সারের দাবিতে বিক্ষোভ চাষিদের |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি ও ইলামবাজার |
সারের দাবিতে বুধবার জেলার দু’জায়গায় বিক্ষোভ দেখালেন চাষিরা।
এ দিন সকালে সিউড়ির তিলপাড়া পঞ্চায়েতের বারুইপুর সমবায় সমিতি থেকে সার না পাওয়ার অভিযোগে চাষিরা সমবায়ের কর্মীদের কার্যালয়ের ভিতরে তালাবন্দি করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। চাষিদের দাবি, সমবায় কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে এ দিন সকাল থেকে সঠিক দামে সমস্ত চাষিদের সার দেওয়া হবে। কিন্তু এ দিন তাঁরা ঘোষণা করেন মাত্র ৮০ বস্তা সার থাকায় সকলকে সার দেওয়া যাবে না। পরে সার এলে দেওয়া হবে। এর পরেই ক্ষুব্ধ চাষিরা কর্মীদের আটকে কার্যালয়ে তালা দিয়ে দেয়। সমবায় সমিতির সম্পাদক শেখ জসিমুদ্দিন বলেন, “এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। জেলা কৃষি দফতরের কাছে সময়মতো সার চাওয়া হয়েছে। তা পেলে চাষিদের দেওয়া হবে।” সিউড়ি থানার আইসি অসিত ভট্টাচার্য বলেন, “কর্মীরা ঘন্টাখানেক তালাবন্দি ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।” |
|
ইলামবাজারে বিশ্বজিৎ রায়চৌধুরীর তোলা ছবি। |
অন্য দিকে, এ দিন দুপুরে আমনচাষের জন্য সরকার প্রদত্ত সার বিলিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ইলামবাজারের ঘুড়িষা পঞ্চায়েতের প্রধানকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন এলাকার কৃষকদের একাংশ। পরে পুলিশ এসে অবরোধ তোলে। ইলামবাজারের বিডিও অনিরুদ্ধ নন্দী বলেন, “প্রধানকে ঘেরাও করার কথা শুনেছি। সার বিলিতে অনিয়মের কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” চাষিদের দাবি, সার বিলিতে দলবাজি করা হচ্ছে। তাঁদের দাবি, সার-বিক্রেতাদের কাছে বেআইনি ভাবে সার পাচার করা হচ্ছে। তাই বাজার থেকে চড়া দাম দিয়ে সার কিনতে হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন ঘুড়িষা পঞ্চায়েতের প্রধান সনাতন টুডু। |
|