টুকরো খবর |
ক্ষোভ-মিছিল যুব কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পুলিশের নামে পক্ষপাতের নালিশ জানিয়ে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের অপসারণের দাবিতে আন্দোলনে নামল রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি। রবিবার সংগঠনের কয়েকশো কর্মী সমর্থক রায়গঞ্জের মুনলাইট মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। আজ, সোমবার জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজির কাছে জেলা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে স্মারকলিপি জমা দেবে। আইজির কাছে পুলিশ সুপারের অপসারণেরও দাবি জানানো হবে। এ দিন জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক পবিত্র চন্দ ও সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। কমিটির সহ সভাপতি তুষারকান্তি গুহ বলেন, “রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ভাঙচুর ও অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীদের লঘু ধারায় মামলা দিয়ে পুলিশ জামিন পাইয়ে দিল। ভিডিও ফুটেজ অনুযায়ী এখনও অভিযুক্ত একাধিক নেতা অধরা। তৃণমূলের নির্দেশে পুলিশ পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে। তাই পুলিশ সুপারের অপসারণের দাবিতে আন্দোলনে নামা হল।”তুষারবাবুর অভিযোগ, রায়গঞ্জ কলেজের ঘটনায় অভিযুক্তরা সবাই তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থক হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করেছে। অথচ মাজদিয়ায় একই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা করেছে। এই ঘটনার থেকেই জেলা পুলিশের পক্ষপাতিত্বের প্রমাণ স্পষ্ট হয়ে গিয়েছে বলে তুষারবাবুর দাবি। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অরিন্দম সরকার বলেন, “তৃণমূলের তরফে পুলিশের কাজে হস্তক্ষেপ করা হয় না। ওটা কংগ্রেসি কালচার। কংগ্রেস সমর্থকরাই আমাদের দলের পতাকা নিয়ে কলেজে ভাঙচুর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর করে।”
|
বাস চালুর দাবি |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
মেখলিগঞ্জের সঙ্গে সড়ক পথে যোগোযোগ রাখতে গিয়ে নাকাল হলদিবাড়ির বাসিন্দারা। বন্ধ সরকারি বাস পরিষেবা। শীতে তিস্তায় নৌকা ভাড়া বেড়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। ওই অব্যবস্থার প্রতিবাদে আন্দোলনে নেমেছে এসইউসি। মেখলিগঞ্জ মহকুমা শহরের সঙ্গে সড়ক পথে যোগাযোগ সমস্যা হলদিবাড়ির নতুন নয়। দীর্ঘ দিন থেকে বাসিন্দারা জলপাইগুড়ি ও ময়নাগুড়ি হয়ে বাস পাল্টে যাতায়াত করছেন। শীতে তিস্তা নদী পার হয়ে তাঁরা পৌছে যান মহকুমা সদরে। বাসিন্দাদের অভিযোগ, এ ভাবে যাতায়াত করতে গিয়ে একদিকে যেমন বেশি সময় লাগছে অন্য দিকে দূরত্বের কারণে অনেকেই অসুস্থ হচ্ছে। বাসিন্দারা জানান, শীতকালে তিস্তায় জলস্তর কম থাকে। তখন হলদিবাড়ি ও মেখলিগঞ্জের বাসিন্দারা নদীর চারটি জলধারা এবং পাঁচ কিলোমিটার চর এলাকা পার হয়ে যাতায়াত করেন। গত বছর চারটি জলধারার মধ্যে তিনটিতে অস্থায়ী সেতু তৈরি করা হয়। যদিও বেলতলির কাছে চওড়া জলধারা পার হতে হয়েছে নৌকায়। ওই জলধারার পরে চরের মধ্যে বাকি পথে খড় বিছিয়ে তৈরি করা হয় রাস্তা। এ বছর কিছুই নেই। তাই বাধ্য হয়ে বাসিন্দাদের চারটি জলধারা নৌকোয় পার হতে হচ্ছে। তাঁদের দুর্ভোগ বেড়েছে নৌকার ভাড়া বাড়ায়। এসইউসি-র তরফে ব্লক সম্পাদক রহুল আমিন বলেন, “হলদিবাড়ি -মেখলিগঞ্জের মধ্যে যাতায়াত করতে গিয়ে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহকুমাশাসকের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।” মহকুমা ভূমি সংস্কার আধিকারিক সুনীল বর্মন বলেন, “সরকারি ভাবে ভাড়া বাড়ানো হয়নি। কেন ভাড়া বেশি নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
গতি আনতে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
২ মাসের মধ্যে ১০০ দিন, পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের মত কাজে লক্ষ্যমাত্রা পূরণ না-হলে দক্ষিণ দিনাজপুর জেলা কেন্দ্রীয় বরাদ্দের সুযোগ থেকে বঞ্চিত হবে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় জেলার উন্নয়নের এ অবস্থায় উদ্বিগ্ন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও এবং জেলাপরিষদ কর্তৃপক্ষকে নিয়ে এক জরুরি বৈঠক করে কাজে গতি আনতে নির্দেশ দিলেন। রাজ্যে ওই দুই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের প্রায় ষাট শতাংশ টাকা খরচ হলেও দক্ষিণ দিনাজপুরে ৭০ শতাংশ টাকা খরচ করা যায়নি। প্রশাসন সূত্রের খবর, এই জেলায় ১০০ দিনের কাজের হাল অত্যন্ত খারাপ। এ প্রকল্পে ১৮ কোটি টাকা পড়ে রয়েছে। বছর খানেক আগে ১০০ দিনের প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে হরিরামপুরের বিডিও গ্রেফতার হন। এর পরেই জেলায় প্রকল্প রূপায়ণে প্রশাসন ও জনপ্রতিনিধির একাংশ উৎসাহ হারিয়েছেন বলে অভিযোগ। ব্যাকওয়ার্ড রিজিওন ফান্ডেরও ১১ কোটি টাকা পড়ে। এতে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলির রাস্তা সংস্কার, রাস্তা নির্মাণ-সহ নানাবিধ উন্নয়ন কাজ করার কথা। বহুমুখী উন্নয়ন প্রকল্পের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন তৈরির কাজ পিছিয়ে। জেলাশাসক বলেন, “দুই প্রকল্পে অর্থবরাদ্দ বন্ধের সম্ভাবনা রয়েছে।”
