|
|
|
|
উত্তরবঙ্গের উন্নয়ন |
ছ’জেলায় অর্ধসমাপ্ত প্রকল্প শেষ করায় জোর রাজ্যের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উত্তরবঙ্গের ছ’জেলায় অর্ধসমাপ্ত হয়ে পড়ে থাকা ৩৬১টি প্রকল্প সম্পূর্ণ করায় জোর দিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।
বুধবার মহাকরণে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের এক বৈঠকের পরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানান, আটকে থাকা প্রকল্পগুলির জন্য উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের ‘পিএল অ্যাকাউন্ট’-এ ৫৩ কোটি টাকা পাঠানো হয়েছে। পুরনো প্রকল্পগুলির অগ্রগতি কতটা হয়েছে, সে
ব্যাপারে নিয়মিত ছবি সংবলিত সিডি পাঠাতে বলা হয়েছে জেলাশাসকদের।
রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে গৌতমবাবুর দাবি, “গত আর্থিক বছরে ওদের ৬০ কোটি টাকা দেওয়ার কথা ছিল। দিয়েছিল ৪৯ কোটি। আমরা ক্ষমতায় এসে জুলাই মাসেই সেই ১১ কোটি টাকা দিয়ে দিয়েছি। কয়েকটি জেলার খুব
খারাপ অবস্থা। যেমন মালদহ।
কোনও প্রকল্পের কাজ শুরু হয়নি। আশা করা যায়, কিছু প্রকল্প আগামী মার্চ মাসে আর কিছু এপ্রিল মে-মাসে হয়ে যাবে।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আরও ৮৪টি নতুন প্রকল্প হচ্ছে। এ জন্য আইন দফতর ইতিমধ্যে ৫ কোটি টাকা দিয়েছে। মাটিগাড়ায় একটি সেতু তৈরি হবে। পর্যটনের উন্নতিতে মূর্তি বনাঞ্চল লাগোয়া এলাকায় ৬৭টি ‘রিসর্ট’ হবে। সে জন্য রাজ্য সরকার প্রায় সাড়ে তিন কোটি টাকা দিচ্ছে। পাহাড়ের পর্যটনের উন্নতিতে দেওয়া হচ্ছে আরও আড়াই কোটি টাকা। চিলাপাতায় ৮টি জঙ্গল-গ্রামে পর্যটকদের থাকার ব্যবস্থা হবে। সেই প্রকল্পে খরচ করা হবে ৬ কোটি টাকা।
পাশাপাশি, উত্তরবঙ্গের স্বাস্থ্য-ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকার বিশেষ ভাবে নজর দিচ্ছে বলেও দাবি করেছেন গৌতমবাবু। মন্ত্রী জানান, কোন হাসপাতালে, কী কিনতে হবে--তার তালিকা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলাশাসকদের কাছে চেয়ে পাঠানো হয়েছে। ‘পারচেজ কমিটি’কে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। পুরো তালিকা পেলে আরও টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মন্ত্রী বলেন, “আমাদের একটাই শর্ত। নামী সংস্থা থেকে যন্ত্র এবং ওষুধ কিনতে হবে। আর যন্ত্র কেনার সময় তা রক্ষণাবেক্ষণের জন্য বাৎসরিক চুক্তি দেখে নিতে হবে--যাতে ‘ওয়্যারান্টি পিরিয়ড’-এর পরেও যন্ত্র খারাপ হলে প্রস্তুতকারী সংস্থা তা সারিয়ে দেয়।” |
|
|
|
|
|