টুকরো খবর

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পশ্চিমে কড়া নিরাপত্তা
মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম পশ্চিম মেদিনীপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই মেদিনীপুর পৌঁছে যাওয়ার কথা মমতার। আজ, মঙ্গলবার যাওয়ার কথা ঝাড়গ্রাম ও নয়াগ্রামে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে। সোমবার থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “ঝাড়গ্রাম ও নয়াগ্রাম, দু’টি জায়গায় দু’টি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই সফর ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।” তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষের বক্তব্য, “নেত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন। নয়াগ্রামে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি দলীয় সভা করবেন বলে জানতে পেরেছি।” জানা গিয়েছে, জঙ্গলমহল সফলেই বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ভোট প্রচারের সময় থেকেই জঙ্গলমহলের জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। ক্ষমতায় এসে তিনি সেগুলি রক্ষা করবেন বলে আশাবাদী জঙ্গলমহলের মানুষ। আজ দুপুর ১২টায় ঝাড়গ্রামে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। তারপরই তিনি যাবেন নয়াগ্রামে। সেখানেও একটি প্রশাসনিক বৈঠক করতে পারেন। বৈঠক শেষে খড়িকামাথানিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা তাঁর। সেই সভাতেই মুখ্যমন্ত্রী উন্নয়নের প্যাকেজ ঘোষণা করবেন বলে প্রশাসন ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

দিঘায় জেটি তৈরির উদ্যোগ
পূর্ব মেদিনীপুর জেলা উপকূল পুলিশের জন্য বরাদ্দ জলযান রাখতে দিঘা মোহনায় একটি জেটি বানাতে উদ্যোগী হয়েছে জেলা পরিষদ। প্রয়োজনীয় অর্থ চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে তারা। পূর্ব মেদিনীপুর জেলার উপকূল ও নদীগুলিতে নজরদারির জন্য দিঘা মোহনা ও খেজুরির তালপাটিতে দু’টি কোস্টাল থানা তৈরি হয়েছে সম্প্রতি। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “কোস্টাল পুলিশের ৬টি জলযান রাখার জন্য দিঘা মোহনাতে একটি জেটি তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন জেলা পুলিশ সুপার। অর্থ বরাদ্দের জন্য আমরা রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছি।”

মহিলার দেহ উদ্ধার লালগড়ে
এক মহিলার মৃতদেহ উদ্ধার হল লালগড়ের বেলাটিকরি অঞ্চলের শ্যামনগর গ্রামে। গত শনিবার রাতে বাড়িতেই আহ্লাদি মুর্মু (৩৫)-র মৃত্যু হয়। আহ্লাদির সঙ্গে তাঁর স্বামী সাহেবরাম মুর্মুর প্রায়ই বচসা হত। রবিবার সকালে সাহেবরামের বাড়ির উঠোনে আহ্লাদির মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশকে খবর দেওয়া হয় সোমবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সাহেবরামের খোঁজ পায়নি পুলিশ। তবে সন্ধেয় পুলিশ খবর পায়, বিনপুরের ঢোলভাঙা গ্রামে আহ্লাদির বাপের বাড়িতে সাহেবরাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবরের সত্যতা যাচাই করতে ঢোলভাঙার উদ্দেশে রওনা দিয়েছে যৌথ বাহিনী।

শুভেন্দুর অভিযোগ
‘হলদিয়ায় রাজারহাটের চেয়েও বড় মাপের জমি কেলেঙ্কারি হয়েছে’ বলে মন্তব্য করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সোমবার হলদিয়ার একটি শিল্পসংস্থার শ্রমিক ইউনিয়নের সভায় এসে শুভেন্দু আরও অভিযোগ করেন, “লক্ষ্মণ শেঠ হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন প্রচুর নয়ছয় হয়েছে। শিল্পের নামে জমি নিয়ে অনেক সময়ই তা সঠিক কাজে ব্যবহার করা হয়নি।”

সমুদ্র-ভাঙন রোধে উদ্যোগ
১০০ দিনের প্রকল্পে সমুদ্র বাঁধ সংস্কারে উদ্যোগী হয়েছে খেজুরি ২ ব্লক প্রশাসন। সম্প্রতি ৫০ লক্ষ টাকার একটি প্রকল্প-প্রস্তাব জেলা পরিষদের কাছে পাঠিয়েছে তারা। খেজুরি ২ ব্লকের উন্নয়ন আধিকারিক জগন্নাথ ভড় জানান, নানকার গোবিন্দপুর, ওয়াশিলচক ও পাঁচুড়িয়াএই তিনটি মৌজায় প্রতি বছরই সামুদ্রিক জলোচ্ছ্বাসে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। তাই ভাঙন রোধে একশো দিনের প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে জেলা পরিষদে।

নতুন চেয়ারম্যান
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেন। বধর্মান বিভাগের কমিশনার রীতেশ মোহন এত দিন ওই পদের দায়িত্বে ছিলেন। উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানান, সোমবারই এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছেছে।

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী
প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী ঊষা চৌধুরী (৯৫)। বাংলাদেশের নোয়াখালির বাল্যবিধবা গিরিবালা দে মহিষাদলে দাদা রাধামোহন চৌধুরীর কাছে আশ্রয় নেওয়ার পরে নাম পরিবর্তন করে হন ঊষা চৌধুরী। যোগ দেন স্বাধীনতা আন্দোলনে।

হ্যান্ডবল লিগ
রবিবার হলদিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামনগরে শুরু হল হ্যান্ডবল প্রিমিয়ার লিগ। উদ্যোক্তা ফিউচার স্পোর্টস অ্যাকাডেমি। উদ্বোধন করেন সংস্থার সম্পাদক সুকান্ত প্রধান ও যাদুকর সুজয়। জেলা থেকে মোট ৮টি দল যোগ দিয়েছে।
Previous Story Medinipur Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.