টুকরো খবর |
ঠেক ভাঙায় দুষ্কৃতী-হুমকি |
বাপি মজুমদার • হরিশ্চন্দ্রপুর |
সকাল থেকে গভীর রাত হুল্লোড় চলত এলাকার পরিচিত দুষ্কৃতীদের। তার পর রাতে শুরু হত তাদের নানা অসামাজিক কাজ। পরিবেশ বিষিয়ে ওঠায় জোট বেঁধে সবকটি মদের আসর ভেঙে দিয়েছিলেন বাসিন্দারা। রেহাই মেলেনি তাতেও। মদের আসর তুলে দেওয়ার ‘অপরাধে’ দুষ্কৃতীদের পাল্টা হামলার ভয়ে তটস্থ বাসিন্দারা। মালদহ হরিশ্চন্দ্রপুরের ডাহুয়া এলাকার ঘটনা। মদের আসর ফের চালু করতে দিতে হবে বলে প্রতিনিয়ত হুমকি দেওয়ার পাশাপাশি সম্প্রতি একদল দুষ্কৃতী হামলাও চালায়। তাদের ছোড়া পাথরে দুজন জখম হন। ওই ঘটনার পর যে কোনও সময় দুষ্কৃতীরা ফের হামলা চালাতে পারে আশঙ্কা প্রকাশ করে তাঁদের বাঁচানোর জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা জেনে উদ্বিগ্ন পুলিশ-প্রশাসনও। নিয়মিত পুলিশি টহলের পাশাপাশি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। হামলায় জড়িত সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেছেন, এলাকার মদের ঠেকগুলি ভেঙে দেওয়ার পর থেকে দুষ্কৃতীরা তাণ্ডব চালানোর পাশাপাশি ফের সেগুলো চালু করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। অভিযোগ পেয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত ধরা হবে। ওই এলাকায় রাতে নিয়মিত টহল চলছে। বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভালুকা রোড স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে তুলসিহাটা গামী রাজ্য সড়কের উপর ডাহুয়া এলাকায় দীর্ঘদিন ধরেই ৩টি মদের আসর চলছিল। ক্রমশ সেগুলি লাগোয়া সমস্ত এলাকা দুষ্কৃতীদের আস্তানা হয়ে ওঠে। গভীর রাত পর্যন্ত আসরগুলিতে হইহুল্লোড় চলতে থাকায় পরিবেশ বিষিয়ে উঠেছিল। এ ছাড়া মেয়েদের উদ্দেশ্য করেও নানা অশোভন ইঙ্গিত, কটুক্তি করা হত বলেও অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা জোট বেঁধে ওই আসরগুলি বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আসর বন্ধ হতেই দুষ্কৃতীরা প্রতিনিয়ত হুমকি দিতে শুরু করে। সম্প্রতি রাতে তারা হামলা চালায়।
|
ডাইনি সন্দেহে খুন |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরে ডাইনি সন্দেহে খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার নন্দনপুর অঞ্চলের ধন্দাপাড়া গ্রামে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। নিহতের নাম সামিনা হাঁসদা (৫০)। বুধবার রাতে বাড়িতে একা পেয়ে তাঁকে গলায় ও মাথায় ধারাল অস্ত্রের কোপ দিয়ে খুন করা হয়। প্রতিবেশি লুথরা হাঁসদা ডাইনি সন্দেহে দলবল নিয়ে তার মাকে খুন করে বলে মৃতার মেয়ে মাঝিনা মার্ডি পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযুক্তরা পলাতক। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক নারায়ণ মজুমদার বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। তল্লাশি চলছে।” এক মেয়ে মাঝিনার বিয়ের পর ওই প্রৌঢ়া সামিনা দেবী স্বামী মঙ্গল মার্ডির সঙ্গে বসবাস করতেন। মঙ্গলবাবুর অভিযোগ, “বেশ কিছুদিন যাবৎ এলাকায় কেউ অসুস্থ হলে স্ত্রীকে ডাইনি আখ্যা দিয়ে লুথার-সহ কয়েক জন হুমকি দিচ্ছিল। প্রতিবাদ জানাতে অভিযুক্তরা চুপ করে গেলেও আসলে ওরা স্ত্রীকে খুনের মতলবে ছিল। টের পেলে বাড়ি ছেড়ে যেতাম না।” বুধবার পাশের গ্রামে মঙ্গল মেয়ের বাড়িতে যান। রাতে বাড়িতে একাই ছিলেন সামিনা। সেই সুযোগে অভিযুক্তরা তাকে একা পেয়ে খুন করে বলে অভিযোগ।
