই বাসে জনা চল্লিশ যাত্রী ছিলেন। ২০ জন কম-বেশি জখম হন। ৫ জনকে ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। বাস দু’টি আটক করেছে পুলিশ। চালকেরা পলাতক।
|
কোন্নগরে খুনে গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
গত রবিবার কারখানা থেকে বাড়ি ফেরার পথে কোন্নগরের রেললাইন-সংলগ্ন ধর্মডাঙার কাছে বন্ধ কারখানার পাশে খুন হন মুখার্জিবাগানের বাসিন্দা মদন টাটোয়া। এক দল দুষ্কৃতী মদনবাবুকে বেধড়ক মারধর করে, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে। পুলিশ তদন্তে নেমে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রিষড়ার বাগখাল থেকে আজমত আলি, আমজাদ আনসারি এবং আদি মানস ওরফে ছোট্টু নামে এক জনকে গ্রেফতার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কারখানা-সংক্রান্ত বিবাদের জেরেই খুন হন মদনবাবু। তিনি যে রঙ-কারখানায় কাজ করতেন, সেখানেই কাজ কর্মরত ছিলেন আমজাদ। কোনও কারণে কোম্পানি আমজাদকে চাকুর থেকে বরখাস্ত করে। তাঁর ধারণা ছিল, মদনই এ জন্য দায়ী। পুরনো সেই রাগের বশেই মদনকে খুন করা হয়েছে। |
|
|
|
|
|