|
|
|
|
পর্ষদ-কর্তাকে হুমকি, অভিযুক্ত তৃণমূল নেতা |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিসে ঢুকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মেমারি পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা দলের শিক্ষা সেলের জেলা সভাপতি স্বপন ঘোষালের বিরুদ্ধে। বৃহস্পতিবারের এই ঘটনায় স্বপনবাবু অবশ্য হুমকির অভিযোগ অস্বীকার করে জানান, ওই আধিকারিক গৌরীশঙ্কর দাস অফিসে আইএনটিটিইউসি-র পোস্টার ছিঁড়ে ফেলেছেন, এ কথা শুনে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তার বেশি কিছু ঘটেনি।
গৌরীশঙ্করবাবুর অভিযোগ, “জনা দশেক লোক নিয়ে এ দিন আমার চেম্বারে ঢোকেন স্বপনবাবু। একটি তালিকা দিয়ে বলেন, এ বার মাধ্যমিক পরীক্ষার বোর্ড নমিনি বা পরীক্ষা পরিচালকদের নিয়োগ করতে হবে ওই তালিকা থেকে। আমি তা মানতে না চাইলে উনি আমাকে খুন করা-সহ নানা হুমকি দেন। নিগ্রহের চেষ্টাও হয়। আমার দফতরের কর্মীরা এসে তাদের আটকান। এর পরেই ওরা পালিয়ে যায়।” |
|
মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিস। নিজস্ব চিত্র। |
স্বপনবাবু জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলার পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির জন্য এই আঞ্চলিক অফিস থেকে পরিচালক নিয়োগ হবে। গৌরীশঙ্করবাবুর দাবি, স্বপনবাবু জানান, তাঁর দেওয়া তালিকা থেকে চার জেলায় পর্যবেক্ষক নিয়োগ করতে হবে। তিনি বলেন, “আমি পুলিশকে এই ঘটনার কথা মৌখিক ভাবে জানিয়েছি। জেলাশাসক ও রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে লিখিত ভাবে জানাব। তাঁরা বললে আমি লিখিত অভিযোগ করব।” বর্ধমান থানা সূত্রে জানানো হয়েছে, পর্ষদ অফিসে পুলিশ পৌঁছনোর আগেই অভিযুক্তেরা চলে যায়। পুলিশ অধিকর্তার সঙ্গে কথা বলে ফিরে যায়। বর্ধমান থানার আইসি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই তদন্ত শুরু করা যায়নি।”
এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের শিক্ষক সংগঠন স্যাগেসাস টিচার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সহ-সম্পাদক অনুপ ভট্টাচার্য, বর্ধমান শহর তৃণমূল শিক্ষা সেলের আহ্বায়ক অতনু নায়েক থেকে ওয়েস্টবেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক রথীন মল্লিক, সকলেই। রথীনবাবু বলেন, “সরকার শিক্ষাক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ ঘটবে না বলে জানিয়েছে। তাই এমন ঘটনা নিন্দনীয়। প্রশাসনের উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া।” অনুপবাবুর কথায়, “এমন গোলমাল যারা করেছে, দলের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” অতনুবাবু আবার বলেন, “সরকারি অফিসে ঢুকে আধিকারিককে নিগ্রহের চেষ্টা অন্যায়। আমরা সংগঠনের রাজ্য নেতৃত্বকে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে বলব।”
স্বপনবাবুর অবশ্য দাবি, তিনি কোনও তালিকা দেননি। তিনি বলেন, “বর্ধমানের টাউন হলের একটি কর্মশালা থেকে ফিরছিলাম। তখন দেখি, গৌরীবাবুর সঙ্গে আইএনটিটিইউসি-র কয়েক জনের বচসা হচ্ছে। সংগঠনের কিছু পোস্টার ওই অধিকর্তা ছিঁড়ে দিয়েছেন, এমন অভিযোগ শুনে আমি তার প্রতিবাদ জানাই। এর বেশি কিছু হয়নি। নিজেকে বাঁচাতে তিনি এখন গল্প বানাচ্ছেন।” পর্ষদের এক কর্মী অপূর্ব ঘোষেরও দাবি, “আমাদের সংগঠনের পোস্টার ছেঁড়ার প্রতিবাদেই স্বপনবাবুর সঙ্গে গৌরীবাবুর বচসা বাধে।” |
|
|
|
|
|