দলের সাংসদেরা ‘সক্রিয়’ হোন রাজ্যসভায়, চান মমতা
রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পরে দলের চার প্রার্থীকে ‘সরব ও সক্রিয়’ থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের চার রাজ্যসভা প্রার্থী ডেরেক ও’ব্রায়েন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় ও সৃঞ্জয় বসু সোমবার রাজ্য বিধানসভায় তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল সূত্রের খবর, মমতা চান, তাঁর দলের রাজ্যসভার সদস্যেরা রাজ্যের উন্নয়নের ব্যাপারে অধিবেশনে সরব ও সক্রিয় ভূমিকা নেবেন।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে চার রাজ্যসভা প্রার্থী ডেরেক
ও’ব্রায়েন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সৃঞ্জয় বসু ও সুখেন্দুশেখর রায়। ছবি: রাজীব বসু
‘নীরব শ্রোতা’ হয়ে থাকবেন না। চার প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, “রাজ্যসভায় প্রার্থী মনোনয়নের মাধ্যমে আমাদের নেত্রী মমতা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দিতে চেয়েছেন। তা হল, রাজ্যের উন্নয়নের জন্য দিল্লিতে সরব হবেন আমাদের নির্বাচিত রাজ্যসভার সদস্যেরা। আমাদের প্রার্থীদের মধ্যে যেমন সৃঞ্জয়ের মতো নবীন রয়েছেন, তেমনই রয়েছেন রাজ্যের প্রাক্তন আমলা দেবব্রতবাবু, তৃণমূলের ওয়েবসাইট বা তথ্যপ্রযুক্তির দিকটি যিনি দেখভাল করেন সেই ডেরেক এবং রাজনীতিতে অভিজ্ঞ ও আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত সুখেন্দুশেখরবাবু। রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্যসভায় সক্রিয় ভাবে কাজ করবেন বলেই প্রবীণ ও নবীনের সমন্বয়ে প্রার্থী দাঁড় করিয়েছেন আমাদের নেত্রী।” রাজ্যসভায় বামেদের প্রার্থী সিপিএমের সীতারাম ইয়েচুরি ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। আজ, মঙ্গলবার কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের মনোনয়ন জমা দেওয়ার কথা। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পার্থবাবু এ দিন বলেন, “আমাদের জোটসঙ্গী কংগ্রেস প্রার্থীও সহজে জিতে যাবেন।” পরিস্থিত যা দাঁড়িয়েছে, তাতে শাসক ও বিরোধী শিবিরের অনেকেই মনে করছেন, ৬টির বেশি মনোনয়ন জমা পড়বে না এবং দুই শিবিরের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হবেন। শেষ পর্যন্ত ভোট করার দরকার হবে কি হবে না, তা আজ বিকাল তিনটের পরেই পরিষ্কার হয়ে যাবে। তখনই মনোনয়ন জমা দেওয়ার সময় সীমা শেষ হবে।
Previous Story Rajya Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.