|
|
|
|
কাজ দেখতে হাজির রেলের প্রতিনিধিরা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জমি-জটে হাওড়ার সাঁকরাইল থেকে হলদিয়ায় স্থানান্তরিত রেলের ডিএমইউ কোচ নির্মাণ-প্রকল্পের কাজ পরিদর্শনে এলেন রেলবিকাশ নিগম-এর প্রতিনিধিরা। বৃহস্পতিবার হলদিয়ার হাতিবেড়িয়ার কাছে প্রকল্প-এলাকা ঘুরে দেখে চার সদস্যের প্রতিনিধিদল। কারখানা-নির্মাণের বরাত পাওয়া সংস্থার কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখাই ছিল প্রতিনিধি দলের উদ্দেশ্য। সাঁকরাইলে ‘কোচ কারখানা’ গড়তে বাধা পেয়ে গত বছর তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত কারখানাটি হলদিয়া স্টেশনের পাশে রেলের অধিগৃহীত ৪০০ একর জমিতে সরিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রাথমিক পর্যায়ে ডিএমইউ ইঞ্জিনের কারখানা গড়ে ওঠার কথা ৪৬ একর জমিতে। তার পর ধীরে ধীরে গড়ে তোলা হবে সম্পূণর্র্ ‘কোচ কারখানা’। যার জন্য বরাদ্দ আরও ৫২ একর জমি। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রস্তাবিত এই প্রকল্পের শিলান্যাস করেন। ৯৮ কোটি ১৮ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয় গত ২৮ অগস্ট। বরাত পায় ‘প্রেমকো ইঞ্জিরিয়রিং’ সংস্থা। প্রস্তাবিত প্রকল্পের কাজ চলছে। এ দিন সেই কাজই খতিয়ে দেখতে আসেন রেল বিকাশ নিগম-এর মুখ্য প্রকল্প ম্যানেজার রাজেশ প্রসাদ, জয়েন্ট জেনারেল ম্যানেজার হরসিমরাম সিং, এজিএম সুব্রত সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর (মেকানিক্যাল) ডি ঘোষরায়। তাঁদের সঙ্গে ছিলেন ‘প্রেমকো’-র ম্যানেজিং ডিরেক্টর প্রেমকুমার নিহালা, প্রেসিডেন্ট (অপারেশন) তরুণ কুমার প্রমুখ। নিগমের প্রতিনিধিরা ব্যাচিং প্ল্যান্ট, পাইলিং প্যা-সহ গোটা চত্বর ঘুরে দেখেন। নিগমের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেকানিক্যাল) ডি ঘোষরায় বলেন, “যে ভাবে কাজ এগোচ্ছে তা সন্তোষজনক। আমাদের আশা, ১৫ মাসের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।” পরে প্রতিনিধিরা প্রকল্প-অফিসে গিয়ে বৈঠকও করেন।
|
|
|
|
|
|