রবিবার, ২৭ নভেম্বর পর্যন্ত রাসমেলার সময় সীমা বাড়ানোর দাবি উঠেছে কোচবিহারের বিভিন্ন মহলে। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলাশাসকের সঙ্গে দেখা করে মেলার মেয়াদ তিন দিন বাড়িয়ে রবিবার পর্যন্ত করার আর্জি জানান। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতিও একই দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দেয়। পুর কর্তৃপক্ষের তরফেও মেলার মেয়াদ বাড়ানোর দাবি জানানো হয়েছে। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “২৪ নভেম্বর মেলা শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন মহল থেকে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে। তা নিয়ে পুলিশ সুপারে সঙ্গে কথা বলব। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” বুধবার পাতলাখাওয়ার জ্ঞানদীপ প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩৫ জন শিশু কিশোরকে রাসমেলা ঘুরে দেখান স্কুল কর্তৃপক্ষ।
|
কলেজের পরীক্ষায় পাস করতে না পেরে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক কলেজ ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুরে ফার্ম কলোনির বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, মৃতের নাম পায়েল কর্মকার। ইসলামপুর কলেজে বিএ প্রথম বর্ষে ভূগোল নিয়ে পড়তেন। মঙ্গলবার ইন্টারনেটে ফল জানতে পারেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ি ফিরে পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, পরীক্ষার ফল খারাপ হওয়ায় মানসিক অবসাদে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।
|
মাদ্রাসার জায়গায় ঘর তৈরি করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জখম হল ১৫ জন। বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ঠুটিপোখর এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, মাদ্রাসার জায়গায় ঘর তৈরি করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাধা দিলে তারা গোলমাল করেন। তা নিয়ে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে গোয়ালপোখর এবং চাকুলিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ঘটনায় অন্তত ১৫ জন জখম হয়েছেন। বাসিন্দাদের দাবি পড়ুয়াদের সুবিধার জন্য কাজ হচ্ছিল।
|
ছোট গাড়ির সঙ্গে গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম মহম্মদ সাকির (৩৫)। বাড়ি ওই এলাকায়। এ দিন দুপুরে গরুর গাড়িতে ধান বোঝাই করে নিয়ে আসছিলেন মহম্মদ সাকির এবং তাঁর ভাই সাহ আলম। সে সময় উল্টোদিক থেকে আসা ছোটগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের গাড়িতে। সাকির, তাঁর ভাই এবং গরুর গাড়ির চালক আখতার জামাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় মহম্মদ সাকিরের। বাকি দুই জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘাতক ছোট গাড়িটিকে পুলিশ আটক করেছে। চালক পলাতক।
|
দিনহাটায় আইন অমান্য আন্দোলনে ফরওয়ার্ড ব্লক পাশে না থাকায় কর্মসূচিতে লোক টানতে দলের লোকাল কমিটির সম্মেলন বাতিল করল কোচবিহার জেলা সিপিএম নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার বেলা ১২ টায় দিনহাটায় মহকুমাশাসকের দফতরের সামনে আইন অমান্য কর্মসূচি নিয়েছে জেলা বামফ্রন্ট। ফরওয়ার্ড ব্লক পূর্ব ঘোষণা মতো এই কর্মসূচিতে সামিল হচ্ছে না। তাতে শরিক দলের জেলা সম্পাদক তথা বিধায়কের খাসতালুকে নজরকাড়া জমায়েত করা সিপিএমের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ঝুঁকি না নিয়ে নয়ারহাটে লোকাল কমিটির সম্মেলন বাতিল করতে স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন জেলা সিপিএম নেতৃত্ব। পাশাপাশি ওই দিন গীতালদহ, মাতালহাটের লোকাল সম্মেলনের সময়সূচিও বদলানো হয়েছে যাতে আইনঅমান্য কর্মসূচিতে যেতে পারে স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা। দলের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বেনু বাদল চক্রবর্তী বলেন, “রাজ্য বামফ্রন্টের কর্মসূচি মেনে নজরকাড়া জমায়েত হবে বলেই আমরা আশাবাদী। সমর্থকরা যাতে আসতে পারেন সে জন্য নয়ারহাটের লোকাল কমিটির সম্মেলন পিছিয়ে পরের দিন করতে বলা হয়েছে। গাতালদহ বা মাতালহাটে সময় বদল করা হলে সেখানে সম্মেলন হচ্ছে।”
|
মিড ডে মিলে নিম্নমানের চাল রান্নার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার আমবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় ২ ঘণ্টা ধরে বিক্ষোভের চলে। তার পরে চাল বদল করার প্রতিশ্রুতি দেন স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি। ছাত্রছাত্রীদের থেকে পরীক্ষার ফি নেওয়া হবে না বলে আশ্বাস দেন প্রধান শিক্ষক। বাসিন্দারা জানানা, স্কুলের ৪৫০ জন ছাত্র ছাত্রীকে ১ মাস ধরে পোকা আর দুর্গন্ধে ভরা চাল রান্না করে খাওয়ানো হচ্ছে। তাতে অনেকে অসুস্থ হচ্ছে। প্রধান শিক্ষক কিশোরী ঠাকুর বলেন, “প্রশ্ন পত্র ছাপানোর জন্য য সামান্য টাকা চাওয়া হয়েছিল আপত্তি থাকায় তা আর নেওয়া হবে না।”
|
প্রকল্পে বরাদ্দ নির্দিষ্ট অর্থেই বিভিন্ন ক্ষেত্রে নির্মাণকাজ সম্পূর্ণ করার কথা জানালেন বিধানসভার অর্থ, উন্নয়ন ওপরিকল্পনা, আবগারী ও উত্তরবঙ্গ উন্নয়ন বিষয়ক কমিটির প্রতিনিধিরা। বুধবার কমিটি সদস্যরা কোচবিহারের মধুপুরে তোর্সার নদী ভাঙন এলাকা, রবীন্দ্রভবন, রাজবাড়ি এবং দু’টি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। বরাদ্দ টাকা খরচের পরেও জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ শেষ হয়নি জেনে ক্ষুব্ধ চেয়ারম্যান জটু লাহিড়ি।
|
বালুরঘাটে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর মোবাইল ফোন পরিষেবা বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরের পর থেকে মোবাইলের নেট ওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়েছে বলে গ্রাহকদের অভিযোগ। তাতে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। |