টুকরো
পরিস্রুত জল-প্রকল্পের সূচনা তমলুকে
তমলুকে জল প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী ফিরহাদ হাকিম
শহরবাসীদের পরিস্রুত পানীয় জল-সরবরাহের জন্য তমলুক পুর-এলাকায় বহু প্রতীক্ষিত জল-প্রকল্পের উদ্বোধন হল বৃহস্পতিবার। উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন শহরের ধারিন্দায় উদ্বোধনী অনুষ্ঠানে ফিরহাদ বলেন, “কলকাতার পাশাপাশি রাজ্যের ছোট-বড় সব শহরের বাসিন্দাদের পরিস্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে জল-প্রকল্পগুলি দ্রুত রূপায়ণে জোর দিয়েছে নতুন সরকার। রাজ্যে গত দু’বছর ধরে ২৩টি জল-প্রকল্পের কাজ নানা কারণে আটকেছিল। আমরা ওই প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা চালাচ্ছি।”জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগেই পূর্ব মেদিনীপুর জেলার সদর-শহর তমলুকে তিনটি নতুন জলাধার তৈরি করা হয়েছে। প্রকল্প রূপায়ণে প্রায় ১৫ কোটি টাকা খরচ হয়েছে। এর ফলে শহরে পানীয় জলের সমস্যা অনেকটা কমবে বলেই মনে করছেন পুরপ্রধান দেবিকা মাইতি। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ অনুসন্ধান দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, “তমলুক শহরের জনসংখ্যা দ্রুত বাড়ছে। সে দিকে লক্ষ্য রেখে রূপনারায়ণ নদী থেকে জল উত্তোলন করে পরিশোধনের মাধ্যমে সরবরাহের নতুন পরিকল্পনাও নেওয়া হয়েছে।”

এগরায় শুরু হল নাট্যোৎসব
নাট্যোৎসবের সূচনা এগরায়। ছবি: কৌশিক মিশ্র।
শুরু হল এগরা কৃষ্টিচক্রের ৩৪ তম নাট্যোৎসব। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়। ছিলেন ‘গ্রুপ থিয়েটার’ পত্রিকার সরোজ পাল, সুকুমার পাহাড়ি-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এগরা শহরে সেচ-দফতরের মাঠে আয়োজিত এই নাট্যোৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। স্থানীয় ‘রমাপ্রসাদ বণিক মঞ্চে’ চার দিনে মোট আটটি নাটক হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয়েছে রমাপ্রসাদ বণিক সম্পাদিত ও নির্দেশিত ‘পটলবাবু ফিল্মস্টার’। আজ, শুক্রবার হবে হাওড়ার অনুযুগ প্রযোজিত ‘যাত্রী’, কলকাতার ঊহিনী নাট্যগোষ্ঠী-র ‘লাস্ট লোকাল’, দক্ষিণেশ্বরের সৌভিক সাংস্কৃতিক চক্র-এর ‘ইস্টিকুটুম’। ১০ নভেম্বর মঞ্চস্থ হবে তিনটি একাঙ্ক নাটক, বরানগরের এবং নাট্যসংস্থা প্রযোজিত ‘অন্ধগলির রাজা’, ইছাপুরের আলেয়া-র ‘ইচ্ছেডানা’ এবং শান্তিপুরের সাংস্কৃতিক-এর ‘ফিরে দেখা’। আয়োজকদের তরফে জানানো হয়েছে, উৎসবের শেষ দিনে, ১১ ডিসেম্বর জেলার প্রবীণ নাট্যব্যক্তিত্ব সতুগোপাল ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হবে। ‘কেন নাটক’ শীর্ষক এক আলোচনাসভায় উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব তীর্থঙ্কর চন্দ, কৌশিক চট্টোপাধ্যায় ও রক্তকমল দাসগুপ্ত। পরে মঞ্চস্থ হবে বহরমপুর রঙ্গাশ্রম-এর নাটক ‘সন্তাপ’।

