টুকরো খবর

রানিগঞ্জে হামলায় অভিযুক্ত তৃণমূল
কংগ্রেস সেবাদল অফিসে ঢুকে এক কর্মীকে মারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রানিগঞ্জের কাশ্মীরী গলি এলাকায় এই ঘটনা ঘটে। সেবাদলের ব্লক সভাপতি শ্যামবাবু কেশরী জানান, ওই দিন সন্ধ্যায় তৃণমূল কর্মী নিতাই ভকত কয়েক জনকে নিয়ে তাঁদের অফিসে চড়াও হয়। সেখানে সেবাদল কর্মী বিজয় গৌরকে মারধর করে তারা। রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিতাইবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এ দিকে, এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জেরই চলবলপুর গ্রামে। তৃণমূল কর্মী চণ্ডী মণ্ডল নিমচা ফাঁড়িতে অভিযোগে জানান, তাঁর ভাই, সিপিএম কর্মী ভরত মণ্ডল রবিবার সকালে তাঁর বাড়িতে চড়াও হন। তৃণমূলের পতাকা ছিঁড়ে তাঁকে গালিগালাজ করেন। সিপিএম নেতা রামচন্দ্র মাহাতোর অবশ্য দাবি, “পারিবারিক বিবাদে রাজনীতির রঙ দেওয়া হচ্ছে।” পুলিশ জানায়, তদন্ত চলছে।

অবৈধ লোহা ডিপোয় ধৃত ৪
একটি অবৈধ লোহার ডিপোয় অভিযান চালিয়ে হরিপুর কামারডাঙা থেকে চার জনকে গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি জামবাদ কোলিয়ারি থেকে লোহা চুরি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার দুপুরে হরিপুরের কামরডাঙা থেকে দুই দুষ্কৃতী ও ওই ডিপোর দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে। ডিপোর মালিক অরুণ মুদির (যুগল) খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে, জামুড়িয়ার পুলিশ এ দিন রাতে দুই কয়লা চোরকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, হুড়মাডাঙা থেকে বিকাশ অধিকারী ও শিবপুর থেকে মহমিন খানকে ধরা হয়েছে। ধৃতেরা অনেক আগে কেটে রাখা কয়লা পাচারের জন্য এ দিন সেখানে জড়ো হয়েছিল। ঘটনাস্থল থেকে ১০ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।

পঞ্চায়েতে বিক্ষোভ
একশো দিনের কাজ শুরু করা-সহ একাধিক দাবিতে সোমবার পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েত অফিসে ব্লক তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ শেষে প্রধানের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। তাঁদের দাবি, অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে। গ্রাম সংসদের বৈঠক ডেকে সেখান থেকে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। ইন্দিরা আবাস যোজনা, বিধবা ও বার্ধক্য ভাতার প্রাপকদের তালিকা পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দিতে হবে বলে তাঁদের দাবি। প্রধান ক্ষমা মণ্ডল জানান, দাবিপূরণে ব্যবস্থা নেওয়া হবে।

ফের পুলিশ হেফাজতে রাজু
কয়লা মাফিয়া রাজু ঝাকে ফের তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল দুর্গাপুর আদালত। সোমবার আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। বুদবুদ থানায় তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আছে। সেগুলির তদন্ত করতে পুলিশ তাকে বুদবুদ থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ওই কয়লা মাফিয়াকে ৩ জুলাই বিকেলে রানিগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে চোরাচালান, অবৈধ কয়লা খাদান চালানো-সহ অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখিয়ে কাজ করিয়ে নেওয়া ইত্যাদির অভিযোগ আছে। দুর্গাপুর আদালত তাকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। সোমবার তাকে ফের আদালতে তোলা হলে তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

বামফ্রন্টের সভা
দ্রব্যমূল্য বৃদ্ধি ও সিপিএম পরিচালিত পুরসভা ও পঞ্চায়েতগুলিতে উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগে সোমবার আসানসোলে একটি প্রতিবাদ সভা করল বামফ্রন্ট। ছিলেন আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী, রাজ্যসভার সিপিআই সাংসদ রামচন্দ্র সিংহ প্রমুখ।

বধূর ঝুলন্ত দেহ
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার বামুনাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমিত্রা রুইদাস (২২)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

কোথায় কী
দুর্গাপুর: রথযাত্রা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬ টা। রাজীব গাঁধী ময়দান।
উদ্যোগ: রথযাত্রা উৎসব ও সমাজ কল্যাণ সমিতি।
মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার গ্রহণ কেন্দ্র। রাজীব গাঁধী ময়দান। বিকাল ৪ টা।
উদ্যোগ: ব্লাইন্ড রিলিফ সোসাইটি, দুর্গাপুর।
রানিগঞ্জ: রথযাত্রা উপলক্ষে নানান অনুষ্ঠান। সিহারশোল।
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.