গুলি করে খুন বিমা-এজেন্টকে |
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিপালের বাসুদেবপুরে। নিহতের নাম প্রবীর দাস (৪৪)। তিনি বিমা সংস্থার এজেন্ট ছিলেন। কী কারণে দুষ্কৃতীরা তাঁকে খুন করল সোমবার রাত পর্যন্ত সে বিষয়ে পরিষ্কার ভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। চন্দননগরের এসডিপিও তথাগত বসু বলেন, “খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে ওই ঘটনা ঘটেছে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে, কিছু সূত্র পাওয়া গিয়েছে।” এ দিকে, এই ঘটনার পরেই হরিপালের তৃণমূল নেতৃত্ব অভিযোগ তোলেন, পুলিশের নিস্পৃহতার সুযোগে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। সে কথা অবশ্য মানতে চায়নি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হরিপালের জেজুড় পঞ্চায়েতের রাজবল্লভবাটি গ্রামের আদি বাসিন্দা প্রবীরবাবুর গোপীনগরে ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার রাতে কাজ সেরে বাইকে চেপে ফিরছিলেন সেখানেই। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাসুদেবপুরের ছেলেপোঁতার কাছে নির্জন রাস্তায় দুষ্কৃতীরা তাঁর রাস্তা আটকায়। পুলিশ জানায়, খুব কাছ থেকে প্রবীরবাবুর পিঠে রিভলভার থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি তাঁর শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পথচলতি মানুষজন ওই অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে প্রবীরবাবুকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে দেহের ময়না-তদন্ত করা হয়।
প্রবীরবাবুর দেহটি যেখানে পড়ে ছিল, তার পাশ থেকেই তাঁর মোটরবাইক এবং ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ব্যাগে টাকাও ছিল। তা থেকে পুলিশের অনুমান, খুনের পিছনে আর্থিক কারণ নেই। আক্রোশবশতই খুন করা হয়েছে। নিহতের পরিবার এবং গ্রামবাসীদের দাবি, প্রবীরবাবু অত্যন্ত নম্র, শান্তশিষ্ট স্বভাবের। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। |