টুকরো খবর

ভর্তি নিয়ে কলেজে মারপিট
ছাত্রছাত্রীদের ভর্তিকে কেন্দ্র করে এসএফআই এবং টিএমসিপি-র মধ্যে মারপিট বাধল মগরাহাট কলেজে। দু’পক্ষের কয়েক জন অল্পবিস্তর জখম হয়েছেন। কলেজ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ ফর্ম বিলি চলছিল। অভিযোগ, টিএমসিপি-র কয়েক জন সমর্থক ছাত্রছাত্রীদের কাছ থেকে নাম-ঠিকানা সংগ্রহ করার সময়ে এসএফআই সমর্থকেরা চড়াও হয়। দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। কলেজে ক্ষমতাসীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এসএফআইয়ের আবদুল মতিন গাজিও সামান্য জখম হন বলে অভিযোগ। তাঁর দাবি, বহিরাগতদের এনে টিএমসিপি সমর্থকেরাই তাদের উপরে চড়াও হয়েছে। এসএফআইয়ের কয়েক জনকে মারধর করা হয়েছে। সাধারণ সম্পাদক জানান, গত সোমবারই কলেজে গোলমাল এড়াতে থানায় যে সবর্দল বৈঠক ডাকা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়, কোনও পক্ষই বহিরাগতদের নিয়ে কলেজ চত্বরে ঢুকবে না। অন্য দিকে, কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা তৃণমূল ছাত্র পরিষদ নেতা রাইহান লস্কর অবশ্য দাবি করেছেন, এসএফআইয়ের লোকজনই টিএমসিপি সমর্থকদের মারধর করেছে। পুলিশ জানায়, দু’পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।

হাড়োয়া নিয়ে কাল বৈঠক বাম কৃষক সংগঠনের
হাড়োয়ার ঘটনাকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনায় বামেরা। আন্দোলনের রূপরেখা স্থির করতে বামফ্রন্টের শরিক দলগুলির কৃষক সংগঠনের নেতারা কাল, বুধবার বৈঠকে বসবেন বলে জানান রাজ্যের সহকারী বিরোধী নেতা আরএসপি-র সুভাষ নস্কর। বৈঠক হবে সিপিএমের শাখা সংগঠন কৃষকসভার রাজ্য দফতরে। এ দিন সুভাষবাবু বলেন, “হাড়োয়ায় কৃষকদের জমি থেকে উচ্ছেদ করাটা ঠিক হচ্ছে না। পুলিশ-প্রশাসনের সহযোগিতা নিয়ে শাসক দলের লোকজন হাড়োয়ায় কৃষকদের জমি লুঠ করছে।” তাঁর অভিযোগ, সুন্দরবনেও খাস ও পাট্টা দেওয়া জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা হচ্ছে। হাড়োয়ার পরিস্থিতি দেখতে এবং ‘জমি থেকে কৃষকদের উচ্ছেদের’ প্রতিবাদ জানাতে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বামেদের এক প্রতিনিধি দল সেখানে যান। পর দিন হাড়োয়ায় গোলমাল হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলিও চালাতে হয়। বাম নেতারা গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। তবে সুভাষবাবু বলেন, “হয়ত আমাদের উপস্থিতিতে ওখানে জমি হারানো কৃষকরা উজ্জীবিত হয়েছে এবং হারানো জমি ফেরতের জন্য সচেষ্ট হয়েছে। ওখানকার পুলিশ-প্রশাসনকে বিষয়টি দেখতে বলেছিলাম।”

আইনজীবী নিগ্রহে অভিযুক্ত আরপিএফ
আরপিএফের তিন জওয়ানের বিরুদ্ধে এক আইনজীবীকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগ উঠল। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁ রেল স্টেশনে। পুলিশ জানিয়েছে ওই আইনজীবীর নাম মনোজ সাহা। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা কর্মবিরতি পালন করেন। বনগাঁ জিআরপি থানায় অবশ্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ মনোজবাবু তাঁর এক বন্ধুকে ট্রেনে তুলতে গিয়েছিলেন। ওই সময় কয়েকজন আরপিএফ জওয়ান তাঁদের টিকিট দেখতে চায়। মনোজবাবু বলেন, “ওদের টিকিট দেখানো হয়। যদিও ওরা কেউই ইউনিফর্মে ছিলেন না। তাই আমি ওদের পরিচয় জানতে চাই। এরপরেই ওরা উত্তেজিত হয়ে আমাকে ওদের অফিসে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ করে।’’ পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম পুরুষোত্তম গুহ বলেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।”

প্রহৃত ব্যবসায়ী, প্রতিবাদে অবরোধ
কয়েকজন মদ্যপ যুবকের হাতে এক ব্যবসায়ী-সহ চারজন গ্রামবাসীর প্রহৃত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল বনগাঁর সাভিাই কালীতলা এলাকায়। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। দীপক পোদ্দার নামে ওই ব্যবসায়ী বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী এবং গ্রামবাসীরা সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রি হয়। সন্ধ্যার পরে মদ্যপ যুবকদের তাণ্ডবে পথচলাই দায়। বনগাঁর এসডিপিও বিমলকান্তি বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই এলাকায় বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালায়। তবে এদিন স্থানীয় কিছু চোরাচালানকারীর মদতেই এই অবরোধ হয়েছে। কারণ পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে। আসলে পুলিশের উপরে চাপ সৃষ্টি করতেই এই অবরোধ।”

