টুকরো খবর |
|
রামদেবকে শিবিরের ফুটেজ দেখাতে বলল সুপ্রিম কোর্ট
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রামদেবের যোগ শিবিরের নিরাপত্তা সংক্রান্ত ভিডিও ফুটেজ দেখতে চাইল সুপ্রিম কোর্ট। আজ দিল্লি পুলিশকে এই মর্মে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রামলীলা ময়দানের যোগ শিবিরে গত ৪ জুন গভীর রাতে পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস এবং রামদেবকে গ্রেফতার নিয়ে কম জলঘোলা হয়নি। এখন রামদেবের আইনজীবী রাম জেঠমলানী সুপ্রিম কোর্টে সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ওই রাতের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে জবাবদিহি করতে হবে। এই বিষয়ে চিদম্বরমকে নোটিস পাঠানোর কথাও বলেন তিনি। এর পরেই বিচারপতি বি এস চৌহান এবং বিচারপতি স্বতন্ত্র কুমারের বেঞ্চ দিল্লি পুলিশের কাছে ঘটনার ফুটেজ দেখতে চায়। ওই ঘটনা দেখার পরেই ২৫ জুলাই জেঠমলানীর আবেদনের শুনানি হবে।
|
কালকা দুর্ঘটনায় মৃত্যু ২ সুইডিশের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মলওয়াঁতে কালকা মেল লাইনচ্যুত হওয়ার ঘটনায় সুইডেনের দুই নাগরিকের মৃত্যু হয়েছে। ফতেপুরের পুলিশ সুপার রামভরসে জানিয়েছেন, তাঁদের নাম ভিক্টর এবং এরিক। অস্কার নামে আরও এক সুইডিশ নাগরিক ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। পুলিশ জানায়, ওই তিন জনই দ্বিতীয় শ্রেণির একটি সংরক্ষিত কোচ-এ ছিলেন। ঘটনাস্থলেই ভিক্টর ও এরিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অস্কারকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ভিক্টর ও এরিককে শনাক্ত করেন অস্কারই।
ফতেপুরের অতিরিক্ত জেলাশাসক অনিলকুমার পাঠক জানান, সুইডিশ নাগরিকদের ব্যাপারে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক সুইডিশ দূতাবাসকে জানাবে।
|
বাঁচল সপ্তক্রান্তি
সংবাদসংস্থা • বাগা |
চালকের তৎপরতায় কালকা মেলের মতো বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নয়াদিল্লি-মুজফ্ফরপুর সপ্তক্রান্তি সুপার ফাস্ট এক্সপ্রেস। আজ ঘটনাটি ঘটেছে পশ্চিম চম্পারণ জেলায় বাগহা এবং খেরপোখা স্টেশনের মাঝে এক সেতুতে। বাগহা স্টেশন মাস্টার জয় কুমার প্রসাদ জানিয়েছেন, ১২৫৫৮ ডাউন সপ্তক্রান্তি এক্সপ্রেস দিল্লি থেকে মুজফ্ফরপুর আসছিল। খেরপোখা স্টেশন পেরিয়ে সেতুতে ওঠার খানিক পরেই ট্রেনের চালক লাইনের উপরে আড়াআড়ি ভাবে একটি লোহার রড বেরিয়ে থাকতে দেখে ইমার্জেন্সি ব্রেক চাপেন। ট্রেনটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পরে। জয় কুমার বলেছেন, “যাত্রীরা সকলেই অক্ষত।”
|
অসমে গ্যাসের দাম ১৪ টাকা কমল
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শাসক কংগ্রেস সরকার অসমে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিল। আজ ২০১১-১২ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের উপর ধার্য রাজ্য সরকারের মূল্যযুক্তি কর কমিয়ে এনে সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বাবদ রাজ্যের যে কর ঘাটতি হবে তা পূরণ করার জন্য গগৈ দেশি-বিদেশি মদ, সিগারেট ও তামাকজাত পণ্যের উপর ধার্য করের পরিমাণ বাড়িয়েছেন। গগৈ আজ প্রায় ১৫৪৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন।
