নিম্নমানের রাস্তা তৈরির নালিশ নিয়ে গোলমালে বিডিওর ঘরের মধ্যেই বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠল দুই ঠিকাদারের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে মালদহের চাঁচল ১ ব্লকে। স্থানীয় বাসিন্দাদের নামেও দুই ঠিকাদারকে মারধর ও টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এক সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ারকে হেনস্থার অভিযোগও তোলা হয়েছে গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ইন্দ্রনারায়ণ মজুমদার বলেন, “এ দিন এসএই শুভ্রাংশু দাস কাজ দেখতে গিয়ে স্থানীয়দের রোষে পড়েন। রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। গ্রামবাসীরা বিডিও অফিসে গেলে দুই ঠিকাদার অরূপ ঝাঁ ও পারভেজ নুর তাঁদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
|
সিঁদ কেটে ঘরে ঢুকে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। রবিবার রাতে ওই অভিযুক্তদের ধরা হয়। ধৃতদের নাম অলক সিংহরায়, অমল সিংহরায় ও বিমল বর্মন। ধৃতরা ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের মরানদী কুঠির বাসিন্দা। |