|
|
|
|
স্কুল-পোশাক পরে না আসায় চড় একাদশের ছাত্রকে |
বাঁশ হাতে তাড়া শিক্ষককে, হুমকি |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
স্কুলের পোশাক পরে আসতে বলা হলেও জিন্সের প্যান্ট, গায়ের সঙ্গে এঁটে থাকা গেঞ্জি পড়ে আসত ছাত্রটি। কোনও দিন রঙ বেরঙের পোশাক। সোমবারও লাল জামা পরে স্কুলে যাওয়ায় শিক্ষক ক্লাস থেকে তাকে বার করে দেন। মাথা নিচু করে বেরিয়ে গেলেও কয়েক মুহূর্ত পরে হাতে কাঁচা বাশের লাঠি হাতে ফিরে আসেন ওই ছাত্র। ক্লাস টিচারকে মারতে তেড়ে যান। কয়েকজন শিক্ষক ওই ছাত্রকে নিরস্ত করতে গিয়ে রেহাই পাননি। তাঁদেরও কলার ধরে ওই ছাত্র টানাহেচঁড়া করে ওই ছাত্র। সুকুমার রায়ের পাগলা দাশু নয়, দিনহাটার নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ওই ছাত্রের তাণ্ডব সামলাতে পুলিশ পর্যন্ত ডাকতে হয়। ছুটে যেতে হয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে। অভিযুক্ত ওই ছাত্র তিন বার চেষ্টার পর এ বছর মাধ্যমিক পাশ করেছে। গরিব পরিবার। বাবা ভ্যানচালক। পুলিশকে ওই ছাত্র জানিয়েছে, এক শিক্ষক তাঁকে চড় মারায় গোলমাল বাঁধে। তাই বলে শিক্ষকদের সঙ্গে এমন আচরণ? অভিযুক্ত ছাত্রের সোজা উত্তর, “মাস্টারমশাই আমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলবেন কেন? আমার কী মানসম্মান নেই?” কোচবিহারের স্কুল পরিদর্শক (উচ্চ মাধ্যমিক) দেবাশিস চট্টোপাধ্যায় জানান, বিষয়টি উদ্বেগজনক। দিনহাটার এআইয়ের কাছে তিনি রিপোর্ট চেয়েছেন। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “খবর পেয়ে পুলিশ স্কুলে গিয়েছিল। ছাত্র, শিক্ষক উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে একাদশ শ্রেণি চালুর পর থেকেই পড়ুয়াদের নির্দিষ্ট ইউনিফর্ম পড়ার ব্যাপারে জোর দেন কর্তৃপক্ষ। সোমবার বিভিন্ন ক্লাসে পোশাক পড়ে না আসা কয়েকজন ছাত্রকে বার করে দেন ক্লাস টিচাররা। অন্যান্যরা শাস্তি মেনে নিলেও ওই ছাত্রটি তা মেনে নেয়নি। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যে ফিরে আসে বাঁশের লাঠি হাতে। ক্লাস করাতে যাওয়ার সময় এক শিক্ষককে তাড়া করে। ইতিহাসের এক শিক্ষকের জামার কলার ধরে হেনস্থা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরেও ছাত্রটি প্রধান শিক্ষকের ঘরে ঢুকে গালিগালাজ করে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত অন্যান্য শিক্ষক, পরিচালন সমিতির সদস্যদের একাংশ তাকে পাকড়াও করে। প্রধান শিক্ষক তাপস সরকার বলেন, “বারবার বলার পরেও স্কুলের পোশাক পরে না আসায় কয়েকজন ছাত্রকে এ দিন ক্লাস থেকেবার করে দেওয়া হয়েছিল। ওই ছাত্রটি তা মানতে চায়নি। সে তর্ক করতে থাকে। পরে লাঠি নিয়ে স্কুলে ঢুকে শিক্ষকদের কারও কলার চেপে ধরে। আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়।” |
|
|
|
|
|