টুকরো খবর |
বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ঘরের মধ্যে মিলল এক বৃদ্ধার মৃতদেহ। পাশের ঘর থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর ছেলে মিন্টু ঘোষকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার হরিণঘাটার ভাদুরতলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ভগবতী ঘোষ (৬৫)। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা শিল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা এগারোটা নাগাদ পাশের গ্রাম থেকে ভগবতীদেবীর এক আত্মীয়া এসে তাঁর রক্তাক্ত দেহটি দেখতে পান। তাঁর চিৎকারে পড়শিরা ছুটে আসেন। পুলিশ জানিয়েছে, ভগবতীদেবের মাথায় ক্ষতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবতীদেবী তাঁর ছোট ছেলে মিন্টুর সঙ্গে ওই বাড়িতে থাকতেন। তাঁর মেজো ছেলে কর্মসূত্রে পঞ্জাবে থাকেন। বড় ছেলে প্রায় বছর দশেক আগে মারা গিয়েছে। মিন্টু একটি বেসরকারি বাসের কন্ডাকটরের কাজ করেন। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “ঘটনাটি এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছেলেটি মাঝে মাঝেই মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করত। তাঁর স্ত্রীও সেই কারণেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তদন্ত শুরু করা হয়েছে।” মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
|
জাল নোট-সহ ধৃত স্কুল পড়ুয়া |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
|
নিজস্ব চিত্র। |
চার লক্ষ টাকার জাল নোট-সহ এক স্কুল ছাত্রকে শনিবার গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আরও ৩ যুবককে ধুলিয়ান ফেরিঘাট থেকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার সকালে কুম্ভকর্ণ মণ্ডল নামে ওই স্কুল পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি মলদহের অনুপপুর গ্রামে। একটি স্কুল ব্যাগে করে চার লক্ষ টাকার জাল নোট নিয়ে ঝাড়খণ্ডের পাকুড় যাওয়ার সময়ে পুলিশ তাকে ধরে। শনিবারই তাকে জঙ্গিপুর আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাকে জিজ্ঞাসাবাদ করেই ওই দিন দেওনাপুর চরের বাসিন্দা বাবর আলি ও কালিয়াচক মহব্বতপুরের বাসিন্দা রেজাউল হক ও রাকিব শেখকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রেজাউলের দাদা সেফাউল শেখকেও উত্তরপ্রদেশের কানপুর থেকে ১২ লক্ষ টাকার জাল নোট-সহ ধরা হয়েছে। রবিবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হলে তাদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
|
তৃণমূলে এলেন ৬ কংগ্রেস কর্মী |
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর |
নাকাশিপাড়ার বেথুয়াডহরি-১ পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ ৬ জন কংগ্রেস সদস্য রবিবার তৃণমূলে যোগ দিলেন। ওই পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে ছিল ১২টি। ২টি আসন ছিল সিপিএমের দখলে। ডিএসপির দখলে ছিল ১টি ও তৃণমূলের দখলে পাঁচটি আসন ছিল। এর মধ্যে কংগ্রেসের এক সদস্য মারা যান। রবিবার স্থানীয় একটি লজে যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উপস্থিতিতে ওই পঞ্চায়েতের ৬ কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ১১ জন। এ দিন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “কংগ্রেস নেতৃত্বের বিভিন্ন জোট বিরোধী কাজে বিরক্ত হয়েই ওঁরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্য দিকে, কুপার্স ক্যাম্প নোটিফায়েডের ৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দিলীপ দাস তৃণমূলে যোগ দিলেন। রবিবার একটি সভায় রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সাংসদ সুচারুরঞ্জন হালদার-সহ কয়েক জন বিধায়কের উপস্থিতিতে দিলীপবাবু ও বেশ কিছু কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন। ফলে ১২ আসনের ওই নোটিফায়েডে বর্তমানে কংগ্রেসের ১০ জন সদস্য এবং তৃণমূল কংগ্রেস ও সিপিএমের এক জন করে সদস্য রইলেন।
|
বিবেকানন্দের জন্মদিন উদযাপন |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উদযাপন এবং ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করল বহরমপুর টাউন ক্লাব। এ দিন ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ জন প্রতিবন্ধীকে ট্রাই-সাইকেল দেওয়া হয়। পরে আরও ১৮ জনকে ট্রাই-সাইকেল দেওয়া হবে হবে বলে জানানো হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা ক্লাবের সহ-সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, “স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উদযাপনে সারা বছর বিভিন্ন কর্মসূচী নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারই অঙ্গ হিসেবে এ দিন ১২ জন প্রতিবন্ধীর হাতে ট্রাই-সাইকেল দেওয়া হয়েছে।”
|
চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
ইয়ং গানস ক্লাবের পরিচালনায় দ্বিতীয় বর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। রানার্স হয়েছে চাকদহ নবারুণ সমিতি। রবিবার করিমপুর রেগুলেডেট মার্কেটের মাঠে ফাইনালে চাকদহ নবারুণ সমিতি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করে। জবাবে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ১৯ ওভারে ৫ উইকেটে ১৪২ রান করে। নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার মোট ৮টি দল এই টুর্নামেন্টে যোগ দেয়। খেলা শুরু হয় ৫ জানুয়ারি থেকে। অন্য দিকে ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১১-১২ মরসুমের জুনিয়র ক্রিকেট লিগ। এ বারের লিগে মোট ৯ টি দল অংশগ্রহন করছে বলে ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে।