|
মারধরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের তপন হাই স্কুলে ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের নেতৃত্বে স্কুলছাত্ররা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ গিয়ে তদন্তের আশ্বাস দিলে আধ ঘণ্টা পরে অবরোধ ওঠে। পরিচালন সমিতি সভাপতির বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ করেন প্রধান শিক্ষক পুলক বসাক। পাল্টা অভিযোগ করেছেন সভাপতি তমিজুদ্দিন সরকার। স্কুল পরিচালন সমিতির সভার সিদ্ধান্তের নথি দেখতে চাওয়া নিয়ে ঘটনার শুরু। কংগ্রেস সমর্থক পরিচালন সমিতির সভাপতির অনুপস্থিতিতে ২৬ নভেম্বর স্কুল উন্নয়ন নিয়ে আরএসপি সমর্থক প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সম্পাদকেরা বৈঠকে সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। ওই সিদ্ধান্তের প্রতিলিপি প্রধানশিক্ষকের কাছে না-পেয়ে সভাপতি জেলা স্কুল পরিদর্শকের কাছে নালিশ করেন। এদিন বেলা ১২টা নাগাদ ফের সিদ্ধান্তের নথি দেখতে সভাপতি স্কুলে যান। প্রধান শিক্ষকের অভিযোগ, “সভাপতিকে সিদ্ধান্তের প্রতিলিপি পেতে আবেদন করতে বলি। স্কুলের সম্পাদক অনুমতি দিলে তবেই তা দেওয়া সম্ভব জানালে তিনি য় কলার ধরে আমাকে ঘুঁষি, লাথি মারতে থাকেন। সহকর্মীরা ছুটে এলে তিনি ঘর ছেড়ে চলে যান।” সভাপতি বলেন, “বৈঠকের সিদ্ধান্ত জানার অধিকার আমার রয়েছে। অথচ প্রধান শিক্ষক তা দেখাতে চাইছেন না। এ নিয়ে প্রতিবাদ করা হয়। বিষয়টি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে।”
|
তদারকিতে বিডিও-রা |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
সহায়ক মূল্যে ধান কেনার জন্য রাজ্য সরকার দায়িত্ব দিয়েছে কৃষি সমবায় সমিতি, ধানকল এবং থানা মার্কেটিং সোসাইটিকে। ধান কেনাবেচার তদারকি করবেন সংশ্লিষ্ট এলাকার বিডিওরা। হলদিবাড়িতে কৃষি সমবায়, ধান কল কিংবা মার্কেটিং সোসাইটি না-থাকায় কৃষকদের পাশাপাশি বিপাকে পড়েছেন প্রশাসনিক কর্তারাও। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির দাবি, রাজ্য সরকারের প্রতিনিধিকে এখানে এসে ধান কেনার ব্যবস্থা করতে হবে। পঞ্চায়তে সমিতির সভাপতি প্রাণেশ্বর মৈত্র বলেন, “আমাদের বক্তব্য ব্লক প্রশাসনকে জানিয়ে দিয়েছি।” হলদিবাড়ির বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন, “ওঁদের বক্তব্য কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।” এলাকার কৃষকদের অভিযোগ, দালাল চক্রের উৎপাতে ধান বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। রাজ্য সরকার মোটা ধান ১০৫০ টাকা এবং মিহি ধান ১১১০ টাকা প্রতি কুইন্টাল দরে কেনার কতা ঘোষণা করলেও ফড়েরা ৭৫০ টাকার বেশি দাম দিতে রাজি নন। গত রবিবার ধান কেনা নিয়ে অগ্নিগর্ভ হয় দেওয়ানগঞ্জের হাট। ওই হাটে ধান কেনা বন্ধ হয়ে যায়। হলদিবাড়ি থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিত সামাল দেয়। দেওয়ানগঞ্জের পর মঙ্গলবার হলদিবাড়ি হাটেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। নারায়ণ রায় নামে এক কৃষক অভিযোগ করেন, “আমরা জমির ফসল বিক্রি করে সবকিছু করি। তার যদি দাম ঠিকমত না পাই তাহলে কী করে সংসার চলবে?” অগ্রগামী কিসান সভার হলদিবাড়ি ব্লকের সম্পাদক কমল রায় এবং সারা ভারত কৃষক সভার হলদিবাড়ি ব্লক সম্পাদক ধর্মদেব রায় বলেন, “কৃষকের সুবিধার জন্য সরাসরি হাট থেকে ধান কেনা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”
