|
|
|
|
চিকিৎসককে মারধর |
অভিযুক্তেরা অধরাই ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
তিন দিন কেটে গেলেও ঘাটাল হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার হল না কেউ। ময়না-তদন্তে রাজি না হওয়ায় গত শুক্রবার প্রফুল্ল মণি নামে এক চিকিৎসককে জরুরি বিভাগ থেকে টেনে বার করে বেধড়ক মারধর করেছিল উন্মত্ত জনতা। গুরুতর আহত অবস্থায় প্রফুল্লবাবুকে প্রথমে ঘাটাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এখনও তিনি চিকিৎসাধীন। এ দিকে, মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছেন ঘাটাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। ইতিমধ্যেই ময়নাতদন্ত বন্ধ হয়ে গিয়েছে হাসপাতালে। দোষীরা ধরা না পড়লে মঙ্গলবার থেকে ধীরে ধীরে অন্য পরিষেবাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। ঘাটাল হাসপাতালের সুপার অনুরাধা দেব বলেন, “অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি স্থায়ী পুলিশ চৌকির দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। না হলে তাঁরা কাজ করবেন না বলে লিখিত ভাবে জানিয়েছেন আমাকে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মহকুমাশাসককে জানিয়েছি।”
এ দিকে ঘাটাল হাসপাতালে ময়না-তদন্ত না হওয়ায় মৃতদেহগুলি পাঠিয়ে দেওয়া হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সমস্যায় পড়ছেন মৃতের পরিজনেরা। মঙ্গলবার থেকে হাসপাতালের অনান্য পরিষেবা বন্ধ হয়ে গেলে সমস্যা আরও বাড়বে। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।” ঘাটালের সিআই অসিত সামন্ত বলেন, “তল্লাশি শুরু হয়েছে। কিন্তু গ্রাম ছেড়ে সকলে পালিয়ে যাওয়ায় কেউ ধরা পড়েনি।” |
|
|
|
|
|