ক্যালিফোর্নিয়া
পশ্চিমীর দুর্গাপুজো
পুজোর শুরু
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম রাজ্য ক্যালিফোর্নিয়ার উত্তরের এক ছোট্ট শহর সানিভেল। পশ্চিমীর পুজো প্রথম বার অনুষ্ঠিত হয় ২০০৪ সালে, সানিভেল হিন্দু মন্দিরে। কিন্তু সপ্তাহান্তে দুর্গাপুজো করা ঠিক পছন্দ হয়নি পাঁচটি বাঙালি পরিবারের। তখন তাঁদের উদ্যোগে পঞ্জিকা মেনে পাঁচ দিনের দুর্গোত্সবের সূচনা হয় পশ্চিমীতে।

পুজোর বৈশিষ্ট্য
পশ্চিমীর পুজো অন্যান্য পুজো থেকে চরিত্রগত ভাবে অনেকাংশে আলাদা:
প্রথমত— বাঙালি পঞ্জিকা মেনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে মনে রেখে আয়োজকরা পূজানুষ্ঠান করেন।
দ্বিতীয়ত— এই মূর্তি পরিদর্শনের জন্য বা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সভ্য হওয়ার কোনও প্রয়োজন হয় না, চাঁদাও দিতে হয় না।
তৃতীয়ত— এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় প্রতিভা বিকাশের সুযোগ আছে।
চতুর্থত— প্যান্ডেলে মূর্তি স্থাপন করে কলকাতার দুর্গাপুজোর আদলে পুজো করা হয়।
পঞ্চমত— বিগত তিন বছরে পশ্চিমী ৮০ হাজার মার্কিন ডলার (আনুমানিক ৩,৫০,০০০ টাকা) মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে দান করেছে।

ভোগ বিশেষত্ব
সাধারণত মন্দির প্রাঙ্গণেই ভোগ রান্নার বন্দোবস্ত থাকে। গত বছর ফ্রিমন্ত হিন্দু মন্দিরের নিজস্ব রান্নাঘরেই ভোগ তৈরি করা হয়। ভোগের মূল পর্যায়ে ছিল খিচুড়ি, তরকারি, চাটনি। পঙতিভোজনের আয়োজনও ছিল।

পুজোর আকর্ষণ
আমাদের এই দুর্গা মূর্তি কুমোরটুলির প্রতিমা শিল্পী অমরনাথ ঘোষ মহাশয় তৈরি করেন। ২০১১-য় তিনি একটি নতুন প্রতিমা নির্মাণ করেন।

উদ্যোক্তা
পশ্চিমী
http://www.paschimi.org/

তথ্য: শ্যামলী রায়, সানিভেল
 
হাওয়াবদল
জাপান
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অফ টোকিও
নিউজিল্যান্ড
অকল্যান্ড বেঙ্গলি অ্যাসোসিয়েশন
ক্যালিফোর্নিয়া
পশ্চিমী
টেক্সাস
হিউস্টন দুর্গাবাড়ি
মাতৃবন্দনায় বিশ্ববাসী


অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.