কামদাকিঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি গোল্ড কাপ প্রতিযোগিতার মূল পর্বে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে বহরমপুর ইলেভেন স্টার ও বেলডাঙা কোচিং ক্যাম্প (সিনিয়র) খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্য দিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মূল পর্বে উঠেছে লালবাগ বান্ধব সমিতি ও করিমপুর কেচুয়াডাঙা ক্লাব।
রবিবার বহরমপুর ইলেভেন স্টার ও বেলডাঙা কোচিং ক্যাম্প (সিনিয়র)-এর ফাইনাল খেলায় বেলডাঙা কোচিং ক্যাম্প (সিনিয়র) ১-০ গোলে জয়ী হয়। খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যে জয়ী দলের ফুটবলার ইকবাল শেখ এক মাত্র গোলটি করেন। ওই প্রতিযোগিতার বহরমপুর লোকসভা কেন্দ্রীক কমিটির আহ্বায়ক তুহিন দাস বলেন, “বহরমপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্র থেকে ১৬টি ফুটবল দল ওই প্রতিযোগিতায় অংশ নেয়। গত ১১ ডিসেম্বর থেকে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে খেলাগুলি চলেছে।” |
এর আগে শনিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রীক ওই প্রতিযোগিতার ফাইনালে বান্ধব সমিতি ৩-০ গোলে করিমপুরের কেচুয়াডাঙা ক্লাবকে হারায়। জয়ী দলের পক্ষে গোল করেন সুমন রহমান, তাপস মুরারি, কৌশিক বাগ। তিনটি গোলই খেলার প্রথমার্ধে হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রীক কমিটির আহ্বায়ক স্বপন ভট্টাচার্য বলেন, “গত ৭ ডিসেম্বর থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ১৬টি ফুটবল দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ৮টি দলের খেলা লালবাগ বান্ধব সমিতি ময়দানে এবং বাকি ৮টি দলের খেলা ইসলামপুরে এসডিএসএ মাঠে অনুষ্ঠিত হয়েছে।” |