মমতার ফ্লেক্স ছেঁড়ায় অভিযুক্ত সিপিএম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে এবং এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল ১০টা থেকে প্রায় তিন ঘন্টা ধরে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার সামনে এই বিক্ষোভ চলে। বিক্ষোভের পর তৃণমূলের পক্ষ থেকে পুলিশকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন পাথরপ্রতিমা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয় মাঝির অভিযোগ, “স্থানীয় সেচ দফতরের মোড়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি ফ্লেক্স লাগানো ছিল। রবিবার রাতে সিপিএম সমর্থক সুবল জানা ২টি ফ্লেক্স-এর মুখ কেটে ছিঁড়ে ফেলে।” প্রিয়বাবুর দাবি, “সুবল জানা জোর করে সরকারি জমি দখল করে দোকান ঘর তৈরি করেছিলেন। তার প্রতিবাদ করেছিলাম বলেই তিনি এই কাজ করেন।” অভিযোগ অস্বীকার করে সুবলবাবু বলেন, “২০-২৫ বছর আগে দুই ছেলের পাশাপাশি দু’টি দোকান করেছিলাম। মাসখানেক আগে দোকানের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর ফ্লেক্স লাগানো হয়। আমি বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানালে থানায় রবিবার এ ব্যাপারে আলোচনা হয়। তাতে দোকানের কিছু অংশ সরিয়ে নেওয়ার জন্য ৪-৫দিন সময় চেয়েছিলাম।” সিপিএমের পাথরপ্রতিমা ব্লকের জোনাল সম্পাদক মনোরঞ্জন ভুঁইয়া বলেন, “তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। ওরা নিজেরাই কেউ ফ্লেক্স ছিঁড়ে দিয়ে গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

বন্ধ কারখানা
বন্ধ হয়ে গেল নৈহাটির ইন্ডিয়ান পাল্প অ্যান্ড পেপার কারখানা। ন্যূনতম মজুরির দাবিতে বেশ কিছুদিন ধরেই মালিকপক্ষের সঙ্গে টানা-পোড়েন চলছিল কর্মচারীদের। অন্যদিকে, নিজেদের মধ্যে মারামারির ঘটনায় সোমবার সকাল থেকে বেশ কিছুক্ষণ কাজ বন্ধ থাকে জগদ্দলের এলায়েন্স চটকলের ফিনিশিং বিভাগে। পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাড়িতে চুরি
পিছনের দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে নগদটাকা ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানা এলাকার নিউটাউন গ্রামে। গৃহকর্তা সচ্চিদানন্দ নস্কর পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

জয়ী তৃণমূল
দক্ষিণ ২৪ পরগনার সাগে দু’টি এবং ডায়মন্ড হারবারের একটি স্কুলে রবিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। সাগরের মৃত্যুঞ্জয়নগর গার্লস হাইস্কুল ও কয়লাপাড়া উচ্চতর বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল সিপিএম। ডায়মন্ড হারবারের জনকল্যাণ বালিকা বিদ্যালয়ে অবশ্য গতবারেও ক্ষমতায় ছিল তৃণমূল। অন্যদিকে ক্যানিংয়ের দু’টি স্কুলের নিবার্চনে একটিতে কংগ্রেস-তৃণমূল জোট এবং আর একটিতে তৃণমূল জয়ী হয়েছে। রবিবার ক্যানিংয়ের পরশুরাম যামিনীপ্রসাদ উচ্চ বিদ্যালয় এবং কালিকাতলা মিলন বিদ্যাপীঠে পরিচালন সমিতির নির্বাচন ছিল। পরশুরাম যামিনীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৬টি আসনের মধ্যে তৃণমূল ৫টি এবং কংগ্রেস একটিতে প্রার্থী দেয়। কালিকাতলা মিলন বিদ্যাপীঠে ৬টি আসনেই প্রার্থী দিয়ছিল তৃণমূল। এই স্কুলে গতবার পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল।

বাজ পড়ে মৃত
স্নান করতে গিয়ে বজ্রাঘাতে মারা গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কয়লাপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সঞ্জয় বারিক (৩৫)।

গুদামে চুরি
গুদামের দরজার তালা ভেঙে ঢুকে লুঠপাট চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার জঙ্গলপুরে। গুদাম থেকে শতাধিক বস্তা ধান চুরি হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি যাওয়ার ধানের দাম প্রায় ২ লক্ষ টাকা বলে গুদাম কর্তৃপক্ষের দাবি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

অস্বাভাবিক মৃত্যু
সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু হল নামখানার রাধানগর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার বিকেলে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন শ্রীমন্ত দাস (৪১) নামে ওই ব্যক্তি। গতবার ভোটে জিতে তিনি ওই এলাকারই পঞ্চায়েত সদস্য ছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল স্থানীয় দ্বারিকনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই মারা যান তিনি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছু দিন যাবত নানা কারণে মানসিক অশান্তিতে ভুগছিলেন ওই ব্যক্তি।

ফের জেল হেফাজত
ফের ১৪ দিনের জেল হেফাজত হল প্রণয়ী-সহ তিন খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল পীযূষকান্তি ঘোষের। সোমবার ব্যারাকপুর আদালতে মামলাটি উঠলে বিচারক সুজয় সেনগুপ্ত ২৫ জুলাই পর্যন্ত পীযূষের জেল হেফাজত দেন। তদন্তকারীরা জানান, ময়না তদন্তের রিপোর্ট এবং যে রাইফেলটি থেকে গুলি চালানো হয়েছিল, তার ব্যালিস্টিক পরীক্ষার রিপোর্ট এখনও না আসায় চার্জশিট দিতে দেরি হচ্ছে। বাকি কাজ সম্পূর্ণ। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট পেশ করা হবে।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.