টুকরো খবর
|
রেল দুর্ঘটনায় আহত ৭ জনের নাম তালিকায় |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শনিবার রাতে বর্ধমান স্টেশন থেকে কালকা মেলে ওঠা ৭১ জনের মধ্যে খোঁজ মিলেছে ৭ জনের। বর্ধমান স্টেশন কর্তৃপক্ষের কাছে ওই সাত জনের নামের তালিকা এসে পৌঁছেছে। তাঁরা কানপুর ও ফতেপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানানো হয়েছে। বাকি ৬৪ জন যাত্রীর অবশ্য কোনও খোঁজ নেই। স্টেশন সূত্রে জানানো হয়, ওই সাত জন হলেন পিলারওয়াল গ্রামের শেখ শহিদ, রামচন্দ্রপুরের মুকলা দেউড়ি ও হিরন্ময় চৌধুরী, কালসার রেল কলোনির কর্নেল সিংহ, বর্ধমানের মল্লিকা পাল ও সঙ্গীতা পাল এবং উত্তর বিহারের সাহিদ। তালিকায় তাঁদের বয়স জানানো হলেও বিস্তারিত ঠিকানা নেই বলে জানিয়েছেন বর্ধমানের স্টেশন ম্যানেজার অসীম রায়। প্রথম চার জন ফতেপুর হাসপাতালে এবং অন্য তিন জন কানপুর হাসপাতালে রয়েছেন। অসীমবাবু জানান, ওই ট্রেনে এস-১ কামরায় ১০ জন, এস-২ কামরায় ২২ জন, এস-৩ কামরায় ১৮ জন, এস-৪-এ দু’জন, এস-৫-এ ৬ জন, এ-১ কামরায় এক জন, বি-১-এ ১০ জন, বি-২ কামরায় এক জন এবং বি-৩ কামরায় এক জন যাত্রী উঠেছিলেন। অনেক যাত্রীর পরিবারের লোকজন রবিবার রাতে বিশেষ ট্রেনে চেপে দুর্ঘটনাস্থলে গিয়েছেন। সোমবারও অনেকে স্বজনের খবর পেতে বর্ধমান স্টেশনে এসেছিলেন। আত্মীয়দের জন্য স্টেশন ম্যানেজারের ঘরে ওই সাত জন আহতের তালিকা রাখা হয়েছে।
|
তিন স্কুলভোটে জিতল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
তিনটি স্কুলে পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম বয়েজ, ধাত্রীগ্রাম গার্লস এবং মেদগাছি উচ্চ বিদ্যালয়। সোমবার ছিল ওই স্কুলগুলির পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ধাত্রীগ্রাম বয়েজ ও গার্লসে ৬টি আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থী দেয়। ওই দুই স্কুলে বিজেপি প্রথমে দু’টি করে আসনে প্রার্থী দিলেও এ দিন তা প্রত্যাহার করে নেওয়া হয়। তৃণমূলের ব্লক সভাপতি উমাশঙ্কর সিংহরায় বলেন, “বিজেপি প্রার্থী দাঁড় করিয়েও প্রত্যাহার করে নেওয়ায় ধাত্রীগ্রামের দু’টি স্কুলে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়।” অন্য দিকে, মেদগাছি উচ্চ বিদ্যালয়েও তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল সমর্থিত প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। অন্য দিকে, ভাগরা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার এই স্কুলে ভোট হয়। মন্তেশ্বরের রাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়ন জমা দেয়নি।
|
রেশনের তদারকিতে নতুন কমিটি কালনায় |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
রেশন ব্যবস্থার তদারকির জন্য মহকুমা পর্যায়ের একটি কমিটি তৈরি হল। কমিটি গঠনের জন্য সোমবার বিকেলে কালনার মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে খাদ্য নিয়ামক দফতরের আধিকারিকেরা ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমাশাসক, কালনার বিধায়ক, মহকুমার পাঁচ ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমা পর্যায়ের কমিটিতে চেয়ারম্যান হিসাবে রয়েছেন মহকুমাশাসক। এছাড়াও রয়েছেন খাদ্য নিয়ামক আধিকারিক, জেলা পরিষদের খাদ্য দফতরের সদস্য, সাংসদের প্রতিনিধি, বিধায়কদের প্রতিনিধি-সহ অনেকেই। কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল জানান, রেশন দোকান ঠিকমতো খুছে কি না, বিপিএল ও অন্তোদ্বয়ের তালিকাগুলি টাঙানো হচ্ছে কি না ইত্যাদি নানা বিষয়ই খুঁটিয়ে দেখবেন কমিটির সদস্যরা। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “রেশন ব্যবস্থা থেকে মানুষ কী সুবিধা পাচ্ছে তা লিফলেটে জানানো হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।” মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লক ও পঞ্চায়েত স্তরেও এই ধরনের কমিটি গঠিত হবে।
|
দুর্ঘটনায় মৃত্যু, পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
মোটরবাইক আরোহীর মৃত্যুতে সোমবার জি টি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। নিজস্ব চিত্র। |
তর নাম মেহেরাব আলি (৫০)। বাড়ি বর্ধমানের মেহেদিবাগানে। মোটরবাইকে চড়ে বাড়ি ফেরার পথে একটি ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা বেশ কিছুক্ষণ জিটি রোড অবরোধ করেন। স্থানীয় বাসিন্দা গিরিজা গুপ্তের অভিযোগ, “এই জায়গায় ট্রাফিক পোস্ট না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তার উপরে যাত্রীবাহী বাসগুলি দাঁড়িয়ে থাকায় যানজট দেখা দেয়। বারবার বলেও প্রশাসনের ঘুম ভাঙেনি।” পুলিশ ট্রাক আটক করে। চালক পলাতক।
|
স্কুলে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাসি খাবার দেওয়ার অভিযোগে কাটোয়ার হরিসভাপাড়ার ইন্দিরা গাঁধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আটকে রাখলেন স্থানীয়রা। সোমবার ঘুগনিতে দুর্গন্ধের খবর পেয়ে দুপুর ২টো থেকে ঘণ্টাখানেক তিন শিক্ষককে স্কুলেই আটকে রাখা হয়। তাঁদের অভিযোগ, স্কুলে প্রায়ই নিম্নমানের খাবার দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ফের এমন খাবার না দেওয়ার আশ্বাস দিলে ঘেরাও ওঠে।
|
অনাস্থার তলবি সভা |
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের ৬ সদস্য অনাস্থা আনায় মঙ্গলবার মন্তেশ্বর পঞ্চায়েতে তলবি সভা ডাকা হয়েছে। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩। সম্প্রতি এই পঞ্চায়েতের ৬ সদস্য প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দেয়।
|
পড়ে মৃত্যু |
মোটরবাইক থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পুলিশ জানায়, মৃতার নাম করুণাময়ী হাজারা (৭০)। বাড়ি ভাতার থানার খুড়ুল গ্রামে। রবিবার দুপুরে কামারপাড়া বাজারে ডাক্তার দেখিয়ে নাতির বাইকে চড়ে ফেরার পথে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে বৃদ্ধার। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁর মৃত্যু হয়। |
|