|
পদযাত্রায় মৌসম নুর |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বাঁধের বেহাল রাস্তা সংস্কার বা ভাঙন রোধের ব্যবস্থা না-হওয়ায় বিপাকে চাঁচলের মহানন্দা পাড়ের বাসিন্দারা। চাঁচলে বাঁধের রাস্তা ও ভাঙন রোধের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে দলীয় কর্মীদের নিয়ে ২০ কিমি পদযাত্রা করলেন উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুর। রবিবার চাঁচল-২ ব্লকের কলকি মোড় থেকে স্বরূপগঞ্জ হয়ে ভবায় পদযাত্রা শেষ হয়। ফুলহারের ভাঙন রোধের দাবিতে গত শুক্রবার থেকে পদযাত্রা শুরু করেছেন মৌসম। মৌসম বলেন, “প্রিয়বাবু বাঁধের রাস্তা পাকা করেছিলেন। বাঁধের রাস্তাটি বেহাল। ভাঙন রোধেও টাকা দেওয়া হচ্ছে না। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বহু এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। রাজ্যকে সবই জানিয়েছি।”
|
নয়ানজুলিতে বাস উল্টে রায়গঞ্জে জখম ২০ যাত্রী |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পর্যটক বোঝাই বাস নয়ানজুলিতে পড়ে গিয়ে জখম হয়েছেন ২০ জন। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জ শহরের নেতাজিপল্লির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। গভীর রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাসটিকে নয়ানজুলি থেকে ক্রেনের সাহায্যে তোলার চেষ্টা হচ্ছে। পুলিশ জানায়, চার যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আহত যাত্রীদের উত্তর দিনাজপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসে ৩২ জন যাত্রী ছিলেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার ওই পর্যটকেরা গত ২ জানুয়ারি দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন। এদিন তাঁরা ফিরছিলেন। রায়গঞ্জের কাছে একটি ট্রাক ওভারটেক করার সময়ে পিছন থেকে ধাক্কা মারলে চালক নিয়ন্ত্রণ হারান বলে জানা গিয়েছে। বাসের যাত্রী সিদ্ধার্থশঙ্কর জানা বলেন, “বাসে ঘুমিয়ে পড়েছিলাম। আচমকা একটা প্রচণ্ড শব্দ শুনে দেখি আমাদের বাসটি নয়ানজুলিতে পড়ে গেল। কোনও রকমে প্রাণ নিয়ে উঠে এসেছি।”
|
দেহ উদ্ধার, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
তরুণীর দেহ উদ্ধার হল চোপড়ার দাসপাড়ায়। রবিবার সকালে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম রেণুকা খাতুন (১৮)। চোপড়ার দামদড়খুড়ি এলাকার জটারু মহম্মদের মেয়ে রেণুকার বিয়ে হয় মাত্র তেরো দিন আগে দাসপাড়ার সইদুল ইসলামের সঙ্গে। জটারুর অভিযোগ পেয়ে পুলিশ সইদুলকে গ্রেফতার করে।
|
জিটিএ-র দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দ্রুত গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রশন (জিটিএ) চুক্তি কার্যকর করার দাবি জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। রবিবার দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে ওই কথা জানান তিনি। তিনি বলেন, “এটা রিভিউ মিটিং। জিটিএ চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যত দ্রুত সম্ভব তা যাতে কার্যকর করা হয় সে ব্যপারে দাবি জানাব।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার দুপুরে দিল্লিতে সচিব পর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্র ও রাজ্যের সচিবদের পাশাপাশি রোশন গিরি থাকবেন। এ ছাড়াও দার্জিলিং পার্বত্য পরিষদের প্রশাসক অনিল বর্মাও থাকবেন।
|
দুর্ঘটনায় মৃত্যু |
গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের আনুমানিক বয়স ষাট বছর। তাঁর পরিচয় জানা যায়নি। এদিন রাতে ওই ব্যক্তি ৩১ নং জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ।
|
বিধায়কের চিঠি |
ঘোষপুকুর থেকে সলসলবাড়ি পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডর তৈরির কাজ দ্রুত শুরু করতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়। তিনি বলেন, “ঘোষপুকুর থেকে ধুপগুড়ি পর্যন্ত প্রায় ৮৭ কিলোমিটার রাস্তার জন্য জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারের কাছে দেওয়া হয়েছে।”
|
হস্তশিল্প মেলা |
আলিপুরদুয়ার রবীন্দ্র শিশু উদ্যানে রবিবার শুরু হল আট দিনের হস্তশিল্প মেলা। উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়। কোচবিহার ফোরাম ফর ডেভলপমেন্টের উপদেষ্টা সুখময় পাল জানান, কেন্দ্রের বস্ত্র মন্ত্রক ও ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফ্টের সহযোগিতায় এই মেলা। মেলায় পাট, বাঁশ, কাঠ-সহ বিভিন্ন সামগ্রীর হস্তশিল্প রয়েছে। বিভিন্ন জেলার শিল্পীরা মেলায় রয়েছেন। মোট ১৭টি স্টল রয়েছে। |
|