|
|
|
|
অবরোধ জাতীয় সড়কে |
ময়নাগুড়ি কলেজে মারপিট |
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
বাম ছাত্র মোর্চা এবং স্টুডেন্টস ফোরামের সমর্থকদের মারপিটের জেরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ময়নাগুড়ি কলেজ চত্বর। এদিনের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক এক ছাত্রকে জখম অবস্থায় ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কলেজ চত্বর থেকে ১ জন বহিরাগতকে আটক করেছে। ঘটনার প্রতিবাদে স্টুডেন্টস ফোরামের সমর্থকরা প্রায় এক ঘন্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ কর্তারা আশ্বাস দিলে দুপুর আড়াইটা নাগাদ অবরোধ উঠে যায়। কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “কলেজ চত্বরে দুই দল ছাত্রের মধ্যে মারপিট হয়েছে। কিন্তু কেন মারপিট হল সেটা বলতে পারব না। বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” |
|
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক। |
কলেজ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দাবিতে অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া নিয়ে বুধবার থেকে মোর্চা এবং স্টুডেন্টস ফোরামের সমর্থকদের মধ্যে গোলমাল শুরু হয়। বৃহস্পতিবার বাম মোর্চার সমর্থক ছাত্ররা অধ্যক্ষকে ঘেরাও করে অবস্থান আন্দোলন শুরু করে। বেলা ১টা নাগাদ সভার আয়োজন করে স্টুডেন্টস ফোরাম। ওই সময় দুই দল ছাত্রের মধ্যে প্রথমে বচসা পরে মারপিট শুরু হয়। তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট কমিটির সভাপতি কার্তিক রায় বলেন, “ছাত্রদের বিভিন্ন সভা করার সময় বাম মোর্চার সমর্থকরা আমাদের উপরে হামলা চালায়। ফোরামের সমর্থকদের মারধর করে। আমাদের সমর্থক দেবজিৎ চক্রবর্তী জখম হয়।” বাম ছাত্র মোর্চা পরিচালিত কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বাপি রায় বলেন, “বাম মোর্চার ছেলেরা অধ্যক্ষকে ঘেরাও করে করে অবস্থান আন্দোলন করছিল। ওই আন্দোলন ভেঙে দিতে স্টুডেন্টস ফোরামের সমর্থকরা হামলা চালায়। ওই আক্রমণে আমাদের ৫ জন জখম হয়েছে।” ময়নাগুড়ির আইসি বিশ্বনাথ হালদার বলেন, “ঘটনাস্থল থেকে ১ জন বহিরাগতকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।” |
|
|
|
|
|