নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি ও জলপাইগুড়ি |
চালক নিয়ন্ত্রণ হারানোয় পিক আপ ভ্যান উল্টে পিকনিকে যাওয়া এক কিশোর-সহ ৩ জনের মৃত্যু হল। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির দোমহনি মোড় সংলগ্ন মরিচবাড়ির কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। ওই ঘটনায় আরও ১৮ জন জখম হয়েছে। ৩ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মৃতদের নাম সৌরভ সরকার (১৫), মনু দাস (২৬) এবং সিবক দাস (২২)। মৃত ও জখমেরা সকলেই ময়নাগুড়ির বাকালি এলাকার বালাপাড়ার বাসিন্দা। সৌরভ বাকালি শশধর হাই স্কুলের দশম শ্রেণিতে পড়ত। মনু ও সিবক সম্পর্কে আত্মীয়। |
দুর্ঘটনার পরে পালিয়ে যান গাড়ির চালক। এদিন সকালে ওই পিকআপ ভ্যান-সহ ৮টি ছোট বাড়িতে এলাকার বেশ কিছু কিশোর ও যুবক বাকালি থেকে কার্শিয়াঙের রোহিণীর উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিল ২২ জন। জাতীয় সড়কের ওঠার পরেই চালক নিয়ন্ত্রণ হারান বলে অভিযোগ। ভ্যানটি জাতীয় সড়ক লাগোয়া নয়ানজুলিতে উল্টে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই তিন জনের। বাকিদের বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বাসিন্দাদের অভিযোগ, চালক অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ির যাত্রীরা নাচগান করছিলেন। এক সময়ে গাড়ির চাকা আচমকা শূন্যে উঠে যায়। তার পরেই গাড়িটি উল্টে নয়ানজুলিতে গিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ওই ছোট গাড়ি থেকে প্রচুর মদের বোতল আটক করে। ময়নাগুড়ি থানার আইসি বিশ্বনাথ হালদার বলেন, “চালকের খোঁজ চলছে। তাকে পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে।” দুর্ঘটনায় জখম সুব্রত সরকার, মনোজ দাসরা বলেন, “একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি উল্টে গেলে সবাই ছিটকে পড়ি।” |