অন্ডালে বিমাননগরী নির্মাণের কাজে বাধা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
জমির উপযুক্ত দরের দাবিতে অন্ডালে প্রস্তাবিত বিমাননগরী নির্মাণে বাধা দিলেন কিছু জমিমালিক। তাঁরা এখনও প্রকল্পের জন্য জমি দেননি। বুধবার কাজের প্রয়োজনে তাঁরা নির্মাণকর্মীরা তাঁদের জমির উপর দিয়ে যাতায়াত করতে চাইলে ‘দুবচুড়ুরিয়া কৃষক স্বার্থরক্ষা কমিটি’ ও ‘অন্ডাল ব্লক কৃষক ও খেতমজুর সংগ্রাম কমিটি’র নামে বাধা দেওয়া হয়। ঘণ্টা দেড়েক পরে পুলিশ গিয়ে আলোচনার আশ্বাস দিলে তাঁরা নিরস্ত হন। তবে দাবিপূরণ না হলে বিক্ষোভ দেখানো চলবে বলে হুমকিও দেওয়া হয়েছে। বর্ধমানের অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কের পাশে বছরখানেক আগেই বিমাননগরী গড়ার কাজ শুরু করেছে বেঙ্গল এরোট্রোপলিস নামে একটি সংস্থা। মাস ছয়েক আগে জমির উপযুক্ত দামের দাবিতে এক বার কাজে বাধা দেওয়া হয়। বিক্ষোভ দেখানো হয়েছে বেশ কয়েক বার। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ অন্ডাল মৌজায় কাজ করতে যান সংস্থার কর্মীরা। সেখানে আগে থেকেই জড়ো হয়েছিলেন কিছু জমিমালিক। কর্মীদের কাজ করতে না দিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। ব্লক কৃষক ও খেতমজুর সংগ্রাম কমিটির আহ্বায়ক দোনা গোস্বামীর দাবি, এখন জাতীয় সড়কের পাশে জমির দাম কাঠা প্রতি প্রায় দু’লক্ষ টাকা। সেখানে তাঁদের মাত্র সাড়ে ১২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। কাঠায় নিদেন পক্ষে দেড় লক্ষ টাকা না পেলে তাঁরা জমি দেবেন না। তাঁর বক্তব্য, “রাজ্যের পূর্বতন সরকার আমাদের কথা শোনেনি। তাই আমরা জমির দাম নিইনি। নতুন সরকার যদি দাবি না মানে, সে ক্ষেত্রেও আপস করা হবে না।” জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য শিল্পোন্নয়ন নিগমের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। দুর্গাপুরের মহকুমাশাসক মৌমিতা বসু জানান, এ দিনের ঝামেলার ব্যাপারে এরোট্রোপলিস কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তা দেখে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। |
কারখানায় কর্মীর মৃত্যু জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পড়ে গিয়ে মৃত্যু হল এক কর্মীর। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার একটি বেসরকারি কারখানায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই কর্মীর নাম বিবেকানন্দ ঘোষ (৩০)। বাড়ি পাণ্ডবেশ্বরের গৌরবাজারে। এ দিন বিকেলে কারখানায় রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তিনি। পা হড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |
পতাকা খোলার অভিযোগ রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
তৃণমূল নির্মিত শহিদ বেদি ভাঙা ও দলীয় পতাকা খোলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বুধবার রানিগঞ্জের জেমারি পঞ্চায়েতের বেলিয়াবাথান গ্রামের ঘটনা। তৃণমূল নেতা অভয় উপাধ্যায়ের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান নিমাই ঘোষ, সিপিএমের স্থানীয় আঞ্চলিক কমিটির সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম সমর্থকেরা বেদির একাংশ ভেঙে দেয়। অভিযুক্ত গ্রাম প্রধান অবশ্য বলেন, “স্থানীয়রা তৃণমূলের ষড়যন্ত্রের কথা জানেন। আমার এই নিয়ে কিছুই বলার নেই।” |
জামুড়িয়ার সাতগ্রামের কাছে একটি রাস্তার প্রায় ২ একর অংশ বুধবার ফুট তিনেক বসে যায়। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। এরিয়া কর্তপক্ষের তরফে জানানো হয়েছে, এক সময়ে এই এলাকায় অবৈধ খনির রমরমা কারবার ছিল। তার জেরেই এ দিন ওই রাস্তায় এমন ঘটনা ঘটেছে। |