বেআইনি ডিজেল অটো বন্ধ করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বেশ কিছু অটো চালক বনগাঁ-চাকদহ এবং বনগাঁ-বাগদা রোড অবরোধ করেন। এর জেরে ওই দু’টি রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে নাকাল হন বাসিন্দারা। অবরোধকারীদের দাবি, কিছু দিন আগে স্থানীয় কলমবাগান থেকে বেয়ারা পর্যন্ত একটি অটো রুট চালু হয়েছে। ওই রুটের অটো ডিজেলে চলেছে। ডিজেলচালিত অটো বেআইনি। কয়েক দিন আগে ওই রুটের অটো বন্ধ করার দাবিতে বাস মালিক-শ্রমিক ও অটোচালকেরা বন্ধ পালন করেন। |
বনগাঁর মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, দফতরের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার পরে বন্ধ তুলে নেওয়া হয়। সঞ্জয়বাবু বলেন, “ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নতুন করে কোনও বেআইনি ডিজেল অটো চালাতে দেওয়া হবে না। আপাতত সে বিষয়ে সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁতে কয়েকশো বেআইনি অটো আছে। কিন্তু ওই বেআইনি অটো বন্ধ করে দিলে পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে। ওই অটোগুলিকে গ্যাসচালিত করে বৈধ করার বিষয়ে প্রশাসনের কর্তারা চিন্তাভাবনা করছেন।
কমলবাগান থেকে বেয়ারা পর্যন্ত ন’টি অটো চলে। সেগুলি এত দিন বন্ধ ছিল। বুধবার থেকে তা ফের চালু হয়। এরই প্রতিবাদে অবরোধ করে মতিগঞ্জ এলপিজি অটোরিক্সা ইউনিয়ন। অবরোধকারী অটো চালক বিশ্বজিৎ অধিকারী, নির্মল কুণ্ডু, সুবল পালেরা বলেন, “আমরা ব্যাঙ্কঋণ নিয়ে পারমিট বের করে অটো চালাচ্ছি। আমরা বেশি যাত্রী তুলি না। অথচ বেআইনি অটো বেশি লোক তুলছে। বেআইনি অটো বেড়ে যাওয়ায় আমাদের লোকসান হচ্ছে।”
মহকুমাশাসক সঞ্জয়বাবু অবশ্য বেআইনি অটো চালানোর খবর পেয়ে বিষয়টি এসডিপিও (বনগাঁ) জয়ন্ত মুখোপাধ্যায়কে নির্দেশ দেন। জয়ন্তবাবু ফোনে অবরোধকারীদের ওই রুটে বেআইনি অটো চালানো বন্ধ থাকবে বলে আশ্বাস দেওয়ার পরে অবরোধ তুলে নেওয়া হয়। |