রথের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার, উল্টোরথের দিন হুগলির জাঙ্গিপাড়ার রাজবলহাটে। পুলিশ জানায়, মৃতের নাম জহর পোড়েল (২৭)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ রথের রশিতে টান পড়ে। পূণ্য অর্জনের জন্য বহু মানুষ রথে পয়সা ছোড়েন। অনেক ক্ষেত্রেই পয়সা রাস্তায় পড়ে। রাস্তায় পড়ে থাকা পয়সা কুড়িয়ে জহর তা রথের উপরে ছুঁড়ে দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এ ভাবেই রথের সামনে একটি পয়সা কুড়োতে যান। সেই সময়েই টান পড়ে রশিতে। রথের লোহার চাকা ওই যুবকের মাথার উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই পুলিশের গাড়িতে চাপিয়ে তাঁকে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় মানুষ এবং পুলিশের বক্তব্য, ওই সময়ে যে রথ টান হচ্ছে, ওই যুবক সম্ভবত তা বুঝতে পারেননি। ভিড়ের মধ্যে বিষয়টি অন্যদেরও নজর এড়িয়ে যায়।
|
বিভিন্ন পুজোর নাম করে রাস্তায় গাড়ি আটকে চাঁদা তোলা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন ঘটনা নয়। আরামবাগের ক্ষেত্রে এই ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ করছে পুলিশ। সাদা পোশাকের পুলিশ বিভিন্ন এলাকায় টহলদারী শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর। কালিপুর, নৈসরাই, গৌরহাটি, পারুল, দৌলতপুর প্রভৃতি এলাকায় বছরের বিভিন্ন সময়ে চাঁদার জুলুম চলে বলে অভিযোগ। বিয়ের গাড়িও ছাড় পায় না। চাঁদা দিতে না চাওয়ায় মারধর, গাড়ই ভাঙচুরের ঘটনাও ঘটেছে। রবিবারও চাঁদা দিতে না চাওয়ায় কালিপুরে এক বাইক আরোহীকে হেনস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদা নিয়ে জুলুমবাজি কোনও মতেই বরদাস্ত করা হবে না।
|
গাছের ডালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল এক বৃদ্ধের। সোমবার ভোরে খানাকুলের রাধাবল্লভপুরে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ললিন বাগ (৭৫) নামে ওই বৃদ্ধের দেহ বাড়ির কাছেই একটি তেঁতুল গাছে ঝুলতে দেখে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেন। পুলিশের অনুমান, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ। তারই জেরে মানসিক অবসাদে ভুগে তিনি আত্মঘাতী হয়েছেন।
|
সোমবার সকালে খানাকুলের শাবলসিংহপুর-সংলগ্ন মুণ্ডেশ্বরী নদীর ধার থেকে একটি হাতকামান উদ্ধার করল পুলিশ। তৃণমূলের দেওয়া খবরের ভিত্তিতেই আসে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার, বালির সাঁপুইপাড়ায়। মৃতের নাম রঞ্জন বন্দ্যোপাধ্যায় (৬০)। পুলিশ জানায়, এ দিন স্থানীয়েরা রঞ্জনবাবুর বাড়িতে আগুন জ্বলতে দেখে ছুটে যান। দেখেন, ভিতরে সিলিং থেকে ঝুলছে বৃদ্ধের দেহ। তাঁরাই বালি থানা ও দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভায়। পুলিশ অগ্নিদগ্ধ দেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। |