দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার পালিত হল সুবর্ণজয়ন্তী বর্ষ। অনুষ্ঠানের উদ্বোদন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দফতরের প্রতিমন্ত্রী চৌধুরীমোহন জাটুয়া। সুবর্ণজয়ন্তীতে একটি নতুন ভবনের উদ্বোধন হয়। সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ছিল নাচ, গান, আবৃত্তি, নাটকের অনুষ্ঠান।
|
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উদ্যাপন করছে শ্রীরামপুরের বিবেকানন্দ স্যোসাল ইউনিটি সেন্টার। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এলাকার কচিকাঁচা থেকে আরম্ভ করে বিভিন্ন বয়সের মানুষ তাতে সামিল হন। তাঁদের হাতে ছিল বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদামনির প্রতিকৃতি। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওই শোভাযাত্রা। সংগঠকরা জানান, শ্রীরামপুরের বিবেকানন্দ লেনে সংগঠনের কার্যালয়ের সামনে স্বামীজীর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সন্ধ্যায় মূর্তির আবরণ উন্মোচণ করেন বেলুড়মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সন্যাসী স্বামী পরিপূর্ণানন্দ। এর পরে ভক্তিগীতি পরিবেশিত হয়। আগামী ১২ তারিখেও স্বামিজীকে স্মরণ করা হবে নানা অনুষ্ঠানে। আগামী ১৪ তারিখ পরিবেশিত হবে গীতিনাট্য ‘রামকৃষ্ণের পথে নরেন্দ্রনাথ’।
|
জেলা যুবকল্যাণ দফতরের ব্যবস্থাপনায় রবিবার থেকে শুরু হল ‘হুগলি জেলা বিজ্ঞান মেলা’। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠে (বালক) ওই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এ দিন মেলার উদ্বোধন করেন হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ শুভ্রকুমার মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা যুবকল্যাণ দফতরের প্রতিনিধি দিলীপ দাস এবং দিলীপ যাদব। যুবকল্যাণ দফতর সূত্রে জানানো হয়েছে, জেলার বিভিন্ন স্কুলের ৭০ জন ছাত্রছাত্রী মেলায় যোগ দিয়েছে। বিজ্ঞান বিষয়ক ৭০টি মডেল প্রদর্শিত হচ্ছে। বিচারকরা সর্বোৎকৃষ্ট মডেলটি বেছে নেবেন। এ দিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী মেলায় ভিড় জমায়।
|
হাওড়ার বাগনানে খালোড় গোপীমোহন শিক্ষায়তনের মাঠে গত ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে বইমেলা। বাগনান বইমেলা কমিটির পরিচালনায় এবং বাগনান ব্লুস্টার সায়েন্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৮ তম এই বইমেলা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। এ বার মেলায় ৪০টি স্টল হয়েছে। নামীদামি সবরকম প্রকাশনই মেলায় হাজির। রয়েছে লিটল ম্যাগাজিনের স্টলও। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়, স্থানীয় বিধায়ক অরুণাভ সেন, আমতার বিধায়ক অসিত মিত্র, গোপীমোহন শিক্ষায়তনের প্রধান শিক্ষক অধীর মণ্ডল প্রমুখ। মেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। |