টুকরো খবর
স্কুলের টাকা তুলে নেওয়ার অভিযোগ
স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ করলেন স্কুলের পরিচালন সমিতির সম্পাদক। বড়জোড়া থানার হাটআশুরিয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক তৃণমূলের সামসুল রহমান মণ্ডল সোমবার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক বাড়িতে নেই। তাঁর সন্ধান করা হচ্ছে। সামসুলের রহমান মণ্ডলের অভিযোগ, “২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে ওই শিক্ষক অবসর গ্রহণ করেন। তার পরেও স্কুলের নামে ব্যাঙ্কের পাশবইটি তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। বার বার চাওয়া সত্বেও তিনি ফেরৎ দেননি। সম্প্রতি খবর পাই তিনি অবসরের পরে কয়েক লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলেছেন। ওই টাকা তিনি আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছি।” ওই শিক্ষকের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তাঁর ভাই সিপিএমের হাটআশুরিয়া লোকাল কমিটির সম্পাদক বানেশ্বর গুপ্ত বলেন, “দাদা ভুল করেছে। তবে এ ব্যাপারে থানায় অভিযোগ না করে আলোচনার মাধ্যমেও মিটিয়ে নেওয়া যেত।” তাঁর অভিযোগ, “রাজনৈতিক কারণে অযথা বড় করে দেখানো হচ্ছে।” জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনার কথা জানি না। খোঁজ নিয়ে দেখব।”

কেবল পাতা বন্ধের নির্দেশ
‘বিনা অনুমতিতে’ কেবল পাতার অভিযোগে একটি বেসরকারি টেলিকম সংস্থার কাজে বাধা দিল পূর্ত দফতর। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর-মেদিনীপুর অহল্যাবাঈ রাস্তার পাশে তুর্কিডাঙায় ঘটনাটি ঘটেছে। পূর্ত দফতর জানিয়েছে, রাস্তা ও তার দু’পাশের কিছু এলাকা তাদের মালিকানাধীন। অথচ ওই এলাকায় রাস্তার পাশে প্রায় আড়াইশো মিটার গর্ত করা হয়েছে লাইন পাতার জন্য। ঘটনাটি নজরে আসার পরে পূর্ত দফতরের বিষ্ণুপুর মহকুমার এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সেখানে গিয়ে ওই কাজ বন্ধ করতে নির্দেশ দেন। পূর্ত দফতরের বিষ্ণুপুর মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমিত চৌধুরীর অভিযোগ, “ওই বেসরকারি সংস্থা কেব্ল পাতার জন্য আবেদন করেছিল। কিন্তু আবেদন মঞ্জুর করার আগেই আমাদের না জানিয়ে রাস্তার পাশে কেব্ল পাতার জন্য গর্ত খোঁড়া হয়। আমরা ওদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি, সেই সঙ্গে গর্ত বুজিয়ে দিতে বলেছি।” এরপরে ওই সংস্থা গর্ত বোজানোর কাজ শুরু করে। তবে, ওই কাজে যুক্ত থাকা কর্মীরা এ ব্যাপারে কিছু বলতে চাননি।

শুভেন্দু আজ বাঘমুণ্ডিতে
যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী আজ শুক্রবার, বাঘমুণ্ডিতে আসছেন। গত রবিবার তিনি মাওবাদী উপদ্রুত বলরামপুরে পদযাত্রা করেছিলেন। আজ বাঘমুণ্ডিতে নিহত দলীয় কর্মী প্রধান সিং সর্দারের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করার কথা। স্থানীয় তনতন গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী প্রধান সিং সর্দার বাঘমুণ্ডি পঞ্চায়েতের সদস্য ছিলেন। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প তৈরি হওয়ার সময় এই যুব নেতা শ্রমিকদের নিয়ে আন্দোলন করেছিলেন। এই এলাকায় তখন ফরওয়ার্ড ব্লকের প্রভাব ছিল। ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর সকালে এলাকায় কিছু দুষ্কৃতী তাঁকে খুন করে। তা নিয়ে আজও রহস্য রয়েছে। তাঁর মৃত্যুর পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় সভা করেছিলেন। জেলা তৃণমূল যুব সভাপতি সুদীপ মুখোপাধ্যায় বলেন, “প্রধানের সেই লড়াইকে সম্মান জানাতেই তাঁর মূর্তি বসানো হচ্ছে।”

ওন্দায় অগ্নিকাণ্ড
ধানের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার মাঝ রাতে ওন্দা থানার বীরবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। আগুন লাগার ঘটনা জানার পরে গৃহকর্তা পড়শিদের সাহায্যে জল ঢেলে আগুন নেভান। এ ব্যাপারে বৃহস্পতিবার ওন্দা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

টাকা আত্মসাৎ
স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ করলেন স্কুলের পরিচালন সমিতির সম্পাদক। বাঁকুড়ার বড়জোড়া থানার হাটআশুরিয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

স্মারকলিপি
সরকারি মূল্যে ধান কেনার জন্য প্রতিটি পঞ্চায়েতে দু’টি করে শিবির খোলা-সহ নানা দাবিতে বৃহস্পতিবার হুড়ার বিডিও’কে স্মারকলিপি দিল কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.