|
|
|
|
পরিকাঠামো উন্নয়নে সহায়তা |
শিলিগুড়িতে আসছে এডিবি প্রতিনিধি দল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, আর্থ সামাজিক উন্নয়নের সম্ভাবনা, পরিকাঠামোর বিভিন্ন দিক খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে আসছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-প্রতিনিধি দল। আগামী ১১ ডিসেম্বর এডিবি কর্তৃপক্ষের তরফে প্রায় ৮ জনের একটি প্রতিনিধি দল এসে পৌঁছবে শিলিগুড়িতে। শিলিগুড়ি ছাড়া জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন তাঁরা। সফরের পর কেন্দ্রের মাধ্যমে রাজ্যের নগরোন্নয়ন দফতরে রিপোর্ট দেবেন। সেই মতো বিভিন্ন পরিকল্পনা নিতে সাহায্য করবে তারা। সে কারণে এডিবি প্রতিনিধি দলের এই সফর গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দলে রয়েছেন অর্থনীতিবিদ তাসনিম মির্জা, কবিতা ইয়েঙ্গার, বাণিজ্য এবং শুল্ক বিভাগের আধুনিকরণ বিষয়ক পরিমর্শদাতা জেমস লেনাঘন, পরিবহণ বিভাগের প্রধান বিশেষজ্ঞ হিরয়াকি ইয়ামাগুচি। এডিবি কান্ট্রি ডিরেক্টর হান কিমেরও এই সফরে উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে। এডিবি প্রতিনিধি দলের উত্তরবঙ্গ এই সফরের ‘নোডাল এজেন্সি’ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। তারাই বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাবেন। বিভাগীয় কমিশনার, তিন জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও তারা দেখাকরার ইচ্ছে প্রকাশ করেছেন। এসজেডিএ চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিদলটি উত্তরবঙ্গ সফরে আসছে। বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত কী কী উন্নয়ন প্রয়োজন তারা খতিয়ে দেখবেন। এসজেডিএ’র তরফেও প্রতিনিধি দলের কাছে এসজেডিএ’র অধীনে থাকা বিভিন্ন এলাকায় সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার একটি প্রস্তাব দেওয়া হবে।” কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ-এর প্রতিনিধিরাও তাদের সঙ্গে দেখা করবেন। তাদের তরফেও এই এলাকার উন্নয়নের বিভিন্ন প্রস্তাব প্রতিনিধি দলের কাছে জানানো হবে। কোন এলাকাগুলি ঘুরবেন প্রতিনিধি দলটি? শিলিগুড়ি থেকে প্রতিনিধি দলটি ফুলবাড়ি ল্যান্ড কাস্টম স্টেশন (এলসিএস) পরিদর্শনে যাবে। ওই এলসিএস-এর মাধ্যমে আগামীতে বহির্বাণিজ্যে উন্নতির সম্ভাবনা বিষয়টি শুল্প দফতরের তরফে তাদের জানানো হবে। বিকেলে তারা জলপাইগুড়ি যাবেন। রাতে থাকবেন জলপাইগুড়ি সার্কিট হাইজে। ১২ ডিসেম্বর সকালে চ্যাংবান্ধা সীমান্ত পরিদর্শনে যাবেন। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বহির্বিণিজ্য এবং অন্য বিষয়ে উন্নয়ন সম্ভবনা নিয়ে আলোচনা করবেন। এ দিনই প্রতিনিধি দলটি জয়গাঁ পরিদর্শনে যাবেন। জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করবেন। ভূটান সীমান্ত পরিদর্শন করবেন। ভারত ভুটান বাণিজ্য ও অন্য বিষয়গুলি খতিয়ে দেখবেন। ১৩ ডিসেম্বর দিল্লি ফিরে যাবে দলটি। |
|
|
|
|
|