পাঁচ বছর আগে শেষ হয়েছে লিজ। অথচ নিজেদের সদর দফতরের উল্টো দিকের সেই সম্পত্তি দখলের নোটিসই দেয়নি কলকাতা পুরসভা। বাইপাসের একটি জমি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় একটি সিনেমা হল-সহ দেড় বিঘা ওই জমির লিজ শেষের বিষয়ে নড়ে বসল পুরসভা। অবশেষে সম্পত্তিটি দখল নেওয়ার নোটিসও জারি হয়েছে।
একই সঙ্গে বকেয়া সম্পত্তিকর আদায়ে কঠোর পদক্ষেপের কথাও বুধবার ঘোষণা করেছে পুর-প্রশাসন। পুর-কর্তারা জানান, চলতি মাস পর্যন্ত বকেয়া করের পরিমাণ ২৬২১ কোটি ৩৭ লক্ষ ১৭ হাজার ৫২৫ টাকা।
পুর-কর্তারা জানান, পুরভবন সংলগ্ন ওই সিনেমা হল-সহ প্রায় দেড় বিঘা জমির মালিক পুরসভা। সেটি ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে মালিক পক্ষের তরফে জমির ভাড়া বাবদ পুরসভাকে মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। পুর-প্রশাসনের একাংশের অভিযোগ, “লিজ-চুক্তি নবীকরণ কিংবা বাতিল না-করে বছর পাঁচেক ঝুলে থাকায় মোটা টাকা আর্থিক ক্ষতি হয়েছে পুরসভার।” এই ব্যাপারে এ দিন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “পুরসভার ওই সম্পত্তি দখলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।” দীর্ঘকাল বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে কেন? মেয়রের জবাব, “সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।”
পুর-কমিশনার অর্ণব রায় বলেছেন, “ওই হলের দেওয়ালে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। সম্পত্তি দখল নেওয়ার পর ঠিক হবে ভবিষ্যৎ কমর্সূচি।”
এ দিন পুর-অধিবেশনে পুরসভার কংগ্রেস নেত্রী মালা রায়ের এক প্রশ্নের জবাবে মেয়র জানান, এই মুহূর্তে শহরের ৩ লক্ষ ৫৯ হাজার ৭৬৪ জন করদাতার কাছে সম্পত্তিকর বাবদ পুরসভার বকেয়া ২৬২১ কোটি ৩৭ লক্ষ ১৭ হাজার ৫২৫ টাকা। অর্ণববাবু জানান, শহরের এক শীতাতপ নিয়ন্ত্রিত বাজারের মালিকের কাছে সম্পত্তিকর বাবদ ২৭ কোটি টাকা পাওনা। এমন বড় অঙ্কের টাকা পাওনা আরও কিছু বাণিজ্যিক সংস্থার কাছে। |