প্রতারণার অভিযোগে গ্রেফতার হল চার ব্যক্তি। মঙ্গলবার, লেক থানা এলাকা থেকে। ধৃতদের নাম গোরাচাঁদ পাল, আখতারুল হক, দেবাশিস মাইতি ও সমীর ঘড়াই। পুলিশ জানায়, ধৃতেরা ২০১০-এ ‘স্বাধিকার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলেন। মূল দফতর ছিল মিন্টো পার্ক অঞ্চলে। শহরতলির বিভিন্ন এলাকা ও অন্যান্য জেলায় বেকারদের ডিলার ও এজেন্ট বানিয়ে চলত সস্তায় চাল, ডাল, চিনি ইত্যাদি বিক্রির ব্যবসা। এই সব জিনিস কেনার জন্য এজেন্টরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে ডিলারদের দিতেন। তাঁরা সংস্থাকে সেই টাকা দিয়ে মালপত্রের অর্ডার দিতেন। কিছু ডিলারের অভিযোগ, গত ডিসেম্বর থেকে মাল দেওয়ায় অনিয়ম শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রচুর টাকার অর্ডার নিয়ে বেপাত্তা হন মালিকেরা। বন্ধ হয় মূল অফিসটিও। পুলিশ জানায়, দিন কয়েক আগে কিছু ডিলারকে ফোন করে লেক এলাকায় ডাকা হয়। মঙ্গলবার তারা গিয়ে দেখেন, ‘অন্নপূর্ণা’ নাম দিয়ে অন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফেঁদেছেন ওই ৪ জন। এর পরেই লেক থানায় অভিযোগ দায়ের হয়। বুধবার ধৃতদের আলিপুর মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে হাজির করানো হয়। গোরাচাঁদ পালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ও বাকিদের ৩০ অগস্ট পর্যন্ত জেল হেফাজত দিয়েছে আদালত।
|
লেপচাদের ‘অস্তিত্ব’ রক্ষার জন্য দার্জিলিঙ জেলায় একটি ‘লেপচা উন্নয়ন পর্ষদ’ গড়ে তোলা-সহ আরও বেশ কয়েকটি দাবিতে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ‘লেপচাস রাইটস মুভমেন্টে’র বর্ষীয়ান সদস্যরা ধর্নায় বসেছেন। ওই সংগঠনের সদস্যরা তাঁদের দাবিপত্র বুধবার বিধায়কের কাছে দিয়েছেন। সংগঠনের আহ্বায়ক ভূপেন্দ্র লেপচা জানান, “রাজ্যে বসবাসকারী প্রায় ২ লক্ষ লেপচা অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।” রাজ্য ও কেন্দ্রীয় সরকারে কর্মরত লেপচাদের ২৬ অগস্ট বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘পেন ডাউন’ করার আবেদন করেছে সংগঠনটি। তাঁদের দাবি নিয়ে দ্রুত কোনও পদক্ষেপ না নিলে তাঁরা দার্জিলিঙ, কালিম্পঙ, কার্সিয়াং, মিরিক, শিলিগুড়ি, কলকাতা এবং দিল্লিতে ১৯ সেপ্টেম্বর আমরণ অনশনে বসবেন বলে জানান ভূপেন্দ্রবাবু। |
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে বুধবার গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃত ভিখু সিংহ জোড়াবাগান থানার নিমতলা ঘাট স্ট্রিটের বাসিন্দা। পুলিশ জানায়, আট বছরের মেয়েটি ভিখুর বাড়ির সামনে ঝুপড়িতে থাকে। স্থানীয়দের অভিযোগ, রবিবার কাজের ছুতোয় ফাঁকা বাড়িতে ডেকে তার উপরে অত্যাচার চালায় ওই ব্যক্তি। ঝুপড়িতে ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার বাবার অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ভিখুকে ধরে পুলিশ। আদালত তাকে ২৯ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে।
|
মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রস্তাব |
মেট্রোর ভাড়া বাড়াতে রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠালেন কর্তৃপক্ষ। ১০ বছরে ভাড়া বাড়েনি। রেলের যাত্রীভাড়ায় ‘সুরক্ষা সারচার্জ’ চাপানোয় ২০০১-এ শেষ বার মেট্রোর প্রতি জোনে এক টাকা করে ভাড়া বাড়ে। কিন্তু সেই বাড়তি আয় যায় রেলের তহবিলে। গত আর্থিক বছরে মেট্রোর আয় ছিল ১০৩ কোটি টাকা। ব্যয় ২৩৩ কোটি। ফলে ভর্তুকি দিতে হয় ১৩০ কোটি টাকা।রেল-বোর্ডের কাছে মেট্রোর পাঠানো প্রস্তাবে দুই স্তরে আয় বাড়ানোর কথা আছে। প্রথম স্তরে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ২৫ কিমি পথ ৬টি-র জায়গায় ৭টি জোনে ভাগ করতে বলা হয়েছে। মেট্রোর আশা, পুনর্বিন্যাসে ১৬ কোটি টাকা অতিরিক্ত আয় হবে। দ্বিতীয় স্তরে আছে প্রতি জোনে ১ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব। এসি সারচার্জ হিসেবে তা আদায় হবে। বছর দুয়েকেই সব রেক বাতানুকূল হবে বলে মেট্রোর আশা। তার পরেই ওই সারচার্জ আদায়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
|
জখম ছাত্রীকে বাঁচালেন মেয়র |
বিডন স্ট্রিটে ছাতুবাবুর বাজারের কাছে বুধবার রাতে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ জানায়, রাত ১০টা নাগাদ ওই ব্যক্তি বাজারের কাছ দিয়ে হাঁটছিলেন। কয়েক জন দুষ্কৃতী তখনই তাঁকে গুলি করে। তিনি পড়ে যান। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, নিহতের নাম-পরিচয় এবং তিনি কেন ওখানে গিয়েছিলেন, গভীর রাত পর্যন্ত তা জানা যায়নি। |