মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগ শুরু হচ্ছে ২০ জুলাই। মোট ৬টি দল এ বারের লিগে যোগ দিচ্ছে। দলগুলি হল ভলিবল ক্লাব, সুভাষচন্দ্র বয়েজ ক্লাব, সি জোন স্পোর্টিং ক্লাব, দুর্গাপুর অগ্রণী সঙ্ঘ, নবদিগন্ত স্পোর্টস অ্যাসোসিয়েশন ও এএসপিএসএ। খেলাগুলি অনুষ্ঠিত হবে নেহেরু স্টেডিয়াম, এমএএমসি, গ্যামন ব্রিজ, এএসপিএসএ ও অআকখ মাঠে।
|
৩৮ নম্বর ওয়ার্ড কমিটি আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতার সোমবারের প্রথম খেলায় জয়ী হল তাজ স্পোর্টিং। এ দিন রহমতনগর মাঠের খেলায় তারা স্পোর্টস ক্লাব-এ কে ১-০ গোলে হারায়। একই মাঠে আয়োজিত দ্বিতীয় খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। এই খেলায় কিং খান ক্লাব ও মুন স্টার কেউই গোল করেনি।
|
অনূর্ধ্ব ১৬ আন্তঃমহকুমা ফুটবলে খেতাব জিতল বর্ধমান সদর। সোমবার মোহনবাগান মাঠে তারা ৫-১ গোলে হারায় দুর্গাপুরকে। বর্ধমানের হয়ে দু’টি গোল করে রবিন কিস্কু। অন্য গোলগুলি জয়ন্ত মজুমদার, প্রসেনজিৎ টুডু ও বিশ্বজিৎ বিশ্বাসের।
|
সুবোধ কাপ ফুটবলের খেলায় আরএইউসি ৪-০ গোলে হারিয়েছে বিদ্যাসাগর স্মৃতি সঙ্ঘকে। দু’টি করে গোল করেন রাজু বাগ ও সঙ্কেত রায়।
|
পুরুষোত্তমপুর যজ্ঞেশ্বর ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয়েছে আয়োজক সংস্থা। এ দিন নিজেদের মাঠের খেলায় তারা ৪-০ গোলে কল্যাণপুর হাউজিংকে হারায়। |