|
অপসারিত পঞ্চায়েত সভাপতি ফের পদে |
নিজস্ব সংবাদদাতা • রতুয়া |
গোষ্ঠীদ্বন্দ্বে অপসারিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি। দলবিরোধী কাজে তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয় বলে দাবি নেতৃত্বের। সেই অপসারিত ও বহিষ্কৃত কংগ্রেস নেতাই পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন। মালদহের রতুয়া ১ পঞ্চায়েত সমিতিতে বৃহস্পতি বার ঘটনাটি ঘটে। এ দিন ছিল নতুন সভাপতি নির্বাচনের দিন। ১৫-১২ ভোটে জিতে সভাপতি হন মহম্মদ হেসামুদ্দিনই। ৭ কংগ্রেস সদস্যের পাশাপাশি ৭ বাম সদস্যও তার পক্ষে ভোট দেন। গত বছর অনাস্থায় হেরে অপসারিত হন তিনি। নয়া সভাপতি হন আরজাউল হক। বছর ঘুরতেই ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার নেয়। তারপর সম্প্রতি অনাস্থায় হেরে অপসারিত হন আরজাউল হকও।
|
বিধায়কের গাড়ি চুরি |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বাড়ি থেকে কংগ্রেস বিধায়ক সুশীল রায়ের গাড়ি চুরির ঘটনায় গাজলে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বুধবার রাতে গাজল থানা থেকে ৩০০ মিটার দূরে থানা রোডে বিধায়কের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দলের বিধায়কের গাড়ি চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকার কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। তিনি বলেন, “গাজলে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। এক বছরে গাজল থেকে ৫টি গাড়ি চুরি হয়েছে। পুলিশ একটি চুরির কিনারা করতে পারেনি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আমাদের বিধায়কের নতুন গাড়ি চুরি হয়ে গেল। পুলিশের নিস্ক্রিয়তায় গাজলে চোরের দৌরাত্ম্য বেড়েছে।”
|
উৎসবের উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কোচবিহার নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার জেলা ছাত্র যুব উৎসবের উদ্বোধন করলেন বনমন্ত্রী হিতেন বর্মন। যুব কল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উদ্বোধন করার কথা ছিল। অনুষ্ঠানে উপস্থিতি ছিল হাতে গোনা। প্রচারে ঘাটতির জন্য অনুষ্ঠানে ভিড় হয়নি বলে অভিযোগ। উদ্যোক্তারা স্কুল, কলেজগুলিকে আমন্ত্রণ জানাননি। ঘটনায় বিভিন্ন মহল ক্ষুব্ধ। উদ্বোধনে অন্য বার শোভাযাত্রা হলেও এ বার হয়নি। উৎসব কমিটির যুগ্ম সম্পাদক রাজীব নারায়ণ বলেন, “শেষ মুহূর্তে যুব কল্যাণ মন্ত্রীর সূচি বাতিল হয়। যুব কল্যাণ দফতরের কর্তাদের একাংশের উদাসীনতায় সকলকে ডাকতে সমস্যা হয়েছে।” কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয় দেখা হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, কোচবিহার ইন্ডোর স্টেডিয়াম, রবীন্দ্রভবন, রাজবাড়ি স্টেডিয়ামে শুক্রবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে।
|
রেল চালুর দাবি |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ডিসেম্বর মাসের মধ্যে নিউ কোচবিহার থেকে ধুবুরি পর্যন্ত রেল পরিষেবা চালুর দাবিতে রেলমন্ত্রীর হস্তক্ষেপ চাইল নিউ ময়নাগুড়ি যোগীঘোপা রেলপথ দাবি সমিতি। বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করে দাবি জানানো হয়। ২০১২-র মধ্যে নিউ ময়নাগুড়ি-ঘোগীঘোপা লাইনে ট্রেন চালু, এনজেপি-নিউ আলিপুরদুয়ার ডবল লাইনের দাবিও জানানো হয়। |
|