টাকাভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন দুই কাগজ বিক্রেতা |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক লক্ষ ২০ হাজার টাকা ভর্তি একটা ব্যাগ কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়ে দিলেন পেশায় খবরের কাগজ বিক্রেতা দুই যুবক। সোমবার সকালে নদিয়ার চাকদহে অন্য দিনের মতো বাড়িতে বাড়িতে খবরের কাগজ বিক্রি করে ফিরছিলেন সুবীর শূর এবং সুমন সরকার। সুবীরবাবুর চাকদহ পুরসভার কে বি এম এলাকার বাসিন্দা। সুমনবাবুর বাড়ি ক্ষুদিরামপল্লি। তখনই ৫১ নম্বর রেলগেটের কাছে রেললাইনের ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। ব্যাগটি নিয়ে চাকদহ স্টেশনে পৌঁছে দেখেন তার মধ্যে ওই টাকা রয়েছে। কিন্তু ব্যাগটির মালিক কে? |
|
সুবীর এবং সুমন। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
তাঁরা তখন খোঁজাখুঁজি শুরু করেন। ইতিমধ্যে রানাঘাট উত্তর নাসড়ার বাসিন্দা সমীর বিশ্বাস সকাল সাতটার ট্রেন ধরে রানাঘাট যাওয়ার সময় ওই টাকাভর্তি ব্যাগটি খোয়ান। তিনিও খবরের কাগজ বিক্রির সঙ্গে যুক্ত। তিনি বলেন, “আমি রানাঘাটের এক খবরের কাগজের এজেন্টের কাছে কাজ করি। প্রতি সোমবার আমি টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ব্যাঙ্কে জমা রাখি। বারো বছর ধরে এই কাজ করছি। এই দিন ট্রেনে ওঠার সময় ব্যাগটা হাত থেকে পড়ে যাওয়ায় আতঙ্কে আঁতকে উঠেছিলাম।” তিনিও খোঁজাখুঁজি করছিলেন টাকা ভর্তি ব্যাগটির। এরই মধ্যে তাঁর সঙ্গে দেখা হয় সুবীরবাবু ও সুমনবাবুর। সুমনবাবু বলেন, “সমীরবাবু যা বললেন, তাতে বিশ্বাস হল যে ব্যাগটা তাঁরই। তখন তাঁকে সেই ব্যাগ আমরা দিয়ে দিয়েছি।” একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুবীরবাবুর সংসার। সুমনবাবু ওরফে বুড়ো উচ্চশিক্ষিত হয়েও কোনও চাকরি না পেয়ে এখন কাগজ বিক্রি করে চালান। সমীরবাবু বলেন, “ওঁরা ব্যাগটা না ফেরত দিলে আমার যে কী হত, জানি না।” |
|