|
টু-জি লেনদেনে কলকাতার সংস্থা, জানাল আয়কর
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি কেলেঙ্কারির আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হয়েছে ১৯টি “ভুয়ো” সংস্থাকে। ওই সংস্থাগুলি কলকাতায় নথিবদ্ধ। একটি রিপোর্টে এ কথা জানিয়েছে আয়কর দফতর। টু-জি কেলেঙ্কারিতে আর্থিক লেনদেনের জন্য কলাইনার টিভি ও সিনেযুগ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সংস্থাকে ব্যবহার করা হয়েছিল বলে আগেই জানিয়েছে সিবিআই। কলাইনারের ২০ শতাংশ শেয়ারের মালিক ডিএমকে সাংসদ কানিমোঝি। সিনেযুগের মালিক প্রযোজক করিম মোরানি। টু-জি কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে দু’জনেই এখন তিহার জেলে। সিবিআইয়ের অভিযাগ, টু-জি স্পেকট্রাম বন্টনে “সুবিধা” পাওয়ার বদলে সিনেযুগ সংস্থার মাধ্যমে কলাইনার টিভিকে ২০০ কোটি টাকা পাঠানোর ব্যবস্থা করেন সোয়ান টেলিকম প্রোমোটার শাহিদ বালওয়া। তখন টেলিকম মন্ত্রী ছিলেন ডিএমকে নেতা এ রাজা। কলাইনার টিভি’র ৮০ শতাংশ শেয়ারের মালিক ডিএমকে প্রধান করুণানিধির পরিবারকে ওই টাকা ঘুষ দেওয়া হয়।
|
দেশি মদে মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • পটনা |
মদে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তিন জনের। কাল রাতে ঘটনাটি ঘটে বিহারের ভোজপুরের ভায়না গ্রামে। পুলিশ জানায়, ওই গ্রামের পাঁচ জন কাল দেশি মদ খাওয়ার পর থেকেই তাদের পেটে ব্যথা শুরু হয়। পাঁচ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন তিন জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ভোজপুরের পুলিশ সুপার এম আর নায়েক জানান, দেশি মদের দোকান মালিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।
|
খাদ্য বিলে সম্মতি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কম দামে খাদ্য পাওয়াকে গরিব মানুষের আইনি অধিকার করে তোলার পথে এক ধাপ এগোল কেন্দ্র। আজ খসড়া জাতীয় খাদ্য বিলে সম্মতি জানিয়েছে প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। শস্তায় গরিবদের খাদ্য দিতে এই বিল আনা হবে। জনসংখ্যার ৬৮ শতাংশ এই সুবিধা পাবেন। খাদ্য ভর্তুকি খাতে বছরে ১৩ হাজার কোটি টাকা বেড়ে হবে ৯৫ হাজার কোটি।
|
দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ
নিজস্ব সংবাদদাতা•পটনা |
মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে এক দুর্ঘটনায় জখম হলেন আরারিয়ার বিজেপি সাংসদ প্রদীপ কুমার সিংহ। কাল রাতে আরারিয়ার সরকারি হাসপাতালে ব্যক্তিগত কাজে যান প্রদীপ। সেখান থেকে এক যুবকের মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আরারিয়ার মহাদেও চকের কাছে রাস্তার মাঝখানে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রদীপ এবং মোটরবাইকের চালক। চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় প্রদীপের ডান হাত ভেঙে গিয়েছে।
|
থমকাল রাজধানী
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বড় রকমের দুর্ঘটনা থেকে রেহাই পেল ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। ট্রেনের প্যান্ট্রিকারের চাকায় ত্রুটির জেরে আজ বিকেলে টাটানগর স্টেশনে ট্রেনটিকে প্রায় ঘণ্টা দেড়েক আটকে থাকতে হয়। |
|