নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ আসানসোলের আপকার গার্ডেন এলাকার বছর ছাব্বিশের এক যুবক জয়দীপ দত্ত। গত বছর ৪ নভেম্বর তাঁর সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁর বাবা-মায়ের। বাবা প্রণব দত্ত নিখোঁজ ডায়েরি করেছেন কলকাতার কসবা থানায়। গিয়েছেন সিআইডি-র কাছে। জয়দীপবাবুর অবশ্য কোনও খোঁজ মেলেনি এখনও। প্রণববাবু আসানসোল বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি। তিনি জানান, গত বছর কলকাতার কসবায় একটি বাড়িতে ভাড়া থাকতেন জয়দীপবাবু। একটি বেসরকারি সংস্থায় তিনি কাজ করতেন। তাঁর মা শর্মিষ্ঠা দত্ত বলেন, “জয়দীপ ওই চাকরি ছেড়ে দিয়েছিল। বিভিন্ন সংস্থায় ইন্টারভিউ দিচ্ছিল ও।” তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় প্রণববাবুরা কসবা থানায় ১০ নভেম্বর একটি নিখোঁজ ডায়েরি করেন। এর পরে জয়দীপের মোবাইলের ‘লোকেশন’ দেখে পুলিশের সাহায্যে তাঁরা হাজির হন বোলপুরের একটি লজে। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, জয়দীপ সেখানে ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ছিলেন। যে ঘরে জয়দীপ ছিলেন সেই ঘর থেকে লজ কর্তৃপক্ষ একটি ব্যাগে ভরা জামা-প্যান্ট এবং একটি মোবাইল সেট পেয়েছিলেন। প্রণববাবুর কথায়, “জয়দীপের সেটে কোনও সিম ছিল না। বাকি ওর যা জিনিস ওখানে ছিল, আমরা নিয়ে এসেছি।” এর পরে তাঁরা রাজ্য গোয়েন্দা দফতরে যোগাযোগ করেন। সেখান থেকেও অবশ্য কোনও খবর মেলেনি। এই ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। প্রণববাবুর প্রতিবেশী শ্যামল সিংহ, আসানসোল আদালতের আইনজীবী অসীম ঘটক, সমীর ভট্টাচার্য প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রণববাবু নির্বিরোধী মানুষ। জয়দীপেরও যথেষ্ট সুনাম রয়েছে। ওর যে কী হল কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।” আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত অবশ্য জানিয়েছেন, জয়দীপের খোঁজে সংশ্লিষ্ট সমস্থ দফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁরা। |