তেলেঙ্গানা প্রশ্নে সোমবার ফের উত্তাল হয়ে উঠল হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় চত্বর।
তেলেঙ্গানাপন্থীদের বিক্ষোভ এড়াতে রবিবার রাতেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয় চত্বর ও হস্টেল থেকে জয়েন্ট অ্যাকশন কমিটির (জেএসি) বিভিন্ন নেতা-সহ বহু ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তবুও এড়ানো গেল না অশান্তি। |
আজ সকাল থেকে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। তাতে সামিল হন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। বিক্ষোভকারীরা পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের দিকে পাথর ছুড়তে থাকেন। পুলিশি বাধা অগ্রাহ্য করে অনেক ছাত্র সেখানে অনশনেও বসে পড়েন। পুলিশ বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। ওয়ারাঙ্গল, করিমনগর-সহ রাজ্যের বিভিন্ন শহর থেকেও বহু ছাত্রকে ধরা হয়েছে। বেশ কিছু তেলেঙ্গানাপন্থী রাজভবন পর্যন্ত মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদেরও আটকে দেয়। তবে পুলিশ কমিশনার এ কে খান জানিয়েছেন, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন ‘শান্তিপূর্ণ’।
সম্প্রতি তেলেঙ্গানার দাবিতে নিজেদের পদ থেক ইস্তফা দিয়েছেন রাজ্যের বেশ কিছু কংগ্রেস বিধায়ক ও সাংসদ। এ দিন তাঁরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে তাঁদেরও পুলিশ গ্রেফতার করে। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের জন্য আগামী ১৩ ও ১৪ জুলাই তাঁরা অনশনে বসতে চলেছেন।
অন্য দিকে, অখণ্ড রাজ্যের দাবিতে তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এ দিন ক্লাস বয়কট করেন। |