মৃত চালক, আহত ৬ |
দুর্ঘটনায় মৃত ২ পঞ্চায়েত সদস্য |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দিঘা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চাপড়া ১ গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্যের। তাঁদের নাম রশিদ মণ্ডল (৩৭) এবং সুভাষ ঘোষ (৪০)। বাড়ি চাপড়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালক বনমালী সর্দারেরও।
আশঙ্কাজনক অবস্থায় ওই একই পঞ্চায়েতের তিন কংগ্রেস সদস্য ও স্থানীয় দুই কংগ্রেস নেতা গুরুতর আহত হয়েছেন। তিন জনকে পাঠাতে হয়েছে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকিরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের সকলেরই বাড়ি চাপড়া এলাকায়। প্রশান্ত বিশ্বাস নামে ওই পঞ্চায়েতের আর এক সদস্য ওই গাড়িতে ছিলেন। তিনি সুস্থ। তবে মানসিক ভাবে প্রচণ্ড আঘাত পেয়েছেন। |
|
সোমবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে নদিয়ার কোতোয়ালি থানার ইটলে এলাকায়। গাড়িতে ছিলেন মোট ৯ জন। তখনই কৃষ্ণনগরগামী গাড়িটিকে ধাক্কা দেয় দশ চাকার একটি বিরাট ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালক বনমালীবাবু ও রশিদ মণ্ডলের। আশঙ্কা জনক অবস্থায় শক্তিনদর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান সুভাষবাবু। কলকাতায় স্থানান্তরিত করতে হয় উপপ্রধান রঞ্জন বিশ্বাস সহ দুই কংগ্রেস নেতা প্রকাশ চৌধুরী ও সহদেব দাসকে।
শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন পঞ্চায়েত সদস্য জ্যোতি সাধুখাঁ ও সাহিদুল শেখ। চাপড়ার বিডিও সুমন পোদ্দার বলেন, “সকলেই শুক্রবার রাতে দিঘা গিয়েছিলেন। এ দিন তাঁরা দিঘা থেকে ফিরছিলেন।” আহতেরা জানিয়েছেন শনিবার রাত আটটা নাগাদ তাঁরা দিঘা থেকে রওনা হয়েছিলেন। গাড়ির মধ্যে ঘুমিয়েও পড়েছিলেন। তবে দুর্ঘটনা কার দোষে ঘটেছে, তা নিয়ে এখনও তদন্ত চলছে। |
|