নিজের বাড়ির বিদ্যুৎ সংযোগ কাটালেন স্বয়ং ওমর
বিদ্যুৎ নেই এখনও, তুষারপাতে কাঁপছে কাশ্মীর
প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর। গত কয়েক দিনের তুষারপাতের জেরে উপত্যকার বিভিন্ন অংশে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের বেশ খানিকটা নীচে। পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে বিদ্যুৎ সংকটের জেরে। উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে এখনও বিদ্যুৎ নেই। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজের বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। এর ফলে যে বিদ্যুৎ বাঁচবে, তা হাসপাতাল-সহ অন্যান্য জরুরি পরিষেবায় ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি।
বরফে ঢাকা শ্রীনগর-বারামুলা রেলপথ।
বরফ জমে গত দু’দিন ধরে বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে। আজ তৃতীয় দিনেও তা যান চলাচলের জন্য খুলে দেওয়া যায়নি। বন্ধ রয়েছে কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগরক্ষাকারী জওহর গিরিপথও। গত কালের তুষারপাতের জেরে শ্রীনগরে রাতের তাপমাত্রা হিমাঙ্কের পাঁচ ডিগ্রি নীচে নেমে যায়। এই মরসুমে এটাই এখানকার সর্বনিম্ন তাপমাত্রা। কাশ্মীরের অন্যতম পর্যটক আকর্ষণ গুলমার্গেও পারদ নেমেছে হিমাঙ্কের প্রায় ষোলো ডিগ্রি নীচে। প্রবল ঠান্ডায় জলের পাইপ জমে গিয়ে ব্যাহত হয়েছে জল সরবরাহও। আগামী ২৪ ঘণ্টায় উপত্যকার কিছু অংশে ফের তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এর সঙ্গে রয়েছে বিদ্যুতের অভাব। কাশ্মীর উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় যে চারটি লাইনের মাধ্যমে, তুষারপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সবক’টিই। ফলে গত ২৪ ঘণ্টায় সম্পূর্ণ অন্ধকারে কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। এই অবস্থা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে সন্দিহাল বিদ্যুৎ সংস্থার কর্তারাও। তাঁদের মতে, পুরো ব্যবস্থা স্বাভাবিক করতে অন্তত আরও দু’দিন লাগবে। ঠান্ডা এবং বরফের জন্য মেরামতির কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
বাসভবনে সাংবাদিক সম্মেলনে ওমর।
এর মধ্যেই আজ কাশ্মীরের বিভিন্ন অংশে হাসপাতালগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিদ্যুৎ সংস্থা সূত্রের খবর, শ্রীনগর ফিরে ওমর দেখেন তাঁর নিজের বাড়িতে এবং অন্যান্য ভি আই পি অঞ্চলে বিদ্যুৎ রয়েছে। তখনই তিনি বিদ্যুৎ সংস্থার কর্তাদের নির্দেশ দেন ওই সমস্ত অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাসপাতাল এবং অন্যান্য জরুরি পরিষেবা চালু রাখা হোক। তবে, ওমরের নির্দেশ পালন করলেও কিছুটা ফাঁপরে বিদ্যুৎ সংস্থার কর্তারা। কারণ, ওমর যে অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন, সেই অঞ্চলে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা-সহ বহু গুরুত্বপূর্ণ আমলার বাসস্থান। ওই অঞ্চলে বিদ্যুৎ না থাকলে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আশঙ্কা বিদ্যুৎ সংস্থার কর্তাদের।
কাশ্মীরের পাশাপাশি আজ তুষারপাত দেখল পঞ্জাবের পাঠানকোট জেলাও। চল্লিশ বছরে এই প্রথম বরফ পড়ল এই অঞ্চলে যাকে ‘অস্বাভাবিক’ বলতে পিছপা হচ্ছেন না আবহাওয়া দফতরের কর্তারা। স্থানীয় বাসিন্দাদের কথায়, সকাল পাঁচটা থেকে শুরু হয়ে প্রায় দু’ঘণ্টা চলে তুষারপাত।

ছবি: পিটিআই


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.