|
|
|
|
অমর সিংহকে চার্জশিট |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অণ্ণা হজারের দুর্নীতি-বিরোধী আন্দোলনের সময়ে দুর্নীতি নিয়ে অস্বস্তি বাড়ল ইউপিএ সরকার ও বিরোধীপক্ষের। টাকার বদলে ভোট কেলেঙ্কারিতে আজ সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহকে চার্জশিট দিয়েছে দিল্লি পুলিশ।
২০০৮ সালে আস্থাভোটের সময়ে ইউপিএ সরকার টাকার বিনিময়ে কয়েক জন বিজেপি সাংসদের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, সেই সময়ে ইউপিএ সরকারের তরফে অমর সিংহ বিজেপি সাংসদদের সঙ্গে যোগাযোগ করেন। রাজ্যসভার সদস্য অমরের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পুলিশকে অনুমতি আগেই দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান।
আজ টাকার বদলে ভোট কেলেঙ্কারি নিয়ে সংসদে সরকারকে আক্রমণ করেন বিজেপি সাংসদ মুরলীমনোহর জোশী। তিনি বলেন, এই সরকারের জন্মই হয়েছে অন্যায় থেকে।
তবে জোশী দুর্নীতি নিয়ে সরব হলেও এই কেলেঙ্কারিতে যে সাত জনকে চার্জশিট দেওয়া হয়েছে তাঁদের মধ্যে বেশ কয়েক জন বিজেপি নেতা। বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর প্রাক্তন সহযোগী সুধীন্দ্র কুলকার্নি এই ষড়যন্ত্রের পাণ্ডা বলে দাবি পুলিশের। প্রাক্তন সাংসদ ফাগ্গন সিংহ কুলস্থে ও মহাবীর ভাগোড়াকে চার্জশিট দেওয়া হয়েছে। সাংসদ অশোক আর্গলকে চার্জশিট দেওয়ার জন্য অনুমতি চেয়েছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন বিজেপি কর্মী সুহেল হিন্দুস্থানিও।
২০০৮ সালে আস্থাভোটের সময়ে আর্গল, কুলস্থে ও ভাগোড়া সংসদে টাকাভর্তি ব্যাগ নিয়ে হাজির হন। তাঁরা অভিযোগ করেন, সমর্থন পেতে ওই টাকা তাঁদের দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনের রেকর্ড থেকে অমরের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা হয়েছে। চার্জশিটে অমরের প্রাক্তন সহযোগী সঞ্জীব সাক্সেনার নাম রয়েছে। তিনিই বিজেপি সাংসদদের বাড়িতে টাকা পৌঁছে দেন বলে অভিযোগ। সেই সময়ে বার বার অমরকে ফোন করেছিলেন সাক্সেনা।
এই কেলেঙ্কারির তদন্ত শেষ করতে পুলিশকে তিন সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের মধ্যে সঞ্জীব সাক্সেনা ও সুহেল হিন্দুস্থানি এখন বিচারবিভাগীয় হেফাজতে। তাঁদের জামিনের আবেদন নিয়ে নিজেদের জবাব জানায়নি পুলিশ। কাল এই দুই অভিযুক্তের জামিনের শুনানি হবে। |
|
|
|
|
|