|
|
|
|
স্ত্রী-ছেলে খুন, বেপাত্তা মেমারির যুবক |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে খুনের অভিযোগে এক যুবককে খুঁজছে পুলিশ। রবিবার রাতে মেমারির পূর্ণগ্রামে শেখ সিরাজ নামে ওই যুবক স্ত্রী-ছেলেকে খুন করেছে বলে অভিযোগ। পুলিশ জানায়, মৃতদের নাম রুবিনা বেগম (২৩) ও শেখ রাইহান। সোমবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ দু’টির ময়না-তদন্ত হয়। রুবিনার বাপেরবাড়ির লোকজন তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শাশুড়িকে গ্রেফতার করা হলেও অন্য দুই অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।
এ দিন বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গের সামনে দাঁড়িয়ে রুবিনার আত্মীয় সফিক মণ্ডল বলেন, “কাল রাতে আমাকে ফোন করে রুবিনা। সে জানায়, সিরাজ তাদের দু’জনকে মারধর করছে। কথা বলতে বলতেই কেউ ফোনটি কেড়ে নেয়।” মেমারির গোবিন্দপুরে রুবিনার বাপেরবাড়ি। তাঁর বাবা আব্দুর রফিক শেখ এ দিন বলেন, “রাত সাড়ে ৯টা নাগাদ মেয়ে ফোন করে জানায়, জামাই প্রচণ্ড অত্যাচার করছে। তাকে জানাই, আমি যাচ্ছি। আধ ঘণ্টা পরে আবার সে ফোন করে বলে, ফোনে খবর দেওয়ায় আরও মারধর করা হচ্ছে। তার কিছু পরেই ওই গ্রাম থেকে এক জন ফোন করে জানায়, মেয়ের মৃত্যু হয়েছে।” মেয়ের সঙ্গে যে তাঁর আড়াই বছরের ছেলেরও মৃত্যু হয়েছে, তা অবশ্য তখনও জানতেন না আব্দুর রফিক। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে পূর্ণগ্রামে যান। সেখানে ঘরের ভিতরে শুধু মেয়ের দেহই পড়ে থাকতে দেখেন তিনি। মেয়ের শাশুড়ি আঙ্গুরা বিবি জানান, আহত নাতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশের জেরায় তিনি জানান, নাতিকে স্থানীয় মসজিদে রাখা হয়েছে। ভোরের দিকে পুলিশ মসজিদের সিঁড়িতে শিশুটির পোড়া দেহ দেখতে পায়। এই ঘটনার পরে রুবিনার বাবা মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ করেন। আঙ্গুরা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত বলে সন্দেহ করত সিরাজ। পুলিশ জানায়, সিরাজ ও তার বাবার খোঁজ চলছে। |
|
|
|
|
|