|
পঞ্চদশ বঙ্গ সংস্কৃতি উৎসব |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
পঞ্চদশ বঙ্গ সংস্কৃতি উৎসব শুরু হল কল্যাণীর সেন্ট্রাল পার্কে। কল্যাণী টাউন হলের উদ্যোগে এই মেলা শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে ১০ দিন। এ দিন সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন আদ্যাপীঠের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই। উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক সুভাষ বসু, ক্লাবের সভাপতি স্মরণ আচার্য প্রমুখ। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। থাকছে গীতি আলেখ্য, নাটক, গান, তবলালহরা, সরোদবাদন ইত্যাদি।
|
স্কুলের তালা ভেঙে চুরি |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
স্কুলের তালা ভেঙে দু’টি কম্পিউটার, পাখা ও বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে বড়ঞার খরজুনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি হয়। স্কুলের প্রধান শিক্ষক রবিশঙ্কর মুখোপাধ্যায় বলেন, “লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে।” অন্য দিকে, শুক্রবার রাতে নওদার ডাঙাপাড়া মুক্তারপুর উচ্চ মাধ্যমিক স্কুলের দরজার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। স্কুল থেকে বাসন ও কাজগপত্র চুরি করে পালায় তারা। স্কুলের প্রধান শিক্ষক অঞ্জনকুমার রায় বলেন, “রাতের অন্ধকারে দরজা ভেঙে চুরি হয়েছে।”
|
পুষ্প প্রদর্শনী |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
|
শান্তিপুরে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী ও মেলা। শুক্রবার পাবলিক লাইব্রেরি ময়দানে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ও পুরপ্রধান অজয় দে, অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টেরা। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে তৈরি হয়েছে রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনার উপরে চিত্র প্রদর্শনী।
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে পলি মণ্ডল (৩৮) নামে এক মহিলার। ভরতপুরের বাসিন্দা ওই মহিলা শনিবার রাতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশের অনুমান। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দিন পলি কীটনাশক খান। তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
কংগ্রেস ছেড়ে তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
নদিয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্প নোটিফায়েডের ৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার দিলীপ দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার সন্ধ্যায় এলাকার এক সভায় রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সাংসদ সুচারুরঞ্জন হালদার সহ কয়েকজন বিধায়কের উপস্থিতিতে দিলীপবাবু সহ বেশ কিছু কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন। এর ফলে ১২ আসন বিশিষ্ট ওই নোটিফায়েডে বর্তমানে কংগ্রেসের ১০ জন সদস্য এবং তৃণমূল কংগ্রেস ও সিপিএমের একজন করে সদস্য রইলেন। দিলীপবাবু বলেন, “কংগ্রেস পরিচালিত বর্তমান বোর্ডের স্বজন পোষণ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোনও কাজ না হওয়ায় এবং দুর্নীতিমুক্ত বোর্ড গঠন করার জন্যেই দল ছেড়েছি। আমার সঙ্গে আরও বহু কংগ্রেস কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিল।” প্রদেশ কংগ্রেসের সদস্য দুলাল পাত্র ঘটনার প্রতিক্রিয়ায় জানান, “ভিত্তিহীন অভিযোগ। উনি নিজেই ওই সব কাজের সঙ্গে যুক্ত। এর ফলে দলে কোনও প্রভাব পড়বে না। ওখানকার মানুষ আমাদের সঙ্গে আছেন।”
|
বঙ্গ সংস্কৃতি উৎসব কল্যাণীতে |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
পঞ্চদশ বঙ্গ সংস্কৃতি উৎসব শুরু হল কল্যাণীর সেন্ট্রাল পার্কে। কল্যাণী টাউন হলের উদ্যোগে এই মেলা শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে ১০ দিন। এ দিন সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন আদ্যাপীঠের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই। উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক সুভাষ বসু, ক্লাবের সভাপতি স্মরণ আচার্য প্রমুখ। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। থাকছে গীতি আলেখ্য, নাটক, গান, তবলালহরা, সরোদবাদন ইত্যাদি।
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • হরিহরপাড়া |
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারাপদ লায়েক (৫৫)। শুক্রবার তাঁর হরিহরপাড়ার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার করা হয়।
|
আলোচনাচক্র |
বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে রবিবার রানাঘাটের দুর্গাদাস পল্লিতে রক্তের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপরে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। |
|