টুকরো খবর

তৃণমূল কর্মী খুনে ধৃত তিন
নবদ্বীপে শনিবার রাতে তৃণমূল কর্মী খুনে পুলিশ একটি দেশি মদের দোকানের মালিক নিমাই সাহা, তাঁর পুত্র সুরজিৎ সাহা ও ওই দেকানের এক কর্মচারী বাসুদেব সাহাকে গ্রেফতার করেছে। ওই ঘটনায় আরও দু’জনকে পুলিশ খুঁজছে। অভিযুক্তদের সোমবার নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরিজিৎ মুখোপাধ্যায়ের আদালতে তোলা হয়। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে খোকন প্রামাণিক দুই ব্যক্তির সঙ্গে ওই মদের দোকানে যান। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, সেখানেই নেশাগ্রস্ত অবস্থায় খোকনবাবুকে মারধর করা হয়। নবদ্বীপ আদালতের সরকারি আইনজীবী নব্যেন্দু মণ্ডল বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে ঊভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ নম্বর ধারায় অভিযোগ করা হয়েছে।”

ইঞ্জিন বিকল, রেল চলাচলে বিঘ্ন জঙ্গিপুরে
ফরাক্কাগামী মালগাড়ির একটি ইঞ্জিন মাঝপথে বিকল হয়ে যাওয়ায় পূর্ব রেলের আজিমগঞ্জ-ফরাক্কা রেলপথে ট্রেন চলাচল ঘন্টা দু’য়েক থমকে থাকে। সোমবার সন্ধ্যে পৌনে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে ওই রেলপথের জঙ্গিপুর রোড ও আহিরণ হল্ট স্টেশনের মধ্যে গদাইপুরের কাছে। ওই মালগাড়িটি মণিগ্রামে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নামিয়ে ফরাক্কায় ফিরছিল। তখনই গদাইপুরের কাছে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এর ফলে জঙ্গিপুর স্টেশনে আপ বারহারোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সুজনিপাড়া স্টেশনে ডাউন জামালপুর-কাটোয়া প্যাসেঞ্জার ও নিমতিতা স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী ডাউন মালদা টাউন। মালদহের ডিআরএম এমকে মাথুর বলেন, “ইঞ্জিনটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মালদহ থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হচ্ছে। আপাতত অন্য একটি ইঞ্জিনের সাহায্যে অচল মালগাড়িটিকে গদাইপুর থেকে নিমতিতা স্টেশনে সরিয়ে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা হয়েছে। ঘন্টা দুয়েক ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাত ৮টা নাগাদ তা স্বাভাবিক হয়েছে।”

শিক্ষক তালাবন্দি
সুতি থানার মহেশাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষককে অভিভাবকরা তিন ঘণ্টা ধরে তালবন্দি করে রাখেন। সোমবার পঠনপাঠন বন্ধ হয়ে যায়। স্কুলে ৫৭০ জন পড়ুয়া ও ৭ জন শিক্ষক রয়েছেন। মহেশাইল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীল দাস বলেন, ‘‘দু’সেটের বদলে এক সেট করে পোশাক কিনেছেন ওই প্রধানশিক্ষক। কিন্তু খরচ দেখিয়েছেন সব টাকাই।” প্রধানশিক্ষক তারাপদ রায় বলেন, “সরকারের কাছ থেকে যে টাকা পাওয়া গিয়েছে, তাতে ভাল মানের দু’সেট করে পোশাক দেওয়া সম্ভব নয়। তা বুঝতে না চেয়ে ক্ষোভ দেখান অভিভাবকেরা। আপাতত পোশাক বিতরণ বন্ধ।”

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম অমল দেবনাথ (৪২)। সোমবার সকালে হাওড়াগামী কাটোয়া লোকালের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবলারী পঞ্চায়েতের সিদ্ধেশ্বরীপাড়ার বাসিন্দা অমলবাবুর। তিনি ট্রেনে গামছা বিক্রি করতেন।

টাউনহলের উদ্যোগ
উল্টোরথের দিন নবদ্বীপ পুরসভার উদ্যোগে একটি আধুনিক নাট্যমঞ্চ সমন্বিত টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে শহরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

স্কুলে জয়ী জোট
রঘুনাথগঞ্জ থানার রানিনগর হাইস্কুলের পরিচালন সমিতি ২৬ বছর পর সি পি এমের হাতছাড়া হল। রবিবার রাতে ভোট গণনা হলে দেখা যায়, ওই স্কুলের পরিচালন সমিতির ৬টি আসনই দখল করেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট প্রার্থীরা।

জয়ী কংগ্রেস
নবগ্রাম থানার রাজখণ্ড জুনিয়ার হাইস্কুলের পরিচালন সমিতির ৩টি আসনই দখল করল কংগ্রেস। কংগ্রেসের নবগ্রাম ব্লক সভাপতি মির বাদাম আলি বলেন, “গত রবিবার ভোট নেওয়া হয়। রাতে গণনায় দেখা যায়, ৩টি আসনের সব ক’টিই কংগ্রেস দখল করেছে। প্রায় সাড়ে তিন দশক পর ওই স্কুলের পরিচালন সমিতি সি পি এমের হাতছাড়া হল।”

ছাত্রীর মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ছাত্রীর। মৃতের নাম সোনামণি ঘোষ (১২)। বাড়ি সুতি থানার অজগরপাড়ায়।
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.