চ্যাম্পিয়ন মেদিনীপুর
মেদিনীপুর কলেজের খেলোয়াড়েরা
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২৬ তম আন্তঃমহাবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হল মেদিনীপুর কলেজ। দু’দিনের প্রতিযোগিতায় তারা মোট ৬৫ পয়েন্ট পেয়েছে। পুরুষ বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন মেদিনীপুর কলেজেরই জিতেন ধল। মহিলা বিভাগে যুগ্মভাবে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন মেদিনীপুর কলেজের কল্যাণী প্রামাণিক ও পাঁশকুড়া কলেজের মীনাক্ষী পাল। বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। বৃহস্পতিবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের ডিন সুবীরকুমার বসু, ক্রীড়া আধিকারিক সুহাসকুমার বারিক প্রমুখ।

হলদিয়ায় ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ
শিল্প-শহর হলদিয়ার কারখানায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের সংঘর্ষের চেহারা নিল। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছিল হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে। বচসা চলছিল তৃণমূলপন্থী শ্রমিকদের দু’টি গোষ্ঠীর মধ্যে। বচসা থেকেই বিকেলে মারামারি বাধে। দু’গোষ্ঠীর তিন জন গুরুতর জখম হন। তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের একটি অফিস। সংগঠনের নেতা রবীন্দ্রনাথ খাটুয়ার অভিযোগ, “সিপিএম থেকে আমাদের দলে সদ্য যোগ দেওয়া কয়েক জন হামলা চালিয়েছে।” হলদিয়ার তৃণমূল বিধায়ক শিউলি সাহার পাল্টা অভিযোগ, “ওই কারখানায় আমাদের সংগঠনই রেজিস্ট্রেশন পেয়েছে। কিন্তু দলের শ্রমিক শাখার রাজ্য নেতৃত্ব উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অনুমোদন দিচ্ছেন না। উল্টে আমাদের ছেলেদের মারধর করা হচ্ছে।” রবীন্দ্রনাথবাবুদের সংগঠনের বিরুদ্ধেই অভিযোগ বিধায়ক-গোষ্ঠীর। ক্ষব্ধ বিধায়কের মন্তব্য, “এ ভাবে একের পর এক কারখানায় আমাদের ছেলেদের মারধর করা হবে, তা মেনে নেওয়া হবে না।”

খবর যুব উৎসবে বিভ্রান্তি
খেজুরি-১ ব্লকে বৃহস্পতিবার সূচনা হল ব্লক ছাত্রযুব উৎসবের। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। উপস্থিত ছিলেন খেজুরি-১ ব্লক উন্নয়ন আধিকারিক অরুময় ভট্টাচার্য, ভারপ্রাপ্ত ব্লক যুব-আধিকারিক মানস বল প্রমুখ। বুধবারই দু’দিন-ব্যাপী ছাত্রযুব উৎসবের সূচনার কথা ছিল। কিন্তু ত্রি-স্তর পঞ্চায়েতের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াই ভারপ্রাপ্ত ব্লক যুব-আধিকারিক উৎসবের দিন ঠিক করায় এবং উৎসব নিয়ে তেমন প্রচার না থাকায় কেউ উপস্থিত হননি। সে দিনের মতো বাতিল হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার উদ্বোধন হলেও অনুষ্ঠান দু’দিনের বদলে হচ্ছে এক দিনের।

নালিশ পুলিশে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরে বিয়ে করতে অস্বীকার করায় ‘প্রেমিক’ স্বপন মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক তরুণী। এ ঘটনা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের। তরুণীর অভিযোগ, সুকুরুল্লাপুর গ্রামের স্বপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বপন তাঁর সঙ্গে সহবাস করেন। সম্প্রতি স্বপন বিয়ে করতে অস্বীকার করছেন। ওই তরুণী থানায় অভিযোগ করার পরে বুধবার পুলিশ তাঁকে কাঁথি আদালতে হাজির করে। ওই তরুণী বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন। অভিযুক্ত পলাতক।

কংগ্রেসের ডেপুটেশন
সহায়ক-মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা, নির্ধারিত দামে চাষিদের সার সরবরাহ-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার কাঁথি ৩-এর বিডিও নিশান্ত মুখোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দিল ব্লক কংগ্রেস কমিটি। সংশোধিত বিপিএল তালিকা প্রকাশ, ব্লকের বেহাল রাস্তাঘাটের সংস্কারের দাবিও জানানো হয়। নেতৃত্ব দেন ব্লক কংগ্রেস সভাপতি রাজদুলাল নন্দ। ছিলেন পঙ্কজ ভুঁইয়া, সুকুমার গিরি প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.