|
|
|
|
জরিমানা সংসদের যোগে ভুল, রসায়নে বেড়ে গেল ২১ নম্বর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে আবার মামলা কলকাতা হাইকোর্টে। আবার নম্বর বেড়ে গেল অনেকটাই। পাণ্ডুয়ার তালবোনা গ্রামের ছাত্র দীপায়ন ঘোষালের রসায়নের লিখিত পরীক্ষায় নম্বর বেড়ে ৩৩ থেকে বেড়ে হল ৫৪। প্র্যাক্টিক্যাল-সহ ওই ছাত্রের রসায়নে মোট নম্বর ৫০ থেকে বেড়ে ৭১ হল।
পরীক্ষার খাতার মূল্যায়ন এবং ফলাফলের তালিকা তৈরির ক্ষেত্রে আদালত বারবার সতর্ক হওয়ার নির্দেশ দিলেও গাফিলতি যে হয়েই চলেছে, দীপায়নের ঘটনায় আরও এক বার তা প্রমাণিত হল। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই মামলায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ১০ হাজার টাকা জরিমানা করে নির্দেশ দিয়েছেন, মামলা চালানোর খরচ হিসেবে ওই টাকা পাবেন ছাত্রটিই।
আবেদনকারী ছাত্রের আইনজীবী সরিফুল ইসলাম বলেন, দীপায়ন মাধ্যমিকে স্টার পেয়েছিলেন। উচ্চ মাধ্যমিকেও অন্যান্য বিষয়ে ৮০ শতাংশ নম্বর পেয়েছেন। কিন্তু রসায়নের লিখিত পরীক্ষায় ৩৩ নম্বর পাওয়াটা তিনি এবং তাঁর স্কুলের শিক্ষকেরা মেনে নিতে পারেননি। দীপায়নের বাবা বাসুদেব ঘোষাল রসায়নের উত্তরপত্র দেখানোর আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট ওই ছাত্রের রসায়নের খাতা তলব করে।
বুধবার আদালতে সেই উত্তরপত্র পেশ করলে দেখা যায়, পরীক্ষক বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য ওই ছাত্রকে যত নম্বর দিয়েছেন, যোগ করলে তা হয় ৫৪। কিন্তু নম্বর যোগ করার সময় পরীক্ষক লিখেছেন ৩৩। বিচারপতি ওই ছাত্রকে অবিলম্বে নতুন মার্কশিট দেওয়ার নির্দেশ দেন। এই মামলার রায়ে তিনি বলেন, বারবার এমন ঘটনা ঘটলেও সংসদ ত্রুটি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেনি।
এ দিন এই নম্বর বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বিচারপতি জানিয়ে দেন, উত্তরপত্র দেখানোর আবেদন জানিয়ে আর কোনও মামলা গ্রহণ করবে না হাইকোর্ট। এই ধরনের সব মামলাতেই এ বার থেকে উত্তরপত্র দেখার জন্য তথ্য জানার অধিকার আইনে নির্দিষ্ট জায়গায় আবেদন করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের পরে এখন থেকে তথ্য জানার আইন অনুযায়ী চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে-কোনও পরীক্ষার উত্তরপত্র দেখা যাবে। আদালতে আসার প্রয়োজন নেই। |
|
|
|
|
|