|
|
|
|
নির্মাণ নিয়ে ক্ষোভ মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুর এলাকায় অবৈধ নির্মাণ নিয়ে ফের মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়িতে টি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ ব্যাপারে ক্ষোভ জানান। মঞ্চে নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “শিলিগুড়িতে আইন মেনে নির্মাণ হয় না। বেআইনি ভাবে অনেক বাড়ি হচ্ছে। কেউ ব্যবস্থা নেয় না। পুর কর্তৃপক্ষ এটা দেখবেন। আমরা কিছু দিন দেখব। তাঁরা ব্যর্থ হলে সরকার হস্তক্ষেপ করবে।” জমির সাইট প্ল্যান এসজেডি-র তরফে অনুমোদন করা হয়। সে ক্ষেত্রে ল্যান্ড ইউজেজ সার্টিফিকেট (এলইউসি) দেওয়া হয়। তাই এসজেডিএ’রও বিষয়টি দেখা দরকার যাতে নিয়ম মেনে নির্মাণ হয়। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান হয়েছে। ভবিষ্যতেও চলবে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।” এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্যের আগে দেবাশিসবাবু বলেন, “আগামী ১০০ বছরে শিলিগুড়ির পরিস্থিতি কী হবে তা এখন থেকে ভাবতে হবে। রাজ্য সরকার চাইছে বিভিন্ন দফতরের কর্তারা এলাকা ঘুরে বাসিন্দাদের অভাব অভিযোগ শুনবেন। সমস্যা নিয়ে কেউ অভিযোগ জানানোর আগে জটিলতা দূর করতে ব্যবস্থা নেওয়া হবে।” শহরের বিভিন্ন অবৈধ নির্মাণ নিয়ে বারবার অভিযোগ তুলেছেন গৌতমবাবু। কিছুদিন অভিযান চালানো হলেও ফের সেই প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে দেখে প্রশ্ন তুলেছেন মন্ত্রী। এ দিন হিলকার্ট রোডে, বিধান মার্কেট এলাকায় একাধিক অবৈধ নিমার্ণের অভিযোগ তোলেন তিনি। এমনকী পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না রেখে বাম জমানায় কী ভাবে হিলকার্ট রোডে সিপিএমের দলীয় কার্যালয় তৈরি হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “নিয়ম মেনেই নির্মাণ হয়েছে। আমাদের দলীয় কার্যালয়ে পার্কিংয়ের জায়গা রয়েছে। সিপিএমের অফিস নিয়ে না ভেবে গৌতমবাবু তাঁদের দলীয় কার্যালটি নিয়ম মেনে হয়েছে কি না তা ভাবুন।” টি পার্কে ওয়্যারহাউজ গড়তে অনেকেই জায়গা নিয়েছেন। বর্তমানে তাঁদের অধিকাংশের ওয়্যারহাউজ রয়েছে শিলিগুড়ি পুর এলাকায়। টি পার্কে কারবার চালু হলে শহরের জায়গাটি তাঁরা অনেকেই অন্য কাজে ব্যবহার করবেন। সে ক্ষেত্রে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা বাধ্যতামূলক করা হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। |
|
|
|
|
|